গরম পড়ে গেছে,, কিনতু মেয়েদের অফিসের কাজে,স্কুল, কিংবা কলেজে যেতে লাগে,, তাই এই সময় চাই আরামদায়ক স্টাইলিস্ট পোশাক…ছিমছাম ফ্যাশনের দিকে এখনকার তরুণীদের ঝোঁক বেশি। তবে এখোন স্ট্রিট ফ্যাশনে চটজলদি জিন্স, কিংবা পালাজ্জোর সঙ্গে মানিয়ে যায় কুর্তি। সিম্পল অথচ দেখতেও সুন্দর লাগবে, আরাম মিলবে এমন পোশাক তাদের পছন্দের শীর্ষে। গরমের এই চলতি ট্রেন্ডে প্রথম সারিতেই আসে সুতির শর্ট কুর্তি…. এই গরমে পোশাকে স্বস্তি এনে দিতে কুর্তি হতে পারে সাশ্রয়ী সমাধান।ফ্যাশন হল নিজেকে প্রকাশ করা, এবং কুর্তিগুলি একজনকে এটি করতে সহায়তা করে।
গরমে মেয়েরা যেভাবে স্টাইল করবেন
✓ ব্লক-প্রিন্ট করা শর্ট কুর্তি দারুন লাগবে,, বর্ষা গ্রীষ্ম সব ঋতুতে দারুন মানিয়ে যাবে। এগুলি ওজনে হালকা যা এগুলিকে সারাদিন বহন করা সহজ এবং আরামদায়ক করে তোলে, বাইরে তা যতই গরম হোক না কেন।
গরমে মেয়েদের ফ্যাশনেবল কুর্তি
✓ কাশ্মীরি প্রিন্ট পড়তে পারেন,, আগে তো লং পড়তো সকলে,, এখোন এই সময়ে ট্রেন্ড এ চলছে কাশ্মীরি প্রিন্ট শর্ট কুর্তি । হালকা গোলাপী রঙ, এগুলি পিক গ্রীষ্মের জন্য অত্যন্ত উপযুক্ত এবং সারাদিন আপনাকে আরামদায়ক বোধ করবে।
গরমের স্টাইলিস কুর্তি
✓ এগুলি আপনার ত্বকে হালকা এবং আরামদায়ক বোধ করবে তাপমাত্রা যতই বাড়ুক না কেন। গরমের এই সময়ে কেমন হবে পোশাকের রং, নতুন কী যুক্ত করা যায় কুর্তির নকশায়, এসব নিয়ে অনেক আগে থেকেই ভাবনা শুরু করে দেন ডিজাইনাররা। এখন আবার কুর্তির কাটিং বা প্যাটার্নে অনেক নতুনত্ব এসেছে। ইউভি বোট কাটিং, চওড়া বা স্ট্রেইট প্যাটার্ন ইত্যাদি বেশি জনপ্রিয়।
kurti for summer
✓ অন্যদিকে গলার ডিজাইনে বোট নেক, পোর্ট্রেট, স্কয়ার, গোল, হাই নেকও উল্লেখযোগ্য। গরমে শান্তি থাকতে যেকোনো ঋতুতে আরাম ও স্বস্তি মেলে এই কুর্তিতে।
গরমে আরামদায়ক কুর্তি
✓ কর্মজীবী নারীরাও সাদরে গ্রহণ করে নিচ্ছেন ফ্যাশনেবল এই পোশাক। আবার অফিসশেষে পার্টিতেও দারুণ মানিয়ে যায় তা।
✓ বর্তমান ফ্যাশন ট্রেন্ড অনুযায়ী হালকা রঙের সুতি, লিনেন, খাদি কাপড়ে তৈরি হচ্ছে নকশাদার স্লিভলেস কামিজ আর কুর্তি।
Read More,
Pohela Boishakh Outfit|পয়লা বৈশাখে পোষাকে থাকুক বাঙালিয়ানা