Spread the love

পহেলা বৈশাখ মানে গায়ে এক নতুন জামা, ভিন্ন স্বাদের খাবার খাওয়া,,, এই দিন বাঙালির প্রাণের উৎসবে মেতে উঠার নাম। পুরো বাঙালি একদম সাজ-পোশাকে মেতে ওঠে। বিশেষ এই দিনে সবাই চায় নিজেকে লাগুক আকর্ষণীয় ,, নববর্ষে কি পড়বেন ভেবে রেখেছেন? না ভাবলে দেখে নিন আউটফিট আইডিয়া—

IMG_20240402_103737-1712034477090-edited Pohela Boishakh Outfit|পয়লা বৈশাখে পোষাকে থাকুক বাঙালিয়ানা

নববর্ষের সাজ

** পয়লা বৈশাখ উৎসব-পার্বণে একটু রঙিন সাজ-পোশাক না থাকলে চলবে নাকি,,সাদা-লাল তো থাকছেই, তার পাশাপাশি মাল্টি কালার এখন দারুন ট্রেন্ড এ আছে,, বিভিন্ন মোটিফের পোশাকে এখন যুক্ত হয়েছে কমলা, মেরুন বা গাঢ় কোনো রং। এদিনে বাঙালিয়ানা পোশাক রাখতে ওয়েস্টার্ন বা সেমি ওয়েস্টার্নসহ অন্যান্য পোশাকও পরতে পারেন ,,এসব পোশাকের সঙ্গে গাঢ় লাল লিপস্টিক দারুন যায়। এতেও প্রকাশ পাবে বৈশাখের আমেজ।

জেনে নিন পহেলা বৈশাখে কেমন সাজবেন

IMG_20240402_103412-1712034480168 Pohela Boishakh Outfit|পয়লা বৈশাখে পোষাকে থাকুক বাঙালিয়ানা

** বৈশাখের মেকওভার বৈশাখে হালকা বেইজ মেকআপ করা যায়। হালকা বেইজ অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে। চোখের সাজে থাকতে পারে ব্রাউন শেড ও আইলাইনার। শাড়ি পরলে গাঢ় টানা কাজল ও আইলাইনারেও সাজানো যায় নিজেকে। শাড়ি না কিনতে চাইলে মায়ের শাড়িতে সাজ দিতে পারেন,,, আর না হলে বাড়িতে পুরনো শাড়ি আছে? পাড় টুকু বদলে বানিয়ে নিতে পারেন নতুন শাড়ি।

বৈশাখের সাজ ও শাড়ি

IMG_20240402_103649-1712034478629 Pohela Boishakh Outfit|পয়লা বৈশাখে পোষাকে থাকুক বাঙালিয়ানা

** পহেলা বৈশাখ উৎসবটি একেবারে দেশীয় সংস্কৃতির, তাই বাঙালি নারীদের প্রথম পছন্দের শাড়ি হলো সুতির শাড়ি। অনেকে জামদানি বা সিল্ক শাড়ি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। শাড়ির সঙ্গে ব্লাউজে থাকতে পারে গ্রামীণ আবহ।

পহেলা বৈশাখের সাজ যেমন হবে

** পোশাকের সঙ্গে গহনা একটু মিলিয়ে পরবেন,, বাঙালি নারী অলঙ্করণে চুড়ি মালার জুড়ি নেই। আলতা রাঙা পাও বৈশাখী সাজে অপরিহার্য ধরা চলে। আজকের তরুণীরা আবার নানা ডিজাইনের লাল-সাদায় টপস বা সালোয়ার-কামিজ বেছে নিচ্ছেন। সেখানেও ব্যবহার চলে নানা রকম গহনার।

পহেলা বৈশাখের মেকাপ টিপস্

IMG_20240402_103247-1712034479555 Pohela Boishakh Outfit|পয়লা বৈশাখে পোষাকে থাকুক বাঙালিয়ানা

** এই দিনে ছেলেদের জন্য পাঞ্জাবিই বেশি মানানসই। পাঞ্জাবির সঙ্গে চুড়িদার সালোয়ার, ধুতি, বেশ মানাইসই। কেউ কেউ প্যান্টের সঙ্গেও পরে নেন। এ দিনে কেউ চাইলে কুর্তা ও পড়তে পারেন,,

নববর্ষের আকর্ষণীয় সাজ

IMG_20240402_103234-1712034479896-edited Pohela Boishakh Outfit|পয়লা বৈশাখে পোষাকে থাকুক বাঙালিয়ানা

** চুলের সাজ: যদি ঘরেই থাকেন তবে চুল ছেড়ে রাখা যায়। কিন্তু বাইরে বের হলে গরমের কারণে চুল বেঁধে রাখুন। স্টাইলিস্ট পনিটেইল বা খোঁপা বাঁধতে পারেন। এতে অনেক বেশি সতেজ ও সুন্দর লাগবে।

আরোও পড়ুন,

Holi Trending Saree|এবার বসন্তে ৫ শাড়ি বাজার কাঁপাচ্ছে

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *