গরমে সুস্থ ও উজ্জ্বল ত্বক পাওয়া খুব মুশকিল,,, কিনতু আমাদের ত্বকে গরমে নানান সমস্যা দেখা দেয়,,, তবে গরমে ত্বকের যত্নে একটি বিশেষ জিনিস ব্যবহার করলে ত্বকের সমস্যা মিটে যাবে,, চালের জল ত্বক ও চুলের জন্য বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে । কোরিয়ানরাও ত্বকের যত্নেও চালের জল ব্যাবহার করে,, যা তাদের সৌন্দর্য দ্বিগুন বৃদ্ধি করে।। জেনে নিন, চালের জল ব্যবহারের উপকারিতা (Benefits of using rice water)।
ত্বকের যত্নে গোলাপ জলের ব্যবহার
রাইস ওয়াটার টোনার কি কাজ করে?
ভাতের জলে স্টার্চ অধিক মাত্রায় থাকায়, শক্তিশালী প্রাকৃতিক অ্যাস্ট্রিংজেন্ট যা ছিদ্র পরিষ্কার করে, সিবাম উত্পাদনকে ভারসাম্য বজায় রাখে, ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করে এবং ব্রণ হওয়ার ঘটনাকে মারাত্মকভাবে হ্রাস করে ।
এছাড়াও —–১) এটি ত্বকের টোন উন্নত করতে সাহায্য করে । গরমে যে ত্বক নিস্তেজ হয়ে পড়ে সেটি এক নিমেষে দূর করে,,, চালের জল ত্বককে উজ্জ্বল করতে এবং ত্বকের টোন বের করতে সাহায্য করে ।
চাল ধোওয়া জল দিয়ে রূপচর্চা
২) অ্যান্টি এজিং: চালের জলে যে স্টার্চ আছে তা ত্বকের বাধাকে শক্তিশালী করতে সাহায্য করে । ত্বকের ওপর ফাইন লাইন, কালো দাগ ইত্যাদি কম দেখা যায় । তাই চালের জল ব্যবহার ত্বকের বাধা মেরামত করতে সাহায্য করে ।
৩) উজ্জ্বল ত্বক: চালের জল ত্বকে ব্যবহার করলে আমাদের মৃত কোষ দূর হয় ৷ যার ফলে আমাদের ত্বক উজ্জ্বল হয় । আসলে ত্বকে মৃত কোষ জমে আমাদের ত্বক বেশ ফর্সা দেখাতে শুরু করে ।
ত্বকের বয়স কমিয়ে দেবে চাল ধোওয়া জল
রাইস ওয়াটার বানানোর পদ্ধতি
প্রথমে এক কাপ চাল নিন। সেই চাল প্রথম দুবার ধুয়ে চালের নোংরা ফেলে দিন,,, এরপর আবার এক কাপ জল দিয়ে ধুয়ে নিন। ৩০ মিনিট পর চাল ছেঁকে নিন। এরপর যে জল বেরোবে সেটি আপনি ত্বক ও চুলের যত্নে ব্যবহার করতে পারেন।
✓✓ ত্বকের যত্নে গোলাপ-জল
গোলাপ-জল এমন একটা প্রাকৃতিক, যা ত্বক পরিচর্যায় অনন্য। গোলাপের পাপড়ি ভাপে গোলাপ-জল তৈরি করা হয়।সৌন্দর্যচর্চায় ‘রোজ হাইড্রোসল’য়ের ব্যবহার গোলাপ ডিস্টিলেট নামে পরিচিত।”ক্রিম, লোশন থেকে শুরু করে মিস্ট বা টোনারেও এর ব্যবহার রয়েছে।
“””” গোলাপ জলের উপকারিতা
১) গোলাপ-জলের ব্যবহার: ত্বকের সৌন্দর্য রক্ষায় ভূমিকা রাখে। ত্বক সতেজ রাখে।
২) আর্দ্রতারক্ষাকারী: ত্বক আর্দ্র রাখে। তাই মিস্ট, টোনার বা ক্রিম হিসেবে ব্যবহার করা যায়।
৩) গোলাপ-জলের প্রদাহনাশক গুণাগুণ ত্বকের লালচেভাব বা জ্বলুনি কমায়।
৪) বয়সের ছাপ কমায়: “গোলাপ-জলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা বয়সের ছাপ ধীর করতে সহায়তা করে।
গরমে গোলাপ জল দিয়ে রূপচর্চা
৫) ত্বকে ভারসাম্য রক্ষা: পিএইচ’য়ের ভারসাম্য রক্ষা করে মসৃণ, কোমল ও আর্দ্র ত্বক পেতে সহায়াত করে।যেভাবে রূপচর্চায় ব্যবহার করতে হয়প্রথমে মুখ ধুয়ে গোলাপ-জল ব্যবহার করুণ ,, ডেপ ডেপ করে,,,,
এটি ত্বকের প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে। পিএইচ’য়ের ভারসাম্য বজায় রাখে, সতেজভাব আনে ।।
গরমে ত্বক সতেজ রাখবে গোলাপ জল
তাহলে কি বুজলেন?? গরমে দুটোই কার্যকারী,রাইস ওয়াটার/ গোলাপ জল দুটোই বেস্ট।। এদের কাজ আলাদা। আপনারা চাইলে দুটোই ইউজ করতে পারেন ত্বকের যত্নে,, কারণ দুটোই প্রাকৃতিক উপাদান,, কোনো সাইড এফেক্ট নেই।
আরোও পড়ুন,
Holi Skin Care: হোলির রঙ থেকে ত্বক ও চুলকে রক্ষা করার উপায়