Spread the love

Facial mask for glowing skin: গরমে ত্বকের যত্ন নেওয়ার সবচেয়ে বেস্ট উপায়গুলোর মধ্যে অন্যতম হলো ফেস মাস্ক। ফেস মাস্ক গরমের দিনে ইউজ করলে ত্বক সতেজ করে তোলে। ত্বকের অতিরিক্ত তেল শোষণ করা থেকে আটকে থাকা ছিদ্র খুলতেও সাহায্য করে এই মাস্ক। এখন বাজারে বিভিন্ন ধরনের মাস্ক পাওয়া যায়। তার মধ্যে বেস্ট ৩ টি নীচে উল্লেখ করা হলো —-

ত্বকের ধরন বুঝে সঠিক ফেস মাস্ক
প্রথমে ফেস মাস্ক লাগানোর আগে একটি ভালো ফেসিয়াল ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে। তবেই সেই মাস্ক থেকে পুষ্টি উপাদান শোষণের জন্য প্রস্তুত করতে সাহায্য করতে পারবে। তবে ফেস মাস্ক প্রয়োগ করার প্রথম ধাপ হলো, ত্বকের ধরন অনুযায়ী সঠিক মাস্কটি বেছে নেওয়া। ক্লে মাস্ক তৈলাক্ত বা মিশ্র ত্বকের জন্য ভালো কাজে দেয়। ব্রণপ্রবণ ও সংবেদনশীল ত্বকের জন্য ভালো জেল ও বাবল মাস্ক।

মাস্ক ওঠাব কীভাবে
বেশির ভাগ মাস্ক ব্যবহারের ক্ষেত্রে ২০ মিনিটের বেশি রাখা উচিত নয়। বেশিক্ষণ থাকলে মাস্ক শুকিয়ে ত্বকও শুকিয়ে যেতে থাকে।

1। LAKMÉ Blush & Glow Strawberry Sheet Mask: 100% আসল ফলের নির্যাস দিয়ে তৈরি এটি।
এই মাস্ক এমন একটা গ্লো দেয় যেটা খুব সুন্দর। তাত্ক্ষণিকভাবে ত্বককে হাইড্রেট করে
গভীরভাবে ময়শ্চারাইজ করে
ত্বকে প্রশান্তিদায়কতরতাজা, স্বচ্ছ, দীপ্তিময় ত্বক চাইলে আপনার সংগ্রহে থাকতেই হবে ল্যাকমে নাইন টু ফাইভ ময়েস্ট ম্যাট ক্লে ফেস মাস্ক/ এছাড়াও এটি টানটান করে আর ত্বকও আর্দ্র রাখে।

2। গার্নিয়ার স্কিন ন্যাচারাল, ফেস মাস্ক: ফেস শিট মাস্ক যা জলশূন্য এবং নিস্তেজ ত্বকে দাগ সহ তুলতে সাহায্য করে। ত্বককে হাইড্রেট করে, ত্বকের সামগ্রিক উজ্জ্বলতা বাড়ায় এবং কালো দাগ কম স্পষ্ট করে তোলে।। এতে থাকা ভিটামিন সি সমৃদ্ধ ত্বককে একটি উজ্জ্বল প্রাকৃতিক আভা দিতে সাহায্য করে। ত্বক উজ্জ্বল করে। মুখের বাড়তি তেল দূর করে রোমছিদ্র পরিষ্কার রাখে, স্কিন টোন উন্নত করে এবং নিষ্প্রভ ত্বকে জেল্লা ফেরায়।

3। এভরিউথ গোল্ডেন গ্লো পিল-অফ মাস্ক : 24 ক্যারেট গোল্ড কোলাজেনাইন বুস্টার এবং কমলার খোসার নির্যাস দিয়ে মিশ্রিত, এই পিল অফ মাস্কটি ত্বকের মৃত কোষ এবং ছিদ্রের ভিতর থেকে ময়লা দূর করতে সাহায্য করে। ত্বকে গভীর ভাবে পরিষ্কার করে । এই পিল অফ মাস্ক আপনার ত্বককে টোনড, ভিতর থেকে উজ্জ্বল করে তোলে
সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত। এই পিল-অফ মাস্ক মাত্র 15 মিনিটে প্রাকৃতিক ফর্সা এবং উজ্জ্বলতা সহজ করে।

বাড়ির তৈরি ফেস মাস্ক —-

১. ডিম-কলা মাস্ক
এই মাস্কের জন্য একটি ডিম, মধু, কলা লাগবে। এই উপাদানগুলো ত্বক থেকে অতিরিক্ত তেল অপসারণ করতে সাহায্য করবে। ডিমের কুসুমের সঙ্গে ১ টেবিল চামচ মধু, হাফ কলা মিশিয়ে নিতে হবে। এবার পরিষ্কার ত্বকে প্রয়োগ করে ১৫ থেকে ২০ মিনিটের জন্য বসতে দিতে হবে। এরপর কুসুম গরম জলের মধ্যে একটি টাওয়ালের সাহায্যে ত্বক ধুয়ে, মুছে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

২. টমেটো ও হলুদের মাস্ক

নিস্তেজ ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করতে পারে টমেটো ও হলুদের মাস্ক,, একটি টমেটো ও হলুদ গোলাপ জল নিয়ে মেশাতে হবে। এবার পরিষ্কার ত্বকে ব্যবহার করতে হবে এই মাস্ক। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *