মেয়েদের পাশপাশি আজকাল ছেলেরাও নিজেদের প্রতি যত্নশীল হয়ে গেছে। এখনকার ছেলেরা কেদ মেরে একটু হেয়ার স্টাইল না করতে পারলে ঠিক পোষায় না। বলতে পারেন প্রায় চুল হতে হবে স্পাইক করা, নয় লম্বা, নয়তো পুশড ব্যাক। ছেলেদের চুলে স্টাইল করার ক্ষেত্রে যা সর্বপ্রথম খেয়াল রাখতে হবে তা হলো মাথার দুই পাশ আর পেছন দিকের কাট। আপনাকে কী ধরনের হেয়ার কাট মানাবে তা নির্ভর করছে আপনার কাঁধ আর মুখের শেপের ওপর। তাই যখন চুল কাটতে যাবেন, তখন খেয়াল রাখুন এসব দিকে…..
ছেলেদের স্টাইলিস্ট হেয়ার কাট
চুলের স্টাইল নিয়ে অনেক ছেলেই চিন্তায় পড়ে যান,, কেমন হেয়ার কাট হলে তাদের মানাবে, স্টাইলিস্ট দেখাবে,, তবে চুলের স্টাইল আসলে নির্ভর করে মুখের গড়নের ওপর। নীচে দাওয়া হলো ছেলেদের সেরা কয়েকটি হেয়ার কাট…..
১. লেয়ার কাট: এখন খুব ট্রেন্ড এ চলছে এই কাট,, ছেলে মেয়ে উভয়েই এই কাট দারুন লাগছে। লেয়ার কাটের ধরনটা একটু বুঝিয়ে বলতে গেলে পিছনের দিকে একটু ছোট এবং কানের দুই পাশে একটু ঢেকে ছোট করে কাটা। আর সামনের চুল খুব ছোটও থাকবে না, আবার খুব বড়ও থাকবে না।
ছেলেদের স্টাইলিস্ট হেয়ার কাট
২. স্পাইক কাট: স্পাইক কাট এখন খুব জনপ্রিয়। অনেকে শুধু মাথার সামনের অংশ স্পাইক করছেন। যাদের মুখ কিছুটা গোল, তারা কানের দুই পাশে চুল একটু ছোট রাখতে পারেন। টিভি তে হিরো দের এই কাট দেখা যায়।
৩. ইমো কাট: ইমো স্টাইলের জন্যও লম্বা চুল থাকা প্রয়োজন। ইমো স্টাইল করতে অনেকটা এলোমেলোভাবে চুল কাটা হয়। কিন্তু সামনের চুল বড় রাখা হয়।
৪. ক্লাসিক কাটিং: ক্লাসিক কাট হলো মাথার একপাশে সিথি করে চুল আচরানো থাকে।
৫. সামার কাট: সামার কাট হল পিছনের দিক ছোট করে সামনের দিক একটু লম্বা বা বড় রাখার স্টাইল। আর্মি দের দেখা যায় এই কাট।
ছেলেদের চুলের কাটিং ছবি
ছেলেদের চুলের যত্ন …..ছেলেরা বেশি খুশকির সমস্যায় ভোগেন । কারন তারা নিয়মিত শ্যাম্পু করেন না,, অনেকে ভাবেন প্রতিদিন শ্যাম্পু করলে চুল রুক্ষ হয়ে যায়। এ ধারণা একদম ভুল। চুল রুক্ষ হয় আসলে সঠিকভাবে যত্ন না নিলে। নিয়মিত চুলে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা উচিত। এ ছাড়া অবশ্যই সপ্তাহে এক দিন চুলে তেল দিতে হবে। ব্লাড সার্কুলেশন ঠিক রাখতে হেড ম্যাসাজ খুব জরুরি। এছাড়াও হেয়ার প্যাক ইউজ করতে পারেন। এতে করে চুলের ড্রাই ভাব কেটে যাবে।
আরোও পড়ুন,
Hair Colouring At Home||ঘরে বসে চুল কালার করার উপায়