Spread the love

Tresemme Keratin Smooth Shampoo Review – ট্রেসেমি কেরাটিন স্মুথ শ্যাম্পু রিভিউ


51L2SYa1sjL._SX569_-1673613768445 Tresemme Keratin Smooth Shampoo Review - ট্রেসেমি কেরাটিন স্মুথ শ্যাম্পু রিভিউ

Tresemme Keratin Smooth Review All Hair Types

চুলের যত্ন বলতে প্রথমেই যে জিনিসটি সবার আগে মনে আসে তা হল, চুল ধোয়ার কথা বা পরিষ্কার করার কথা। আর এই কাজটি করতে আপনার প্রয়োজন হবে একটি ভালো মানের শ্যাম্পুর। প্রত্যেকটি মানুষের শরীর, মুখ কিংবা মাথার ত্বক আলাদা আলাদা হয়। তাই একজন সচেতন মানুষ হিসেবে আপনার উচিত আপনার নিজের চুল ও মাথার ত্বকের ধরন অনুযায়ী শ্যাম্পু নির্বাচন করা। আমি আজকে Tresemme Keratin Shampoo ’রকাজও গুরুত্বপূর্ণ কিছু উপাদান সম্পর্কে বলবো,, এই আর্টিকেলটি পড়ার পর আপনি বুজতে পারবেন যে, এই প্রোডাক্টটি আপনার চুলের জন্য জরুরী কি না।

Tresemme Keratin Shampoo Review

Tresemme Ketatin মসৃণ শ্যাম্পুতে কেরাটিন মিশ্রিত করা হয় যা ক্ষতিগ্রস্থ, দুর্বল, অলস, প্রাণহীন , ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। কেরাটিন এবং আর্গান তেলের এই অনন্য সমন্বয় আপনার চুলকে শক্তিশালী করে এবং তাদের হাইড্রেশন এবং স্থিতিস্থাপকতা প্রদান করে।

আরও পড়ুন,

যাদের চুলে প্রচণ্ড জট পাকিয়ে যায় এবং কোঁকড়ানো এবং যারা চুল সোজা রাখতে পচ্ছন্দ করেন তাদের জন্য এটি বিশেষ উপকারী।
উপকরণ

জল, ডাইমেথিকনল এবং ট্রাইডেসথ -10 এবং টি-ডডিসিলবেঞ্জিনেসফুলনেট, মেথাইলচ্লোরিওসোথিয়াজোলিনোন এবং মেথাইলিসোথিয়াজোলিনোন, গার হাইড্রোক্সপ্রপলিট্রিমোনিয়াম ক্লোরাইড, মিকা এবং টাইটানিয়াম ডাইঅক্সাইড, ডিসোডিয়াম এডা, অ্যামোডিমথিকোথ।।

51otsQq1EyL._SR600,315_PIWhiteStrip,BottomLeft,0,35_PIStarRatingFOURANDHALF,BottomLeft,360,-6_SR600,315_ZA914,445,290,400,400,AmazonEmberBold,12,4,0,0,5_SCLZZZZZZZ_FMpng_BG255,255,255-1673613768267 Tresemme Keratin Smooth Shampoo Review - ট্রেসেমি কেরাটিন স্মুথ শ্যাম্পু রিভিউ

How to use TRESemmé Keratin Smooth Conditioner


উপাদানগুলো যেভাবে কাজ করে:
১. Keratin চুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরী একটি উপাদান। এটি চুলের texture improve করে এবং চুলের shine, elasticity ও strength বাড়ায়।

২. Phosphate স্বাস্থ্যকর উপায়ে চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে। এই উপাদানটি সাধারণত ডিম, শস্যদানা ইত্যাদি খাবার থেকে পাওয়া যায়।

ট্রেসেমি কেরাটিন স্মুথ শ্যাম্পু রিভিউ

৩. Tresemme Keratin Shampoo তে থাকা Pyridoxine Hydrochloride এই উপাদানটি চুল পড়া রোধ করে।


৪. সবশেষে বলতে হয় এই শ্যাম্পুটির ঘ্রাণ খুবই সুন্দর। অনেকের চুলে দুর্গন্ধ জনিত সমস্যা থাকে। এই শ্যাম্পুর ঘ্রাণ চুল ধোয়ার ২-৩ দিন পর পর্যন্ত চুলে থাকে এবং চুলের দুর্গন্ধজনিত সমস্যা দূর করে।

আরও পড়ুন,
১. প্রথমত যাদের চুল ভয়ঙ্কর রকম শুষ্ক, নির্জীব ও রুক্ষ তারা আশা করি এই শ্যাম্পুটি ব্যাবহার করে উপকৃত হবেন।


২. যাদের অতিরিক্ত চুল পড়ার সমস্যা আছে তারা Tresemme Keratin Shampoo’টি কোন দুশ্চিন্তা ছাড়াই ব্যবহার করতে পারেন।

ট্রেসেমি কেরাটিন কন্ডিশনার উপকারীতা

আমি নিজে এই শ্যাম্পুটি ব্যাবহার করছি প্রায় ১ বছর যাবত। আমি Satisfied এবং আমার সেই সন্তুষ্টির জায়গা থেকেই আজকে আপনাদের জন্য এই আর্টিকেলটি লিখা।


উপকারিতাঃ
শ্যাম্পু অ্যাপ্লাই করার পর সহজেই চুলে জট পড়বে না।

চুল থাকবে সোজা ও ঘন ঘন চুলের ডগাও ফাটবে না।

চুল পড়ার সমস্যাও একেবারেই কমে যাবে।

এটা চুলকে সিল্কি, সফট ও শাইনি করে।

চুল পড়া বন্ধ করে।

চুলের গোড়া শক্ত করে।

চুলের শুস্কতা দূর করে।

চুলকে সিল্কি করে।

চুল শাইনিং করে।


কিভাবে ব্যবহার করেঃ
ভেজা চুলে প্রয়োগ করুন, হালকাভাবে কাজ করার জন্য আঙ্গুলের সাহায্যে মাথার ত্বক এবং শিকড়গুলি আলতোভাবে ম্যাসাজ করুন। রুট থেকে শেষ পর্যন্ত শ্যাম্পুটি হালকা করে নিন এবং ভাল করে ধুয়ে ফেলুন। এইভাবে সপ্তাহে ৩-৪ দিন ব্যবহারে আপনি পাবেন সোজা মসৃণ ঘন, সফট সিল্কি এবং শাইনি হেয়ার।।


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *