Spread the love

Vedix Ayurvedic Anti-Hairfall Shampoo Review – ভেডিস্ক আয়ুরবেদিক আন্টি হেয়ার ফল শ্যাম্পু রিভিউ

51acgVWheeL._SL1000_-1673249927652 Vedix Ayurvedic Anti-Hairfall Shampoo Review - ভেডিস্ক আয়ুরবেদিক আন্টি হেয়ার ফল শ্যাম্পু রিভিউ

Vedix Shampoo Review


ভেডিক্স শ্যাম্পু হল একটি এসএলএস এবং প্যারাবেন, মুক্ত সূত্র যা মাথার ত্বক থেকে জমাট বাঁধা এবং ময়লা দূর করতে সাহায্য করে।। ও একটি মৃদু ক্লিনজার হিসাবে কাজ করে। আয়ুর্বেদিক উপাদানে সমৃদ্ধ আপনার চুলকে পুষ্ট, সিল্কি এবং হাইড্রেটেড রাখে।।

তীব্রভাবে কার্যকর প্রাকৃতিক ভেষজ এবং তেলের একটি শক্তি-সমৃদ্ধ ঘনত্বের সাথে, সমস্ত 100% প্রাকৃতিক এবং চুল বৃদ্ধি এবং পুনরায় পূরণ করার ক্ষমতার জন্য পরিচিত।

আরও পড়ুন,

ভেডিস্ক আয়ুরবেদিক আন্টি হেয়ার ফল শ্যাম্পু সুবিধা-


চুলের নিয়মিত পিএইচ বজায় রাখতে সাহায্য করে।।

Vedix Shampoo For Hair Growth

ঘন এবং ফ্রিজ মুক্ত চুল প্রচার করে।


চুল পড়া ও চুল পাতলা হওয়া রোধ করে।


চুলের ফলিকলকে পুষ্ট করে।


চুলের বৃদ্ধি বাড়ায়।

Vedix Shampoo Ingredients

IMG_20230109_130834-1673249927380 Vedix Ayurvedic Anti-Hairfall Shampoo Review - ভেডিস্ক আয়ুরবেদিক আন্টি হেয়ার ফল শ্যাম্পু রিভিউ
আরও পড়ুন,

Vedix Shampoo Benefits

ভেডিস্ক আয়ুরবেদিক আন্টি হেয়ার ফল শ্যাম্পু আপনি ২ সপ্তাহ ব্যবহার করেই বুজতে পারবেন এই শ্যাম্পুর ফলাফল।।। এই শ্যাম্পু আপনার ত্বকের ভিতর থেকে ময়লা দূর করে চুলের গোড়াকে শক্ত করে।। এবং চুল পড়া কমিয়ে দেয়।। চুলের স্ক্যালপ এর ph মাত্রা বজায় রাখে। এছাড়াও এই শ্যাম্পু চুলের যাবতীয় সমস্ত ব্যাকটেরিয়া কে ধ্বংস করতে সাহায্য করে এবং চুলের স্কাল্পে খুশকি হতে বাধা দেয়।। কারণ এই শ্যাম্পুর মধ্যে সমস্ত প্রাকৃতিক ভেজস দিয়ে তৈরী,, পেঁয়াজ মেথি অ্যালোভেরা চন্দন আরও উপাদান দিয়ে তৈরি এই শ্যাম্পু তাই এর কোন সাইড ইফেক্ট নেই।।

Vedix Hair Fall Shampoo


কিভাবে ব্যবহার করবেন –

ভেজা চুলে শ্যাম্পু লাগান। মাথার ত্বক থেকে শেষ পর্যন্ত একটি সমৃদ্ধ ফেনার মধ্যে আলতো করে ম্যাসাজ করুন। জল দিয়ে ধুয়ে ফেলুন। দুবার এই শ্যাম্পুর সাহায্যে চুল পরিষ্কার করুণ।।

তারপর চুল শুকিয়ে গেলে আপনারা সীরাম চুলে এপ্লাই করে নিবেন।।


Tags – Hair Care , Hair Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *