Spread the love

Virgin Coconut Oil For Hair Growth: ভার্জিন নারিকেল তেল কি চুল গজানোর জন্য ভালো


চুলের যত্নের প্রথম উপাদান হল তেল। চুলের যত্নে খাঁটি নারিকেল তেল ব্যবহার সেই আদিকাল থেকেই হয়ে আসছে। চুলের স্বাস্থ্য ও সৌন্দর্য বৃদ্ধিতে নারিকেল তেলের জুড়ি নেই। শক্ত এবং চকচকে থাকার জন্য শ্রেষ্ঠ উপায় হলো চুলে নারিকেল তেল দিয়ে মালিশ করা। অন্য তেল নয় মাখতে হবে, যার মধ্যে চুলের গভীরে যাওয়ার মতো এবং গোড়া পর্যন্ত পৌঁছাতে পারার মতো উপাদান আছে।


IMG_20230704_131801-1688456895715 Virgin Coconut Oil For Hair Growth - ভার্জিন নারিকেল তেল কি চুল গজানোর জন্য ভালো

Pure Coconut Oil For Hair Growth


আমাদের এক্সট্রা ভার্জিন অর্গানিক নারিকেল তেল শুধু যে চুলের আর্দ্রতা বজায় রাখে তা-ই নয়, অত্যাবশ্যকীয় প্রোটিনও ধরে রাখে। ফলে ধোয়ার সময় প্রোটিন ক্ষয় হয় না, চুল শক্ত ও স্বাস্থ্যকর থাকে। এছাড়া স্কাল্পে নারিকেল তেল ম্যাসাজের ফলে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় ও চুলের গভিরে প্রবেশ করে হেয়ার ডিপ কন্ডিশনিং করে থাকে।


ভার্জিন নারিকেল তেলের গুণ :


১/ চুল ভেঙে যাওয়া ও আগা ফেটে যাওয়া ঠেকায়

আমাদের সকলের চুল ভেঙে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়,, চুলের যত্নে আমরা যেসব উপাদান ব্যবহার করি সেগুলো থেকে, এমনকি সূর্যের তাপ থেকেও আমাদের ত্বকের ক্ষতি হতে পারে। কোল্ড প্রেস নারিকেল তেল চুলকে আলাদা করে সুরক্ষা দেয়। চুল ভেঙে যাওয়া আটকায়।।


Virgin Coconut Oil For Hair loss

২/ চুলের ঘনত্ব বাড়ায়

চুলের যত্নে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চুলের পরিমাণ বাড়ানো। ভার্জিন নারিকেল তেল ব্যবহার করলে চুলের ভেঙে যাওয়া কমে ও চুলের ক্ষতি ঠেকায়, একই সঙ্গে চুলের পরিমাণ বাড়ায়।


IMG_20230704_131743-1688456896138 Virgin Coconut Oil For Hair Growth - ভার্জিন নারিকেল তেল কি চুল গজানোর জন্য ভালো

Virgin Coconut Oil Benefits For Hair Growth

৩/ চুল পেকে যাওয়া ঠেকায়

অনেকের বেশ কিছু কারণে চুল সাদা হতে শুরু করে। আপনি যদি চুলের এই সাদা হয়ে যাওয়া নিয়ে চিন্তিত থাকেন তাহলে ভার্জিন নারিকেল তেল দিয়ে চুলে মাসাজ করলে সেটা বেশ কাজে দিতে পারে। এবং চুলকে করে তোলে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল।

চুলে তেল দাওয়ার নিয়ম

৪/ চুল ও স্কাল্পকে ময়েশ্চারাইজ করে

ভার্জিন নারিকেল তেল শুকনো ও আর্দ্র মৌসুমে চুল ও স্কাল্পকে ময়েশ্চারাইজ করে। হাতে খানিকটা তেল নিয়ে চুলে মাখতে থাকুন। এরপর শাওয়ার নিয়ে ধুয়ে ফেলুন ।।


চুলের জন্যে কোন তেল ভালো


নারকেল তেল চুলের গভীরে প্রবেশ করার, চুলের পুষ্টি এবং ময়শ্চারাইজ করার ক্ষমতা বাড়িয়ে তোলে। যাতে চুল তার নরম স্বাস্থ্যকর অবস্থা বজায় রাখতে পারে। নারকেল তেল প্রাকৃতিক ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখার জন্য মাথার ত্বকের পিএইচ এবং পুষ্টি বজায় রাখতে পারে।


নারকেল তেল হল একটি প্রাকৃতিক উপায় যা আপনার চুলকে লম্বা, ঘন এবং দ্রুত বাড়তে সাহায্য করে ।

একটি পাত্রে তেল নিন। তারপর হালকা গরম করে নিন। এবার চুল শ্যাম্পু করে নিন। নারকেল তেলে আছে অ্যান্টি ফাঙ্গাল উপাদান। যা আপনার স্ক্যাল্পকেও ভালো রাখে।


আরোও পড়ুন,

Can We Use Parachute Coconut Oil For Cooking – প্যারাসুট নারিকেল তেল দিয়ে রান্না করা যাবে কি



Tags – coconut Oil, Hair Oil

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *