Spread the love

What Are 5 Tips For Healthy Hair – চুলের যত্ন কীভাবে নিতে হয়


চুলের যত্ন অনেক ভাবে নাওয়া যায়,,অনেকের ধারণা রাতের বেলা চুলের যত্ন না করলেও হবে,, কিনতু এতে চুলের অনেক ক্ষতি হয়। শোওয়ার আগে ত্বক বা চুলের যত্ন নেওয়া একেবারেই আবশ্যিক। ঘুমের আগে যে যে জরুরি টিপস নেওয়া দরকার, তা জেনে নিন এখানে,


IMG_20230712_134520-1689149730547 What Are 5 Tips For Healthy Hair - চুলের যত্ন কীভাবে নিতে হয়

Tips For Healthy Hair Growth

আপনার পছন্দের যে কোনও তেল লাগাতে পারেন এবং কয়েক মিনিটের জন্য আপনার মাথার ত্বকে ম্যাসাজ করতে পারেন। তারপর চুল বেঁধে নিয়ে ভাল ঘুম দিন। চুলের যত্নের অপরিহার্য অংশগুলির মধ্যে একটি হল চুলের জটগুলিতে তেল প্রয়োগ করা। তেল আসলে একটি ময়শ্চারাইজিং এজেন্ট হিসাবে কাজ করে। চুলকে নরম এবং চকচকে রাখতেও সাহায্য করে। রাতে তুলে তেল দিলে চুলের গোড়া মজবুত হয়। চকচকে এবং নরম চুল পেতে আপনি পরের দিন সকালে আপনার চুল শ্যাম্পু করে নিতে পারেন।


মেয়েদের চুলের যত্ন


সম্ভব হলে চুলে কাপড় বেঁধে রাখুন


চুলকে রক্ষা করতে বিছানায় বা বালিশে মাথা রাখার আগে মাথায় ভাল করে সুতির কাপড় বেঁধে নিতে পারেন। তাতে চুল পড়া ও গোড়া আলগা হয়ে যায় না। চুলে বিনুনি বা বেঁধে কাপড় দিলে সবচেয়ে ভাল হয়।


Homemade tips for healthy hair


স্যাঁতসেঁতে বা ভেজা চুলে ঘুমানো এড়িয়ে চলুন


স্যাঁতসেঁতে বা ভেজা চুল নিয়ে কখনও শুতে যাবেন না। এর কারণে চুলে তাড়াতাড়ি ফাটল ধরা পড়ে। হেয়ার ড্রায়ার ব্যবহার করে চুল শুকিয়ে নিতে পারেন।


ঘুমানোর আগে চুল ভাল করে আঁচড়ে নিন


ঘুমানোর আগে চুল আঁচড়ে সুন্দর করে বেঁধে নিন। এই কাজটি চুলকে সুস্থ ও য়ে কোনও সমস্যা থেকে রক্ষা করে। চুল আঁচড়ালে চুলের জট খুলে যায়,এছাড়া স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিও ঘটায়।


IMG_20230712_134509-1689149730992 What Are 5 Tips For Healthy Hair - চুলের যত্ন কীভাবে নিতে হয়

How to get healthy hair naturally at home

রুক্ষতা কমাতে অ্যালো ভেরা

অ্যালো ভেরা জেলে প্রচুর পুষ্টিগুণ রয়েছে যা চুলের পক্ষে উপকারী। বিশেষ করে চুল থেকে রুক্ষতা কমাতে জুড়ি নেই অ্যালো ভেরার। শ্যাম্পু করার পর হাতে খানিকটা টাটকা অ্যালো ভেরা জেল নিয়ে চুলে মেখে নিন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।।


How to have healthy hair naturally

প্রতিবার শ্যাম্পু করার পর ব্যবহার করবেন কন্ডিশনার ,চুলের ডগায় কন্ডিশনার লাগান।

খুব ঘন ঘন আপনার চুল ধুবেন না। …

আপনার চুল ভেজা অবস্থায় ব্রাশ করবেন না। …

আপনার চুলের ওভার স্টাইল করবেন না।


আরোও পড়ুন,

Night Hair Care Routine For Hair Growth – রাতে চুলের যত্ন



Tags – Hair Tips, Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *