Spread the love

What Is The Best Oil For Hair : নতুন চুল গজানোর জন্য কোন তেল ভালো

আজ আলোচনা করবো চুলের জন্য সেরা তেল কোনগুলি…. নিচে দাওয়া তেল গুলি আপনার চুলের গোড়া মজবুত করতে সাহায্য করবে,, এবং চুলের পুষ্টি জোগাবে….


(Best natural oil for hair growth)


IMG_20230817_225440-1692293090412 What Is The Best Oil For Hair : নতুন চুল গজানোর জন্য কোন তেল ভালো

Best hair growth oil recommended by doctors

5 Best Natural Oils for Better Hair Health

Coconut Oil for Moisture and Repair. …


Olive Oil to Strengthen Hair. …


Argan Oil for Better Manageability. …


Jojoba Oil for Softness and Shine. …


Avocado Oil to Prevent Hair Breakage. …

Coconut Oil Benefits:

নারকেল তেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং উপকারী ফ্যাটি অ্যাসিড। এছাড়াও স্যাচুরেটেড ফ্যাট এবং লউরিক অ্যাসিড আছে। এর মধ্যে থাকা অ্যান্টি অক্সিড্যান্টস চুলের জন্য খুবই ভালো। আপনি হট অয়েল মাসাজ তো বাড়িতেই করতে পারেন। খুবই পুরনো একটা পন্থা। সে জন্য কী করতে হবে? একটি পাত্রে নারকেল তেল নিন। সেই নারকেল তেল সামান্য গরম করে নিন। সামান্য তুলো সেই গরম তেলে ভিজিয়ে স্ক্যাল্পে ও চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিন। তারপর ধীরে ধীরে আঙুল চালিয়ে মাথায় ভালো করে মাসাজ করে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।


Best oil for hair loss and regrowth


IMG_20230817_225425-1692293090810 What Is The Best Oil For Hair : নতুন চুল গজানোর জন্য কোন তেল ভালো


প্রতিবার শ্যাম্পু করার আগে এটা মেনে চলুন। না হলেও সপ্তাহে অন্তত তিনবার করুন। চুলে নারকেল তেল মাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে। তাই আপনার চুলের ফলিকলকেও পুষ্টি জোগান দেয়। আপনার চুলকে স্বাস্থ্যকর রাখে। ঘন করে তোলে।


Olive Oil benefits

অলিভ অয়েল ব্যবহারের ফলে হরমোন ডাইহাইড্রোটেস্টোস্টেরন মাথার ত্বকে জমাট বাঁধতে পারে না। তার ফলে চুলের বৃদ্ধি ও চুলের স্বাস্থ্যকে উত্‍সাহিত করে।

মাথার ত্বককে ময়েশ্চারাইজড করতে ও শুষ্কতা প্রতিরোধ করতে অলিভ অয়েল অত্যন্ত কার্যকরী উপাদান। চুলের সমস্ত প্রয়োজনীয় উপাদান অলিভ অয়েল দিয়ে তৈরি। চুলের সঠিক পুষ্টি, কন্ডিশনিং করতে সাহায্য করে। চুলকে নরম ও মসৃণ করতে, হাইড্রেট করতে, চুলের গোড়া মজবুত করতে অলিভ অয়েলের বিকল্প নেই। চুলের যথেষ্ট সুরক্ষিত রাখার জন্য চুলের বৃদ্ধি ও উজ্জ্বলতা বাড়ে। এছাড়া চুলের আগা ভেঙে যাওয়ার মত সমস্যাকেও দূর করে নিমেষে।


খুশকির সমস্যা তাড়ায়

অলিভ অয়েলে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য, যা একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। মাথার ত্বকে খুশকি ও শুষ্কতা দূর করতেও সাহায্য করে।


Argan Oil benefits

এই গাছে এক ধরনের ফল পাওয়া যায়। বাদামজাতীয় দানা পাওয়া যায় ফলের শক্ত খোলসের ভিতরে।

তার শাঁসের নির্যাস থেকে তৈরি করা হয় আর্গন অয়েল। যুগের পর যুগ ধরে রান্নায় এবং রূপচর্চায় ব্যবহার করা হচ্ছে এই তেল। এর ভিতরে আছে উপকারী ভিটামিন এ, ই এবং সি। এই তেল অ্য়ান্টি-অক্সিড্যান্ট এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডে ঠাসা। যা চুল ভালো রাখতে সাহায্য করে। চুল হয় রেশমের মতো কোমল।চুলের বৃদ্ধিতে এবং স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখতে অ্যান্টি-অক্সিড্যান্ট ম্যাজিকের মতো কাজ করে। চুল পড়া কমায়। চুল হয় লম্বা। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টির জোগান দেয়। এছাড়াও চুলের অক্সিডেটিভ ড্যামেজ আটকায়।


চুল পড়া বন্ধ ও নতুন চুল গজানোর উপায়


Jojoba Oil benefits

জোজোবা অয়েলের মধ্যে থাকে ভিটামিন ই। যা আমাদের চুলের জন্য খুবই ভাল।


IMG_20230817_225406-1692293091114 What Is The Best Oil For Hair : নতুন চুল গজানোর জন্য কোন তেল ভালো

চুল পড়া বন্ধ করার তেলের নাম

চুলকে রাখে মোলায়েম ,,চুলে হেয়ার মাস্ক হিসেবে কাজ করে জোজোবা অয়েল। চুলের গোড়ায় খুব ভাল করে ম্যাসাজ করুন এই তেল। এতে যেমন চুল ঝরা কমবে তেমনই শুষ্কতার হাত থেকেও রেহাই পাওয়া যায়। জোজোবা অয়েল ম্যাসাজ করে কিন্তু শ্যাম্পু করতে ভুলবেন না।


Avocado Oil benefits

অ্যাভোকাডোতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি-৬, ভিটামিন ই, পটাসিয়াম, আয়রনের মতো খনিজ সমৃদ্ধ। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। যা চুলের সব সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। অ্যাভোকাডোতে রয়েছে ফ্যাটি অ্যামিনো অ্যাসিড, যা চুল ও ত্বককে ময়শ্চারাইজড করে।


Read More,

How To Stop Grey Hair Naturally – অল্প বয়সে চুল পাকার কারণ ও প্রতিকার

Tags – Hair Growth, Hair Oil,Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *