Spread the love

What Type Of Clothes Should We Wear In Summer: গরমে কি ধরনের পোশাক পরা উচিত


এতো গরমে খুব চাপা পোশাক না পরাই ভালো। চাপা পোশাক পরলে রক্ত সঞ্চালন ঠিকঠাক হয় না। ত্বকে ব়্যাশও বেরোতে পারে। তাই গরমে কম্ফোর্ট ফিট পোশাক পরাই ভালো, যেনো আরাম লাগে।।


গরমে অতিষ্ট হয়ে উঠেছে মানুষের জীবন। এই সময় ত্বকের সমস্যা, শারীরিক অস্বস্তি সবকিছুই বেড়ে যায়। তবে কিছু নিয়ম মেনে চলতে পারলেই, গরম থেকে একটু হলেও স্বস্তি মিলতে পারে।


IMG_20230611_000838-1686422366912 What Type Of Clothes Should We Wear In Summer - গরমে কি ধরনের পোশাক পরা উচিত

What Type Of Clothes Should We Wear In Summer Cotton

এই সময় বাড়ির বাইরে বেরোলে ছাতা, সানস্ক্রিন, সানগ্লাস ব্যবহারের পাশাপাশি আমাদের পোশাকের দিকেও বিশেষ নজর দেওয়া উচিত। গরমে স্বস্তি পেতে কী ধরনের পোশাক পরবেন? আপনাদের জন্য রইল টিপস…….


ফ্যাশন অনুযায়ী পোশাক নির্বাচন করুন

গরমের সময় অনেকেই শর্টস বা ছোট পোশাক পরতে বেশি পছন্দ করে, যাতে একটু আরাম হয়। ছোটো পোষাক পড়ার ফলে ত্বকে ট্যান, র‌্যাশ, লালচে ভাব, ইত্যাদি নানান ত্বকের সমস্যা হতে পারে। আপনি যদি এই ধরনের পোশাক পরেন, তাহলে সানস্ক্রিন লাগিয়ে তবেই বাইরে বেরোন….


What Type Of Clothes Should We Wear In Summer Season

YuFace_2023060620142342_save-1686422366148-1686422424251 What Type Of Clothes Should We Wear In Summer - গরমে কি ধরনের পোশাক পরা উচিত

গ্রীষ্মকালে মানুষ কিভাবে সাজবে

হালকা রঙের পোশাক পরুন

যতটা সম্ভব হালকা রঙের পোশাক পরার চেষ্টা করুন, যেমন – সাদা, হালকা হলুদ, হালকা সবুজ, আকাশী, ইত্যাদি। হালকা রঙের পোশাক গরমে আরাম দেয়, কারণ এগুলি সূর্যের তাপ শোষণ করে না।


ভারী কাজ করা পোশাক পরা এড়ান
গরমে আপনাকে কোনও বিবাহ অনুষ্ঠান বা পার্টিতে যেতে হয়, তবে ভারী কাজ করা পোশাক পরে যাওয়া এড়ান। এই ধরনের পোশাক গরমের সময় আরামদায়ক হয় না।


সুতির কাপড় পরুন
গরমের সময় অনেকেরই খুব বেশি ঘাম হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে, সুতির পোশাক পরা উচিত। সুতির কাপড় ঘাম শোষণ করে নেয়।


গ্রীষ্মে সিন্থেটিক পোশাক পরবেন না। এই ধরনের কাপড় ঘাম শুষে নিতে পারে না এবং এতে খুব গরম লাগে,,তবে গরমে পোশাকের কথা ভাবলে অন্তর্বাসের দিকে নজর দিন। সুতির অন্তর্বাস না পরলে সারাদিন অস্বস্তিতে কাটবে আপনার।

গরমের পোশাক কেমন হওয়া উচিত


গরমে কেমন পোশাক পরবেন-

টি-শার্ট: গরমে টি-শার্ট ব্যবহারের বিকল্প নেই। ছোট-বড়, নারী-পুরুষ সবার জন্যই সবচেয়ে আরামদায়ক পোশাক হলো টি-শার্ট।

ফতুয়া: এসময় হালকা রঙের উপর বিভিন্ন সুতার কারুকাজ করা ফতুয়া বেছে নিতে পারেন।

কুর্তি: কুর্তি বর্তমানে সব নারীই পরতে পছন্দ করেন। লম্বা কামিজ অথবা গোল হলেও আরামদায়ক হয় কুর্তি।

লম্বা ঘরানার পোশাক: জাম্প স্যুট, লম্বা শার্ট ঘরানার পোশাকও গরম আবহাওয়ায় স্বস্তি দিতে পারে। বর্তমানে এ পোশাকগুলোও বেশ ট্রেন্ডি।

Read More,

Tags – Summer dresses, Fashion Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *