Spread the love

Which Hair Colour Suits Indian Skin| দেখে নিন ভারতীয় ত্বকের চুলে কোন রঙ ভালো লাগে


Short Hair color for Indian skin : যতই একঢাল কালো চুলের সন্দর্য্য থাকুক না কেন, কাঁধ ছোঁয়া বাদামি বা আভা ঝলমলে লেয়ার্ড চুলের আবেদন কিন্তু বেশ। এবার সময় এসেছে একঘেয়ে কালো চুলের বদলে এই রংও উপচে পড়বে, তবেই না? একটা লুক আসবে…


IMG_20230812_201955-1691851803722 Which hair colour suits Indian skin - দেখে নিন ভারতীয় ত্বকের চুলে কোন রঙ ভালো লাগে

Hair color for brown skin Indian girl


একটা সময় ছিল যখন চুল রং করার কথা মেয়েরা ভাবতেন চুলে পাক ধরার পর। এখন আর সেই জমানা নেই। চুলের রং এখন আর নেহাতই প্রয়োজন নয় বরং ফ্যাশন স্টেটমেন্ট। কাজেই সালোঁতে যাওয়ার পর যখন শেডকার্ডটা হাতে নেবেন, তখন সঠিক রংটা যাতে বেছে নিতে পারেন তার জন্য রইল কিছু টিপস…

Indian hair colour highlights

বাঙালিদের গায়ের রংকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়, উষ্ণ ও শীতল। রোদে বেরোলে যখন আপনার ত্বক লালচে হয়ে যায়, তাহলে আপনার স্কিন শীতল। আর যদি রোদে আপনার ত্বক পুড়ে যায়, তা হলে কিন্তু আপনি উষ্ণ। চুলের রং বাছতে গিয়ে অনেকেই বুজতে পারেন না,,,, চেহারা বা ব্যক্তিত্বের সঙ্গে মানানসই কিনা দেখে নিতে ভুলবেন না।

Hair color for Indian skin tone

বাঙালি মেয়েদের ত্বক সাধারণত উষ্ণ টোনেরই হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই চুলের রঙ করতে হলে গাঢ় বাদামি, লাল বা বার্গান্ডির মতো শেড বেছে নিতে পারেন।


আপনার চোখের মণি যে রঙের, সেই রঙের হেয়ার কালার বেশ ট্রেন্ড,,আর যাদের ত্বকে উষ্ণ আন্ডারটোন রয়েছে তারা কপারের মতো উষ্ণ রং বেছে নিতে পারেন।


বাদামি

বাদামি হেয়ার কালার নানা শেডে পাওয়া যায়৷ তাই ফর্সা হোক বা শ্যামবর্ণ যে কোনও ত্বকে দারুণ মানানসই এই শেডটি৷


চুলের রং ধরে রাখতে


চুল তো রং করা হলো। কিন্তু কীভাবে বেশি দিন এই রং ধরে রাখবেন সেটাও তো জানা চাই। চুলে রং করার পর শ্যাম্পু করার সঠিক নিয়ম না মানলে রঙের স্থায়িত্ব বেশি দিন হবে না। অনেকেই চুল রঙের পর বাড়ি ফিরে দ্রুত শ্যাম্পু করেন। কিনতু এটা করা উচিত নয়। এতে চুলে রং বসার আগেই তা ধুয়ে যায়। রং হালকা হয়ে যায়। চুলে রং করার পর কমপক্ষে ১৬ ঘণ্টা পর শ্যাম্পু করতে হবে। রঙিন চুলে গরম জলে স্নান করা যাবে না। হেয়ার ড্রায়ারেও রঙিন চুল শুকানো উচিত নয়। চুলে সরাসরি সূর্যের আলো লাগানো যাবে না। রোদে গেলে স্কার্ফ বা ক্যাপ পরে থাকতে হবে।


Short Hair color for Indian skin


কোথায় করবেন খরচ কেমন


ছোট-বড় যেকোনো পারলারে গিয়ে চুলে রং করাতে পারেন। তবে পারলারটি ভালো মানের হওয়া বেশি জরুরি। নইলে উল্টো ফল হতে পারে। চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। এ জন্য খরচ একটু বেশি হলেও ভালো মানের পারলার থেকে চুল রং করা দরকার। রঙের মান, কতটুকু চুল রাঙাবেন ও অন্যান্য রাসায়নিক পণ্যের ওপর ভিত্তি করে একেক সেবার একেক রকম খরচ।


Read More,

Long Hair Style For Men – ছেলেদের লম্বা চুলের ডিজাইন ছবি


Tags – Hair Colour , Hair Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *