Spread the love

নবমীর সাজ

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja Fashion Trends) সেই দূর্গাপূজার আজ নবমী,, উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই । বাঙালির মানে সাজের আভাস ৷ আর এবারের নবমীর সাজ কেমন হবে, তা নিয়ে অনেকেই চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন । তাই আপনাদের জন্য কিছু টিপস খুঁজলাম আমরা (Fashion Tips for Festive Season)। দুর্গাপুজোর অন্যতম দিন নবমী । পুজোর পাঁচদিনই অন্যতম হয়ে উঠুক আপনার লুক ৷ নবমীর সাজে রাখুন এক অন্যরকম লুক ।

নবমীতে সেজে উঠুন বাঙালি সাজে

দেখে নিন নবমীর সাজের ছোট্ট টিপস:প্রথমে মুখ ক্লিন করে ভালো করে টোনিং করে নিন । এরপর আপনার ত্বক অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করুন ৷ কম্প্যাক্টের সাহায্যে ফাউন্ডেশন সেট করে নিন । সকালের সাজ একটু হালকা রাখলেও রাতের বেলা আপনাকে একটু ভারী সাজ রাখতে হবে….. তাহলে ভালো দেখাবে…. পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে চোখে হালকা শ্যাডো লাগাতে পারেন । তবে শুধু চোখের কাজল এবং চোখের উপরে টানা করে আইলাইনার দিয়ে সেরে নিতে পারেন । এতে আপনার লুক আরও সুন্দর হয়ে উঠবে । চোখের মেক-আপ স্মোকি করতে পারেন…. আবার ঠোঁটে একটু গাঢ় লিপস্টিক ব্যবহার করতে পারেন । এতে সিম্পলের মধ্যে এক গর্জিয়াস লুক পেয়ে যাবেন আপনি ।

নবমীর রাতের সাজ

যেভাবে সাজুন না কেনো হাতে কানে গলায় কিনতু অবশ্যই পড়বেন।। এগুলো ছাড়া অসম্পূর্ণ।।

আরোও পড়ুন,

Banarasi Blouse Designs 2023 – বেনারসি শাড়ির সঙ্গে কেমন ব্লাউজ পড়বেন দেখে নিন একবার!!

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *