Spread the love

এ যুগের বউমারা – মেয়েরা সবই পারে…. যেমন সাজতেও পারে আবার পূজো করতেও পারে..

সত্যিই বলতে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। বাঙালির বারো মাসে তেরো পার্বণ রয়েছে, রাত পোহালেই লক্ষী পূজো….!! নতুন শাড়ি কি রেডি? তাহলে এবার বলা যাক, কীভাবে সাজবেন লক্ষ্মীপুজোয়?

(লক্ষ্মীপুজোয় অনন্যা হয়ে উঠুন শাড়িতে, রইল ‘রূপে লক্ষ্মী’ হয়ে ওঠার টিপস )

লক্ষী পূজার হালকা সাজ

লক্ষ্মীপুজোয় বাড়ির লক্ষ্মীদের অনেক কাজ করতে হয়…. ভোগ রান্না থেকে শুরু করে আলপনা আঁকা সবই একা হাতে করতে হয়…. অতএব, দিনের বেলায় হালকা শাড়ি পরাটাই বুদ্ধিমানের। লক্ষ্মীপুজো মানেই চোখের সামনে ভেসে ওঠে লালপেড়ে সাদা শাড়ি, কিংবা লাল, হলুদ-ঘিয়ে রঙা শাড়িতে সেজে উঠেন..!!

কেমন হবে লক্ষী পূজার সাজ, রইলো টিপস্

তবে একটু অন্যরকম সাজতে চাইলে ব্লাউজের কাটে আনুন তারতম্য। ছিমছাম একরঙা শাড়ির সঙ্গে ঝলমলে জমকালো ডিজাইনার ব্লাউজ দিব্যি মানাবে। মায়ের হোক কিংবা নিজের বেনারসি, লাল-রানি-গোলাপি, কমলা রঙের হলে দিব্যি পরতে পারেন।

সঙ্গে হাতে-কানে, গলায় শোভা পাক ভারী গয়না। মেক-আপ করুন হালকা, তবে ঠোঁটে ব্যবহার করুন গাঢ় লিপস্টিক। কপালে সিঁদুরের টিপও পরতে পারেন।

নতুন শাড়ি পড়ে লক্ষ্মীপুজোয় অনন্যা হয়ে উঠুন, রইল ‘রূপে লক্ষ্মী’ হয়ে ওঠার টিপস

লক্ষ্মী পুজোর দিন সিম্পল লুক চাইলে এই শাড়ি একেবারে আদর্শ। দেখতেও সুন্দর লাগে।

লক্ষী পূজার সাজ

এই ধরনের শাড়ির জমি লালে লাল। পাড়ে ফুল বা জরির নকশা থাকে। এই ডিজাইনের নেটের শাড়ি ইদানীং খুব জনপ্রিয় হয়েছে। লক্ষ্মী পুজোর দিন তাই সিম্পল বর্ডার ডিজাইনার শাড়ি পরাই যায়….!!!

আরোও পড়ুন,

লক্ষী পূজার আলপনা ডিজাইন ছবি: Laxmi Puja 2023 Alpona Ideas

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *