Spread the love

লক্ষী পূজোর মেকাপ লুক – আমরা সকলে জানি সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে। কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী।

ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার। নিয়ম অনুসারে দেবী লক্ষ্মীর পুজো করলে ঘরে সমৃদ্ধি আসে। সনাতন ধর্মে ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। লক্ষীকে সন্তুষ্ট করতে পারলে জীবনে আসবে সুখ- সমৃদ্ধি, দূর হবে অর্থকষ্ট। ঋণ- দেনা থেকে মুক্তি পাবেন অনায়াসে।

লক্ষী পূজার সাজ

আপনিও ঘরে নিশ্চয়ই লক্ষী পুজো করবেন —এবার লক্ষ্মী পুজোর সাজে অনন্যা হয়ে ওঠার পালা ভরসা থাক শাড়িতেই। কোজাগরী লক্ষী পুজোয় অনেক কাজ থাকে… পুজোর জোগাড় থেকে ভোগ রান্না সব সামলাতে হবে আপনাকেই। তাই আপনার সাজ হবে হালকা…..

লক্ষী পূজার হালকা মেকাপ

পায়ে আংট, কানে ঝুমকা, হাতে বড় আংটি, নাকছাবি সব মিলিয়ে রূপোর গয়নায় সুন্দর লুক তৈরি করতে পারেন। হালকা শাড়ি, গয়না আর একদম নো-মেকআপ লুকে নিজের মতো করেও সাজতে পারেন।

লক্ষী পুজোয় সেজে উঠুন লক্ষী রূপে

তেমনই ট্র্যাডিশন্যাল লাল পাড় সাদা শাড়ি, সোনার গয়না, নথেও নিজেকে সাজিয়ে নিতে পারেন। অরগ্যাঞ্জা এবারে খুব ইন।

যদি এরকম কোনও শাড়ি পরেন তাহলে ওর সঙ্গে স্লিভলেস কোনও ব্লাউজ রাখুন। চুল খুলে রাখুন। চোখে কাজ, কানে স্টোনের দুল পরলে আর কিছু লাগে না।

আরোও পড়ুন,

Lakshmi Puja Captions In Bengali – লক্ষী পূজার শুভেচ্ছা বার্তা

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *