Spread the love

এবার পুজোয় কুর্তিতে হয়ে উঠুন অনন্যা – Now Become Ananya In a Kurti For The Puja


এবার পুজোর পাঁচ দিন চমক দিন লাল-সাদায়। সকাল, গরমে চাই আরামদায়ক পোশাক। তবে পোষাক হওয়া চাই ফ্যাশনেবল এবং স্টালিশ। প্রচণ্ড এই গরমেও পরিবর্তন হবে না ফ্যাশন। তাই গরমে কুর্তি হতে পারে একদম পার্ফেক্ট পোশাক। যা গরমে স্বস্তির পাশাপাশি আপনাকে দিবে এক স্টাইলিশ লুক।


IMG_20220906_214451-1662481063306 এবার পুজোয় কুর্তিতে হয়ে উঠুন অনন্যা - Now Become Ananya In a Kurti For The Puja

পুজোর কুর্তি কালেকশন


লং কুর্তি কিংবা শর্ট কুর্তি দুইরকম ডিজাইনেরই কুর্তি বেশ চলছে এখন। জিন্স এর সাথে কুর্তি বেশ ফ্যাশনেবল এবং আরামদায়ক।

ব্লক, এব্রডারি, সুতার কাজ কাজ করার মধ্যে বেঁছে নিতে পারেন কুর্তি। যা আপনার ফ্যাশনে এনে দিবে ভিন্নতা।


পুজোর ট্রেন্ড কুর্তি কালেকশন


তাই এবার নিজের রুচিতে আরও বৈচিত্র্য আনতে এবং নিজেকে আরও ফ্যাশনেবল ভাবে প্রেজেন্ট করতে কুর্তির সাথে পরতে পারেন ফ্যাশনেবল কোটি। এতে করে ফ্যাশনেও আসবে ভিন্নতা এবং আপনার একঘেয়েমি দূর হবে। পাশাপাশি কুর্তির সাথে ম্যাচিং করে পরিধান করুন জুয়েলারি। তবে ভারী জুয়েলারি পরা থেকে বিরত থাকুন। হাতে সবসময় একটি ঘড়ি পরিধান করতে পারেন কুর্তির সাথে । এতে করে দেখতে আরও স্টাইলিশ লাগবে।



IMG_20220906_214440-1662481062871 এবার পুজোয় কুর্তিতে হয়ে উঠুন অনন্যা - Now Become Ananya In a Kurti For The Puja

পুজোর পোষাক


স্কার্ট কুর্তি কেরামতি:

সপ্তমীর সন্ধেতে রাখতে পারে এই চয়েজ। সাদা কুর্তি জুড়ে থাকুক গোল্ডেন ফয়েল প্রিন্ট, টিম আপ করুন স্কার্ট বা পালাজোর সাথে। তাই এবার পুজোতে ট্রাই করুন এমন কিছু যাতে বজায় থাকুক শারদ স্নিগ্ধতা।


IMG_20220906_214633-1662481061970 এবার পুজোয় কুর্তিতে হয়ে উঠুন অনন্যা - Now Become Ananya In a Kurti For The Puja

স্টাইলিস্ট কুর্তি কালেকশন


যারা শাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, সন্ধের জন্য বেছে নিন একটা ঐতিহ্যবাহী চুড়িদার – অবশ্যই লাল। এক্ষেত্রে আনারকলির কথা ভাবতে পারেন। অ্যাসিমেট্রিক হেম লাইনে লাল জমকালো আনারকলির ওপর গোল্ডেন সুতো, জরি বা সিকুইন অষ্টমীর সন্ধেতে নিজেই ধরা দিন নিজের কাছে অন্য রূপে।



IMG_20220906_214646-1662481061544 এবার পুজোয় কুর্তিতে হয়ে উঠুন অনন্যা - Now Become Ananya In a Kurti For The Puja

পুজোয় যেমন কুর্তি পড়বেন

আবার যদি শাড়ি পড়তে চান বেছে নিন আপনার পছন্দ লাল সাদা ঢাকাই, তাঁত, হ্যান্ডলুম তো আছেই বা সন্ধের জন্য বেছে নিতে পারেন নেট এর শাড়ি লাল বালুচরি, পুরো জমে যাবে।

সাবেকি হোক বা আধুনিক:

লাল সাদার সঙ্গে আপনি সব সময়ই ফ্যাশনিস্তা-আর সেখানেও কিন্তু প্রচুর অপশন। নিশ্চিত ভাবে বলতে পারি, সব রং এর মধ্যেও এই জুড়িতে আছে বাঙালির নিজস্বতা, আর একটা অদ্ভুত ভালোলাগা। নিজে দের পছন্দ অনুযায়ী পোষাক পরে নিজে দের সাজিয়ে তুলুন।



Tags – পুজোর পোষাক,,, কুর্তি কালেকশন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *