Spread the love

দীপাবলীর সাজ – Diwali Makeup look



হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন, তার পরেই আসছে আলোর উৎসব। দীপাবলি। এরমধ্যেই অনেকে পরিকল্পনা শুরু করে দিয়েছেন উৎসবের দিনগুলিতে নিজেকে সাজিয়ে তুলবেন কী ভাবে। কীভাবে একটা আকর্ষণীয় লুক দাওয়া যায়,, কম মেকাপে আমরা যদি আমাদের ব্যক্তিত্ব অনুযায়ী রূপটান দিতে পারি, তা হলে এই উৎসবের মরসুমে নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারি সহজেই। তাহলে দেখে নিন –



IMG_20221014_203839-1665760173628 দীপাবলীর সাজ - Diwali Makeup look

দীপাবলিতে সাজবেন যেভাবে


কী ভাবে সাজাবেন নিজেকে? রইল সন্ধান টিপস্


• যাঁরা খুব সাজতে ভালবাসেন তাঁরা এই দিপাবলিতে জোর দিন লিপস্টিকে। ঠোঁটে লাগাতে পারেন জমকালো লিপস্টিক।


• ‌যাঁরা খুব বেশি সাজতে চান না, তাঁরা প্রসাধনের ক্ষেত্রে প্রাইমার আর ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। চোখের নীচে হাল্কা করে লাগিয়ে নিতে পারেন আইলানার। ঠোঁটে লাগাতে পারেন হাল্কা রঙের লিপস্টিক।চোখের পলকে লাগিয়ে নিন মাশকারা।


দীপাবলীর আকর্ষণীয় লুক


IMG_20221014_203820-1665760173906 দীপাবলীর সাজ - Diwali Makeup look

দীপাবলীর মেকাপ লুক


• এই দীপাবলিতে শাড়ি পড়বেন বলে ঠিক করেছেন? তা হলে ব্যবহার করুন ম্যাট ফাউন্ডেশন। ঠোঁটে পড়ুন বেগুনি লিপস্টিক। চোখে বাদামি আইশ্যাডো। গালে হাল্কা ফাউন্ডেশন। সব শেষে একটু হাইলাইটার লাগিয়ে নিন।।


দীপাবলীর শাড়ির কালেকশন


IMG_20221014_203737-1665760174845 দীপাবলীর সাজ - Diwali Makeup look

দীপাবলীর ট্রাডিশনাল সাজ


দীপাবলির দিন শাড়িটাও একটু জমকালো টাইপেরই পড়বেন,,

IMG_20221014_203804-1665760174143 দীপাবলীর সাজ - Diwali Makeup look

দীপাবলিতে কোন শাড়ি পড়বেন দেখুন


যতই হোক আলোর উৎসব ।আপনার শাড়িতে যদি একটু আলোকিত ভাব না থাকে তাহলে কী আর হয়,, তাই একটু গাঢ় রঙের শাড়ি পড়বেন,,। সঙ্গে মানানসই জুয়েলারি।। আর যদি খোপা করেন তাহলে একটু বেলি ফুলের মালা চুলে আটকে নিবেন।।।



Tags – Diwali Saree Collection 2022 Diwali Makeup look

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *