Spread the love

নবমীর রাতে জমকালো শাড়ি তে হয়ে উঠুন অনন্যা – Be Ananya In A Gorgeous Saree On Navami Night


নবমী মানেই বাঙ্গালী মেয়েরা বিভিন্ন রঙের শাড়ি তে নিজেদের সাজিয়ে তুলবে। প্ল্যান শুরু হয়ে গেছে সবার মধ্যেই,, যদি কাটে প্রিয়জনদের সঙ্গে তাহলে কোনো কথাই নেই,,, তাহলে তো নিজেদেরকে সাজিয়ে তুলতেই হবে এক অন্যরকম সাজে।।। হইহুল্লোড় আর খাওয়াদাওয়ায় জমুক আড্ডা। পোশাকেও থাকুক এক্সপেরিমেন্ট। শর্টস্লিভস ব্লাউজ দিয়েই পড়ুন শাড়ি। সঙ্গে লম্বা ইয়াররিং, মধ্যিখানে সিতে করে পনিটেল বা চুল ছেড়ে দিতে পারেন,


IMG_20220913_192448-1663077328466 নবমীর রাতে জমকালো শাড়ি তে হয়ে উঠুন অনন্যা - Be Ananya In A Gorgeous Saree On Navami Night

নবমীতে হালকা সাজে পুজোর অনন্যা আপনি

আর পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে আইলাইনার। তা যদি হয় নীল তাহলে সকলের চোখ আপনার দিকে থাকতেই বাধ্য।।

পূজোর শেষের রাত, তাই নবমীর দিন চাই জমকালো শাড়ি। এক্ষেত্রে কাঞ্জিভরম বা কাটান খুব ভাল। এছাড়া ভারি কাজ করা কোনও ডিজাইনার শাড়ি বেশ মানাবে। পূজোর শেষ রাতে নিজেকে রাঙিয়ে তুলুন শারদিয়ার রঙে।


নবমীর শাড়ির কালেকশন



IMG_20220913_192409-1663077329395 নবমীর রাতে জমকালো শাড়ি তে হয়ে উঠুন অনন্যা - Be Ananya In A Gorgeous Saree On Navami Night

নবমীর রাতের সাজ


সকালে ছিমছাম সাজলেও দুর্গা পুজোর রাতে যখন ঠাকুর দেখতে বেরবেন তখন বেশ জমকালো না সাজলে হয়? এই একটা রাতই তো মা থাকবেন, কাজেই নবমীর রাতের সাজ কিন্তু হতে হবে দারুণ!


IMG_20220913_192426-1663077329112 নবমীর রাতে জমকালো শাড়ি তে হয়ে উঠুন অনন্যা - Be Ananya In A Gorgeous Saree On Navami Night

দুর্গাপূজা নবমীর সাজ যেমন হবে


রাতের পোশাক হোক জমকালো

নবমীর রাতে আপনি কেমন পোশাক বাছবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত ব্যাপার, অর্থাৎ ভারতীয় সনাতনী পোশাক পরবেন নাকি পশ্চিমি পোশাকেই বাজিমাৎ করবেন তা আপনি ঠিক করুন; কিন্তু যে পোশাকই বাছুন না কেন, তা যেন হয় জমকালো এবং বেশ রঙিন! পরতে পারেন সিল্কের শাড়ি অথবা শিফনের শাড়ি। সঙ্গে যদি ক্যারি করতে পারেন তাহলে ব্যাকলেস ব্লাউজও পরতে পারেন!


নবমীর শাড়ি


IMG_20220913_192357-1663077329657 নবমীর রাতে জমকালো শাড়ি তে হয়ে উঠুন অনন্যা - Be Ananya In A Gorgeous Saree On Navami Night

নবমীর মেকাপ


দুর্গা পুজোর সকালগুলোতে মেকআপ কম থাকলেও রাতে কিন্তু ব্যাপারটা একদম উল্টো হবে। প্রাইমার ও ফাউন্ডেশন দিয়ে বেস মেকআপ করে প্রয়োজন হলে একটু কন্টরিং করে নিন যাতে মুখের ফিচারগুলো ভালভাবে বোঝা যায়। প্রয়োজনে মেকআপ ব্রাশ অথবা বিউটি ব্লেন্ডারের সাহায্যে করুন এই কাজটি। ব্রাউন ঘেঁষা ব্লাশ অন লাগান গালে এবং চিকবোন একটু হাইলাইট করুন হাইলাইটার দিয়ে। লিপস্টিক পোশাকের রঙের সঙ্গে মানানসই করে পরুন। চোখে ক্যাটস আই স্টাইলে আইলাইনার লাগাতে পারেন।।

IMG_20220913_192437-1663077328787 নবমীর রাতে জমকালো শাড়ি তে হয়ে উঠুন অনন্যা - Be Ananya In A Gorgeous Saree On Navami Night

নবমীর লুক


এমন লুক দিয়ে পুজোয় বেরোলে আপনার দিক থেকে কেউ চোখ সরাতে পারবেনা।।।।





IMG_20220913_192344-1663077329934 নবমীর রাতে জমকালো শাড়ি তে হয়ে উঠুন অনন্যা - Be Ananya In A Gorgeous Saree On Navami Night

নবমীতে হালকা সাজে সেজে উঠুন



এমন সিল্ক শাড়ি ও বেছে নিতে পারেন।।। নবমীর রাতের জন্য।।।


Tags – নবমীর সাজ,, নবমীর শাড়ি কালেকশন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *