Spread the love

পুজোতে এই ৩ টি লিপস্টিক কালার বেছে নিন, আপনার লুক কে দ্বিগুণ আকর্ষণীয় করে তুলবে – Choose These 3 Lipstick Colors For Pujo, Making Your Look Doubly Attractive

আপনার পছন্দের লিপস্টিকটি যদি হয় ট্রেন্ডি কিংবা থাকে থাকে নতুনত্ব, তবেই না সেটা হবে নজরকাড়া! লিপস্টিক নিয়ে একটু এক্সপেরিমেন্ট করেই দেখুন না!আপনি পেয়ে যাবেন একটা নিউ লুক।

লিপস্টিক ঠোঁটের সৌন্দর্য বাড়ায়। তবে অনেক নারী লিপস্টিক ব্যবহারের সঠিক নিয়ম জানেন না। এর ফলে অনেকের ঠোঁট কালো হওয়া থেকে শুরু করে এলার্জির সমস্যাও হয়ে থাকে।



IMG_20220828_210656-1661701043979 পুজোতে এই ৩ টি লিপস্টিক কালার বেছে নিন, আপনার লুক কে দ্বিগুণ আকর্ষণীয় করে তুলবে - Choose These 3 Lipstick Colors For Pujo, Making Your Look Doubly Attractive

এ সব ম্যাট শেডের লিপস্টিকেই পুজোয় আকর্ষনীয় হয়ে উঠুন


তাই গুণগত বৈশিষ্ট্য না জেনে লিপস্টিক ব্যবহার করা উচিত নয়। এতে ক্ষতির আশঙ্কা বেশি।

খুব বেশি চড়া মেকআপ পছন্দ করেন না? হালকা মেকআপ আর একটু গাঢ় রঙের লিপস্টিকেই সম্পূর্ণ হতে পারে আপনার সাজ।যত সাদামাটা সাজই হোক না কেন, একটু লিপস্টিক না লাগালে কি চলে?

নিখুঁত মেকআপে সৌন্দর্য ফুটিয়ে তুলতে ঠোঁটের মেকআপ ঠিকঠাক হওয়া খুব গুরুত্বপূর্ণ। আপনার পছন্দের লিপস্টিকটি যদি হয় ট্রেন্ডি এবং পরার কায়দায় থাকে নতুনত্ব, তবেই না সেটা হবে নজরকাড়া!


IMG_20220828_210707-1661701043785 পুজোতে এই ৩ টি লিপস্টিক কালার বেছে নিন, আপনার লুক কে দ্বিগুণ আকর্ষণীয় করে তুলবে - Choose These 3 Lipstick Colors For Pujo, Making Your Look Doubly Attractive




আপনার আলমারিতে রঙিন পোশাকের ছড়াছড়ি। চাইছেন পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিক? তাহলে ব্যবহার করতেই পারেন প্যাস্টেল লিপস্টিক।

জিঞ্জার ব্রেড, ফুশিয়া, এপ্রিকট, উইন্টার রোজ, ওয়াইন, ক্যারামেল ইত্যাদি শেডগুলি নবীন প্রজন্মের কাছে বেশ প্রিয়,,,


ম্যাট আর গ্লসি লিপস্টিকের পাশাপাশি এখন বাজারে বেশ ভাল সাড়া ফেলেছে ক্রিম লিপস্টিকের নানান শেড। ঠোঁট সারাদিন আর্দ্র রাখে ক্রিম লিপস্টিক, আবার খুব বেশি চকচকও করে না।


এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ঠোঁটে হালকা লাইনারের সঙ্গে গাঢ় লিপস্টিকের কম্বিনেশন লাগানোর কায়দা। রমরম করে চলছে ওমব্রে লিপ শেডও। জিঞ্জার ব্রেড, ফুশিয়া, এপ্রিকট, উইন্টার রোজ, ওয়াইন, ক্যারামেল ইত্যাদি শেডগুলি নবীন প্রজন্মের কাছে বেশ প্রিয়।


ল্যাকমে নাইন টু ফাইভ রোজি সানডে: সব ধরনের ত্বক ও গায়ের রঙে এই শেডটি বেশ ভালই মানাবে। হালকা মেরুন ধাঁচের এই লিপস্টিক আপনার ঠোঁটে এনে দেবে একটা ম্যাট লুক।

সুগার কসমেটিক্স ব্রাউনটাউন অ্যাবে: পিচ ব্রাউন শেডের এই লিপস্টিক আপনার সাজে নিয়ে আসবে নতুন চমক। এই লিপস্টিকটি ম্যাট শেডের হলেও আপনার ঠোঁটকে ময়শ্চারাইজড রাখবে। এটি সব ড্রেস এর সাথে অনায়াসে মানিয়ে যাবে।



typorama-1661701044291 পুজোতে এই ৩ টি লিপস্টিক কালার বেছে নিন, আপনার লুক কে দ্বিগুণ আকর্ষণীয় করে তুলবে - Choose These 3 Lipstick Colors For Pujo, Making Your Look Doubly Attractive



ম্যাক রেট্রো ম্যাট ডিভা: গাঢ় বারগান্ডি শেডের এই লিপস্টিক আপনার সাজকে করবে পরিপূর্ণ। ম্যাট লুকের হলেও এই লিপস্টিকটি আপনার ঠোঁটের নমনীয়তাকে ধরে রাখবে।

আসুন জেনে নিই লিপস্টিক ব্যবহারের সঠিক নিয়ম-


১. ঠোঁট ভালো রাখতে অবশ্যই গুণাগত মান যাচাই করে ভালো মানের লিপস্টিক ব্যবহার করতে হবে।

২. লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁট লিপলাইনার দিয়ে আঁকিয়ে নিন। এতে সুন্দর দেখাবে, আবার দীর্ঘক্ষণ ঠোঁটে লিপস্টিকও থাকবে।


৩. ঠোঁটে বেশি গাঢ় রঙের লিপস্টিক লাগানোর পর একটি মোটা টিস্যু পেপার ঠোঁটের মাঝে রেখে একটু চেপে ধরুন।


৩. লিপস্টিক ব্যবহারের পর রুমাল দিয়ে ঘষে মুছবেন না। এতে ঠোঁটের সূক্ষ্ম চামড়া ছিঁড়তে পারে।


৪. লিপস্টিকের রং খুব হালকা করতে চাইলে লিপস্টিকের উপর সামান্য ভেসলিন ব্যবহার করুন।


৩ টি সেরা লিপস্টিক


৫. ক্যাডমিয়াম, অ্যালুমিনিয়ামসহ কয়েক ধরনের ধাতুর মিশ্রণে তৈরি হয় লিপস্টিক। যা শরীরের বিপাকক্রিয়া ও অম্লের সঙ্গে মিশে বিষাক্ত হয়।


৬. ব্যবহৃত লিপস্টিকের মেয়াদ আছে কিনা দেখে নিন। মেয়াদহীন লিপস্টিক দীর্ঘদিন ব্যবহারের ফলে ক্যান্সার পর্যন্ত হতে পারে।

Tags: Lipstick Shade Lipstick Fashion Beauty

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *