Spread the love

পুজোতে গরমের দিন গুলোতে দিনের বেলা কেমন মেকাপ করবেন রইলো তার টিপস্ – Here Are Tips On How To Make Up During The Day During The Hot Days Of Puja

পুজোর এই দিন গুলোতে শিরশিরে মিঠে হাওয়া তার সাথে ক্রমশ পাল্লা দিয়ে বাড়বে উত্তাপ। সেই উত্তাপে হলুদ রং ধরবে কাঁচা আমের গায়ে, গরমের সঙ্গে তাল মিলিয়ে আকাশে আগুন জ্বেলে দেবে,,


এই গরমে আপনার মেকআপও হওয়া চাই স্নিগ্ধ অথচ নজরকাড়া। প্রকৃতিতে যখন এত রং আছে,


IMG_20220825_123632-1661411240735 পুজোতে গরমের দিন গুলোতে দিনের বেলা কেমন মেকাপ করবেন রইলো তার টিপস্ - Here Are Tips On How To Make Up During The Day During The Hot Days Of Puja



তখন দিনের বেলা গাঢ় রঙের বদলে হালকা রঙের পোশাক আর সেই সঙ্গে মানানসই মেকআপ, যা চড়া হবে না মোটেও, অথচ আপনার মুখের সুন্দর দিকগুলো ফুটিয়ে তুলবে নিখুঁতভাবে। তাই দেখে নিন –


পুজোর দিন গুলোতে গরমের আদর্শ মেকআপ কেমন হবে জানতে চান?

প্রাইমার

ত্বকের ধরনের সঙ্গে মানানসই প্রাইমার বেছে নিন৷ হালকা, অয়েল-ফ্রি প্রাইমার ব্যবহার করাই ভালো৷ তাতে মেকআপ ত্বকে বসে যাবে৷ আপনার মুখে যদি ব্রণর কারণে দাগ বা গর্ত থেকে থাকে তা হলে এসপিএফ যুক্ত প্রাইমার লাগান৷ কারণ রোদ লাগলে ব্রণ সারতে দেরি হয়৷


কনসিলার

ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে কনসিলার লাগাতে হবে৷ যদি ব্রণর জায়গাগুলো লালচে হয়ে থাকে, তা হলে কালার কারেক্টিং কনসিলার লাগান৷


মুখের মেকআপ

যেহেতু গরম প্রতিদিনই একটু একটু করে বাড়বে, তাই মুখের মেকআপ করার সময় সচেতন থাকুন। কোনও ভারী ক্রিম বেসড ফাউন্ডেশন বাছবেন না, একটু গরমেই গলে টলে একসা হয়ে যাবে। বদলে বেছে নিন হালকা ওয়াটার-বেসড ফাউন্ডেশন। এটি অনেক হালকা, ত্বকের সঙ্গে ব্লেন্ডও হয়ে যায় চট করে। মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগানোর পর ফোঁটা ফোঁটা করে ফাউন্ডেশন সারা মুখে, গলায় আর কানে লাগিয়ে আঙুল দিয়ে আস্তে আস্তে ড্যাব করে করে মিশিয়ে দিন। মেকআপ স্পঞ্জ দিয়েও ব্লেন্ড করতে পারেন। তবে কখনও ক্রিম মাখার মতো ঘষবেন না। তাতে মুখ ফ্যাকাসে সাদা দেখানোর ভয় আছে।


IMG_20220825_123701-1661411239789 পুজোতে গরমের দিন গুলোতে দিনের বেলা কেমন মেকাপ করবেন রইলো তার টিপস্ - Here Are Tips On How To Make Up During The Day During The Hot Days Of Puja

প্যাচপ্যাচে গরমেও মেকআপ থাকবে অক্ষত! রইল কিছু টিপস



আপনার পছন্দমতো পুরো মুখে অথবা শুধু ব্রণর জায়গাগুলোয় ফাউন্ডেশন লাগান৷ অল্প করে ফাউন্ডেশন নিয়ে ব্লেন্ডিং স্পঞ্জ দিয়ে মিশিয়ে নিন৷ ফাউন্ডেশনের বদলে বিবি বা সিসি ক্রিমও লাগাতে পারেন৷


কমপ্যাক্ট দিয়ে সেট করে নিন৷ এতে মুখ বেশি চকচকে দেখাবে না৷

মুখে বাড়তি আবেদন আনতে গালের দু’পাশে বাদামি ঘেঁষা ব্লাশঅনের ছোঁয়া রাখতে পারেন। ব্লাশঅনের হালকা মনে হবে মুখে যেমন রঙের ছোঁয়া এনেছে, তেমনি নাকের উপর রুপোলি হাইলাইটারের ব্যবহারে মুখের ফিচারগুলোও ধারালো হয়ে উঠেছে।

চোখের মেকআপ

এ ক্ষেত্রে চোখের মেকআপটি কপার শেডের আইশ্যাডোর সঙ্গে ব্রাউন আইশ্যাডো মিশিয়ে দারুণ সুন্দর একটা স্মোকি লুক তৈরি করেছেন মিমি। এই লুকটি পেতে হলে চোখের পাতায় মণির ঠিক উপরে কপার শেডের শ্যাডো আর চোখের ভিতরদিক থেকে বাইরের দিক বরাবর চোখের পাতার নরম অংশে গাঢ় বাদামি আইশ্যাডো লাগিয়ে আগে ভালো করে ব্লেন্ড করে দিতে হবে। ল্যাশলাইন বরাবর পেনসিল আইলাইনার বা কাজল লাগিয়ে অল্প স্মাজ করে নিন৷

ঠোঁটের মেকআপ

ঠোঁটের বেলায় রোজ় পিঙ্ক ম্যাট লিপস্টিকে অসামান্য হয়ে উঠতে পারেন। আপনিও গোলাপির বিভিন্ন শেড, কোরাল রেড, ব্রাউন, সবক’টি রংই নিশ্চিন্তে পরতে পারেন এই গরমে।


চুলের সাজ

লেয়ার করে কেটে একঢাল চুল করতে পারেন।।বাদামি ঘেঁষা চুলে হালকা সোনালি হাইলাইট দারুণ মানিয়েছে তাঁকে। চুলের রঙের এই দুটি শেডই গরমের পক্ষে উপযোগী। আপনিও ভালো হেয়ার ড্রেসারের পরামর্শ নিয়ে মানানসই রঙে রাঙিয়ে নিন আপনার চুল।


বাকি রইল শুধু পোশাক। সকলেই জানেন, হালকা রঙের পোশাক গরমে আরামদায়ক। সাদা পোশাকের সঙ্গে একটা সাদা পাথরের কানের টপ আর হাতে আংটি ,,আপনিও এই সময়টায় ভারী গয়না এড়িয়ে চলুন আর হয়ে উঠুন উজ্জ্বল আধুনিকা।


Tags – How To Make Up During The Day During Make Up Tips Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *