Spread the love

পুজোর আগে নখ কে করে তুলুন আকর্ষণীয় – Make Your Nails Attractive Before Puja


সামনেই পুজো তার আগে হাত পা নখ সমস্ত কিছুর যত্ন নিতে হবে তাইনা,,, জানেন তো মেয়ে দের হাতের সুন্দর নখ দ্বিগুণ সন্দর্য্য বাড়িয়ে দেয়,,যে কারণে পার্লারে গিয়ে একগাদা টাকা খরচ করে মেনিকিওর করিয়ে থাকেন।


IMG_20220828_205740-1661700470305 পুজোর আগে নখ কে করে তুলুন আকর্ষণীয় - Make Your Nails Attractive Before Puja

পুজোর রূপ-রুটিন, আপনাকে কোন শেপের নখ মানাবে জেনে নিন


সুন্দর নখ কে না চায়! লম্বা সুন্দর নখে রঙবেরঙের নেলপলিশ পড়া মেয়েদের চিরকালের শখ। কিন্তু সাধের নখ ভালো রাখা খুব সহজ কাজ নয়, অনেকেরই নখ একটু বড় হলেই খুব সহজে ভেঙে যায়। তাই সারা শরীরের সাথে নখের যত্ন নেওয়াও খুব জরুরি। পরিচ্ছন্ন ও সুন্দর নখ আপনার ব্যক্তিত্ব ও রুচির প্রকাশ করে। কিন্তু সেজন্য যদি অতিরিক্ত খরচ করতে হয়, তবে তা কোনো কাজের কথা নয়।

কিছু উপায় জানলে ঘরে বসেই খুব সহজে নখের যত্ন নিতে পারবেন। নখ সুন্দর রাখতে দিনের মধ্যে কিছুটা সময়ই যথেষ্ট।


নিখুঁত ফ্রেঞ্চ ম্যানিকিওর করা হাতই হোক বা মুক্তোর মতো হালকা গোলাপি নখ, প্রতিদিনের কাজকর্মে নখের দফারফা হয়ে যায় পরিচর্যার দিনসাতেকের মধ্যেই। হাত দিয়ে খাওয়া, রান্নাবান্নার মশলার দাগ, রঙ নিয়ে কারবার, নানা কারণে নখের উপর পড়তে পারে হলুদ ছোপ। নখের উপর হলদে ছোপ দেখতে খুব খারাপ লাগে। জেনে নিন, কীভাবে নখ থেকে সহজেই তুলে ফেলা যায় হলদে দাগ।


ময়েশ্চারাইজ়ারে বাজিমাত

ঘরের কাজ করার সময় গ্লাভস পরে থাকতে পারলে ভালো হয়। না হলে নখের উপর খানিকটা করে পেট্রোলিয়াম জেলি মেখে নিন।


এই পুজোয় বাড়িতে বসেই সেরে ফেলুন নেল পেন্টিং

নেল পলিশ রিমুভার ব্যবহার করুন

শুধু পুরোনো পালিশই নয়, নখের উপর হালকা হলদে ছোপ তুলতেও রিমুভার ব্যবহার করতে পারেন।


ভালো করে হাত ধুয়ে ফেলুন

সদ্য দাগ লেগে গেলে শুধু সাবান আর জল দিয়েই তুলে ফেলা সম্ভব।


দাগ তাড়ান লেবুর রস দিয়ে

লেবুর রসে ব্লিচের উপাদান আছে, তাই অনেক এঁটে বসা দাগও লেবুর রস ঝটপট তুলে ফেলতে পারে। একটা বড় পাতিলেবু থেকে রস বের করে একটা বাটিতে রাখুন। এবার সেই রসে মিনিটদশেক নখ ডুবিয়ে রাখুন।


দাঁত ব্রাশ করার মতোই ব্রাশ করুন নখ। টুথ ব্রাশে টুথপেস্ট তা দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে নখ। বেশকিছু দিন এই পদ্ধতি চালিয়ে গেলেই পাওয়া যাবে ঝকঝকে নখ।


নখের সৌন্দর্য বাড়াতে রইল কিছু টিপস্


নখের সাদা ভাব ধরে রাখতে সবসমইয় নেল পলিশ লাগানোর আগে লাগানো দরকার বেস কোট। এতে নখ ভালো থাকে।


নখ সাদা রাখার জন্য দোকানে কিনতে পাওয়া যায় নেল হোয়াইটনিং পেনসিল।


নারিকেল তেল (ভার্জিন নারিকেল তেল) নিন। একটু হাতে নিয়ে দুই হাতে ঘষে গরম করে নিন।পুরো হাতে এবং নখের কোনাতেও ভালোভাবে ঘষুন। এভাবে কয়েকবার করুন। এতে নখের সাথে সাথে হাতের স্কিন গ্লো করবে,।


কমলালেবুর রস- কমলালেবু কোলাজেন উত্‍পাদনে সাহায্য করে। কোলাজেন নখের বৃদ্ধিতে সাহায্য করে এবং মজবুত করে। কমলালেবুর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য যে কোনও সংক্রমণকেও দূরে রাখে। কমলালেবুর রসে প্রায় ১০ মিনিট নখ ভিজিয়ে রেখে তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগাতে হবে



Tags ,- Nails Life Style

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *