Spread the love

মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার উপায় : রূপচর্চায় আমরা অনেকে মুলতানি মাটি ব্যবহার করে থাকি। এই মাটি সব ধরনের ত্বকের সমস্যা মেটাতে পারে।। তৈলাক্ত ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে –অথবা ত্বকের দাগছোপ দূর করতে এটি দারুন ফল দেয়।। মুলতানি মাটি দিয়ে কয়েকটি ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন। পুজোয় সময়ে এতো ভারী মেকাপের ফলে ত্বকের আলাদা করে নানান সমস্যা দেখা দেয়,, সেটি দূর করতে ভরসা রাখতেই পারেন মুলতানি মাটির প্যাকের উপর। রইল তেমন কয়েকটি ফেস প্যাকের খোঁজ।

মুলতানি মাটি মুখে লাগালে কি উপকার হয়

১/ মুলতানি মাটি, টম্যাটোএই প্যাক তৈলাক্ত ত্বকের জন্য খুব ভাল। দুই চা চামচ মুলতানি মাটি, এক চা চামচ টোম্যাটো একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। মুখে গলায় এই প্যাক ২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে এলে ঠান্ডা জলে ধুয়ে নিন।২/ মুলতানি মাটি ও ডিমত্বকের দাগছোপ দূর করতে দুই চা চামচ মুলতানি মাটি, এক চা চামচ দই, ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন।।সম্পূর্ণ শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। ৩/ মুলতানি মাটি, এবং গোলাপজলদুই চা চামচ মুলতানি মাটি ও এক চা চামচ গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করে মুখ ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ দিন এই প্যাক ব্যবহার করলে উপকার পাবেন

মুলতানি মাটি কি প্রতিদিন মুখে ব্যবহার করা যাবে

৪/ যাদের ত্বকে ব্রণ খুব,, তাদের জন্য এই ফেস মাস্ক খুবই উপকারী। এটি ত্বকের পিএইচ ব্যালেন্সও ঠিক রাখে। এর মাস্ক তৈরি করতে:-উপকরণ1 ছোট কাপ মুলতানি মাটি2 টেবিল চামচ এলোভেরা জেলমুলতানি মাটি, এলোভেরা জেল মিশিয়ে নিন। যতক্ষণ না একটি পেস্ট তৈরি হচ্ছে ,,,ঘরে তৈরি এই প্যাকটি মুখে লাগিয়ে 15 মিনিট রেখে দিন। সম্পূর্ণ শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

৫/ চন্দনের গুঁড়ো ও মুলতানি মাটিচন্দনের গুঁড়োর সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে বানিয়ে নিতে পারেন একটি ফেসপ্যাক। আসলে এই চন্দের গুঁড়ো আপনার ত্বকের জন্য খুবই ভালো। ত্বকের নানা সমস্যা সারিয়ে তুলতে বেশ কাজে দেয়।

কীভাবে ব্যবহার করবেন: একটি পাত্র নিন। তাতে এক টেবিল চামচ মুলতানি মাটি নিতে হবে। তাতে অর্ধেক চামচ চন্দনের গুঁড়ো মিশিয়ে নিন। এরপর একটি পেস্ট বানিয়ে নিন। সেটি আপনার মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন।

Read More,

Which Facial Is Best For Glowing Skin At Home : পূজোর টাইমে কোন ফেসিয়াল করে ফর্সা হয়! একবার দেখুন !!

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *