Spread the love

ভুরু তোলার পর জ্বালা আর লালচে ভাবের হাত থেকে মুক্তি পেতে যা করবেন – What To Do To Get Rid Of Irritation And Redness After Eyebrow Lift


মুখের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে চোখের উপরে। কিন্তু ভ্রু জোড়া যদি থাকে অবিন্যস্ত, সেই সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে যায়। প্রতি মাসে একবার অন্তত বিউটি পার্লারে যাওয়ার রুটিন বাঁধা! আর কিছু না হোক, ঝটপট ভুরুটা শেপ করিয়ে নিলেই মুখের হাল ফিরে যায় অনেকটা! ভুরু আসলে চোখের ফ্রেমের মতো কাজ করে, চোখের সৌন্দর্য বেড়ে যায় সুঠাম ভুরুর দৌলতে, মুখও অনেক বেশি কনট্যুরড দেখায়। ভুরু তোলার পর ত্বকের একটু যত্ন করা দরকার। তাতে থ্রেডিং পরবর্তী ব্যথা, জ্বলুনি, লালচেভাব, সব কিছুই এড়াতে পারবেন।


IMG_20220818_213323-1660838615489 ভুরু তোলার পর জ্বালা আর লালচে ভাবের হাত থেকে মুক্তি পেতে যা করবেন - What To Do To Get Rid Of Irritation And Redness After Eyebrow Lift

ভ্রু-প্লাক করার পর জ্বালা করে! সমস্যা মেটান ঘরোয়া উপায়ে

গরমজলে মুখ ধোবেন না

ভুরু তোলার পর বাড়ি ফিরে গরম জলে মুখ ধুলে ত্বকের দারুণ ক্ষতি হয়ে যেতে পারে। থ্রেডিংয়ের ঠিক পর পর ত্বকের রোমছিদ্রগুলো খোলা থাকে।


বরফ লাগান

থ্রেডিংয়ের ঠিক পরে পরিষ্কার কাপড়ে একটুকরো বরফ মুড়ে জায়গাটায় চেপে চেপে লাগান। এতে রক্তবাহী শিরা-উপশিরাগুলো সংকুচিত হয়ে যাবে, ত্বকের রোমছিদ্রগুলোও বন্ধ হবে। ফোলাভাব আর লালচেভাবটাও কেটে যাবে দ্রুত।


অ্যালো ভেরা জেল মাখুন

থ্রেডিংয়ের ঠিক পর পর আপনার ত্বকের শীতলতা দরকার। অ্যালো ভেরা জেল একদিকে শীতল, অন্যদিকে অ্যান্টি ব্যাকটেরিয়াল তথা অ্যান্টি ইনফ্ল্যামেটরি।


হাতের কাছে রাখুন ঠান্ডা টি ব্যাগ

ব্যবহৃত টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। ভুরু তোলার পরে ভুরুর উপরে চেপে ধরে থাকুন। টি ব্যাগের ট্যানিক অ্যাসিড আর থিওব্রোমাইন ব্যথা দ্রুত কমিয়ে দিতে পারে।


ভুরু প্লাকের পর দেখা দেবে না র‍্যাশ ও জ্বালাপোড়া


দূরে থাকুন হিট ট্রিটমেন্ট থেকে

থ্রেডিং করানোর ঠিক পরেই মুখে স্টিম ফেসিয়াল বা ব্লিচ করাবেন না। গরমজলে মুখ ধোওয়ার মতোই ক্ষতি হয়ে যাবে। ত্বককে সামলে ওঠার সময় দিন।


অনেকের বাড়িতেই গোলাপজল থাকে। ভুরু প্লাক করার পর যদি মুখে জ্বালা করে, তা হলে গোলাপজল লাগিয়ে নিতে পারেন। উপকার পাবেন।


সবচেয়ে ভাল হয় যদি কোনও ময়েশ্চারাইজার ব্যবহার করেন। শুধু সেই মুহূর্তে নয়। পরের দু’দিনও ভাল ভাবে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তাতে ত্বকের যত্ন হয়ে যাবে। আবার র‍্যাশও বেরোবে না।

Tags: Beauty Tips Fashion Eyebrow Skin Care Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *