Spread the love

যৌন মিলনের আগে কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয় – No Food Should Be Eaten Before Sexual Intercourse

IMG_20220607_124150-1654586014669 যৌন মিলনের আগে কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয় - No Food Should Be Eaten Before Sexual Intercourse

সঙ্গমের আগে এই খাবার কিন্তু ভুলেও খাবেন না

যৌন জীবনের উদ্দীপনা বজায় রাখা অত্যন্ত জরুরি আমাদের সবার।।কিন্তু জানেন কি বিশেষ কিছু খাবার যৌন মিলনের আগে খেলে নানান সমস্যা তৈরী হতে পারে।।কোন কোন খাবার খাওয়া উচিত নয় যৌন মিলনের আগে? জেনে নিন।।



১/ শারীরিক মিলনের আগে চিজ বেশি খাওয়া একদম উচিত নয়। এতে পেটের সমস্যা হতে পারে। আর পেট শান্ত না থাকলে শরীরও সাড়া দেবে না, বরং অসুস্থ হয়ে পড়বেন।।


২/ অনেকেই ভাবেন মদ খেয়ে যৌন মিলন করলে উত্তেজনা বেড়ে যায়। মদ খেলে সঙ্গম ভালো হয়। একেবারেই নয়। বরং মদ খেলে শরীরে আলস্য এসে যায়। এতে চরম মুহূর্তের আগে আপনি ঘুমিয়েও পড়তে পারেন। কিংবা ক্লান্ত হয়ে যাবেন মিলনের সময়।।

যৌন মিলনের আগে যেসব খাবার খাওয়া ঠিক নয়

৩/ একটি অন্যতম প্রধান অংশই হল চুম্বন। কাছাকাছি আসার আগে রসুন বা পেঁয়াজ খেলে মুখে তৈরি হতে পারে দুর্গন্ধ। যা দূরে ঠেলে দিতে পারে সঙ্গীকে।

IMG_20220607_124224-1654585997676 যৌন মিলনের আগে কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয় - No Food Should Be Eaten Before Sexual Intercourse

৪/ অনেকেই অন্তরঙ্গতার আগে মুখের গন্ধ কমাতে চিউইং গাম বা সুপারি চিবিয়ে নেন। কিন্তু এগুলো চিবনোর সময়ে বায়ু ঢুকে যায় খাদ্যনালীতে। ফলে দেখা দিতে পারে ঢেকুর ও বাতকর্মের সমস্যা। এতে তৈরী হবে বিরক্তিকর পরিবেশ।।



৫/ ফুলশয্যার রাতে বরকে দুধ খাওয়ানোর প্রচলন রয়েছে অনেক জায়গায়। কিন্তু অনেক মানুষই দুধের জিনিস সহ্য করতে পারেন না। বিশেষ করে যাঁরা ল্যাকটোজ ইনটলারেন্ট, তাঁরা যদি মিলনের আগে দুধ খান, তবে পেটের গোলমাল হতে পারে।। বা বমি ও হতে পারে।।

IMG_20220607_124240-1654585988706 যৌন মিলনের আগে কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয় - No Food Should Be Eaten Before Sexual Intercourse


/ কাঁচা সব্জি হজম হতে বেশি সময় লাগে। তাই যৌন মিলনের আগে কাচা সব্জি খাবেন না।। কিছু কিছু কাঁচা সব্জি গ্যাসের সমস্যা তৈরি করে, যা মিলনের সময়ে ডেকে আনতে পারে সমস্যা।।

Tags : Foods, Intimacy, Avoid Accidents

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *