এখনকার রং গুলো খুব বাজে,, রাসায়নিক দেওয়া— কিনতু হোলি খেলবে না এমন মানুষ নেই বললেই চলে,,দোলের দিন বন্ধু, প্রিয়জনের আবদারে একটু হলেও মাখতে হবে। কিন্তু, রঙ খেললে ত্বকের অবস্থা শেষ হয়ে যায় — ঘষে ঘষে রং তুলতে গিয়ে ত্বকের ক্ষতিও হয়। মুখ লাল হয়ে জ্বালা করতে থাকে। যাঁদের ত্বক ভীষণ স্পর্শকাতর, তাঁদের তো আরও সমস্যা। তাই কিছু বিষয় মেনে চলা জরুরি….. যা আপনার ত্বককে রংয়ের ক্ষতির হাত থেকে রক্ষা করবে…..
রং খেলার পর ত্বকের যত্ন
** প্রথমেই মুখ থেকে ধুলো-ময়লা রঙের পরত সরিয়ে ফেলতে হবে। তাই ভাল মানের কোনও ক্লিনজ়ার দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
** বাইরে বেরোনোর আগে নিজের ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন বেছে নেওয়া প্রয়োজন। বাইরে বেরোনোর অন্তত আধ ঘণ্টা আগে সানস্ক্রিন মেখে নিন।
** রং মাখলে ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে। তাই পর্যাপ্ত জল খাওয়ার পাশাপাশি, ত্বকের আর্দ্রতা বজায় রাখতে অবশ্যই ভিটামিন ই দেওয়া ভাল ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতে হবে।
রং খেলার পর কি করবেন
** টমেটো, শসা, তরমুজ, বাঙ্গি ইত্যাদি ফল রাখতে পারেন খাদ্যতালিকায়। পুষ্টিকর উপাদানে তৈরি পানীয় ত্বকের জন্যও উপকারী।
** ত্বক ধুয়েই সঙ্গে সঙ্গে লাগিয়ে নিতে হবে ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার বাছাই করতে হবে ত্বকের ধরন বুঝে। সারা দিনে একবার কাজে লাগাতে পারেন তেল দিয়ে তৈরি ঘরোয়া ময়েশ্চারাইজার।
হোলির ত্বকের যত্ন
** ফেসপ্যাক পাকা পেঁপে, একইভাবে সামান্য মধু মিশিয়ে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে ফেসপ্যাক। শসা ব্লেন্ড করে সঙ্গে সামান্য মধু মিশিয়েও ফেসপ্যাক তৈরি করা যায়। এই ফেস প্যাক আপনার ত্বককে রক্ষা করবে হোলির কেমিক্যাল থেকে।
** ভিটামিন সি-যুক্ত টোনার এবং জেলও মাখতে পারেন। এতে ত্বক থাকবে উজ্জ্বল ও সতেজ।
আরোও পড়ুন,
বয়সের আগেই ত্বকে বয়সের ছাপ? লাইফস্টাইলে আনুন ছোট্ট পরিবর্তন