Spread the love

সপ্তমীর মেকাপ – Saptami Makeup


পুজোর কয়েকটি দিন মেয়েরা সাজগোজ করবে না, এটা মেনে নেওয়া যায় না। কারণ এই পুজোর দিন গুলোর জন্যই আমরা বাঙালিরা সারা বছর ওয়েট করে থাকি ,,দুর্গাপুজো তে আপনার সাজ, কেমন হবে সেই নিয়ে বেশ কিছু আলোচনা করেছি। তবে এবার আমরা আপনার জন্য় বিশেষ টিপস নিয়ে এলাম।

সপ্তমীর সকাল

সুতি কিংবা লিনেনের পোশাক বেছে নিন। শাড়ি হতে পারে, ড্রেস হতে পারে, আবার সালোয়ার-কুর্তাও হতে পারে। রং হোক হালকা প্যাস্টেল শেড। সকালবেলা কটকটে রংয়ের পোশাক চোখের আরাম তো দেবেই না, গরমের মধ্যে বেশ একটা ক্যাটক্যাটে ব্যাপারই তৈরি করবে। শাড়ি পরলে স্লিভলেস ব্লাউজ পরতে পারেন। গরমও কম লাগবে, আবার স্টাইলও হবে।


DzHQ2nYVAAAJawP-1661529764345 সপ্তমীর মেকাপ - Saptami Makeup

সপ্তমীর দিন সকাল ও রাতে সাজ কেমন হবে

আমার মতে শাড়ি পড়ুন,, এখোন মার্কেট এ এত্তো সুন্দর সুন্দর স্টাইলস শাড়ি বেরিয়েছে দেখার মতো, এক পিন করে পড়লে জাস্ট আপনাকে দারুন লাগবে,, হাল্কা কোনো লাইট কালার শাড়ি পরতে পারেন।।।


mimi-12-1661529764663 সপ্তমীর মেকাপ - Saptami Makeup





হালকা মেকআপ করুন। তবে কস্টিউমের ওপর নির্ভর করে মেকআপ কী রকম হবে। সপ্তমীতে কেউ খুব একটা গর্জিয়াস পরেন না। সকালে ন্যাচারাল ন্যুড মেকআপ করুন। সন্ধ্যায় লাইনারটা একটু যোগ করতে পারেন বা লিপস্টিকটা উজ্জ্বল করতে পারেন। অবশ্যই কস্টিউমের ওপর পুরোটাই নির্ভর করছে।



Mimi-Chakraborty-Age-height-Weight-Size-DOB-Boyfriends-Family-Biography-1661529765100 সপ্তমীর মেকাপ - Saptami Makeup

সপ্তমীর সাজ



মেকাপ টা হবে –


শুরুতেই ময়েশ্চারাইজার

যতই জমিয়ে মেকআপ করুন না কেন, ময়েশ্চারাইজার ব্যবহার না করলে কিন্তু গোটা বিষয়টাই মাটি হয়ে যাবে, আপনার মুখটাও ড্রাই লাগবে। এর জন্যে ‘লরিয়েল’-এর ক্রিস্টাল রিভাইটালিফট মাইক্রো এসেন্স ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।


দ্বিতীয় ধাপে প্রাইমার

এরপর গোটা মুখে একটি প্রাইমার লাগিয়ে দিন। এর জন্যে ‘নাইকা’-র প্রেপ মি আপ প্রাইমার ব্যবহার করতে পারেন। আপনার মুখে যদি কোনও ওপেন পোরস থেকে থাকে, তাহলে এই প্রাইমার সেগুলি ঢেকে দিতে সাহায্য করবে।


সুপার ফ্রেশ কম্প্যাক্ট ব্যবহার করুন। একটি নরম ব্রাশ দিয়ে কম্প্যাক্টটি নাকে, চিবুকে, গালে, কপালে ভাল করে লাগিয়ে হালকা করে স্কিন টোনের সঙ্গে ব্লেন্ড করে দিন। তবে যদি আপনার টি-জোন অয়েলি না হয়, তাহলে কম্প্যাক্ট ব্যবহার না করলেও চলবে।


সপ্তমীর ড্রেস আপ

ফাউন্ডেশনের

এরপর একটি ফ্ল্যাট ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে সমগ্র মুখে ফাউন্ডেশন লাগিয়ে নিন। আপনি ‘বায়োটিক’ ন্যাচারাল মেকআপ ফাউন্ডেশন (স্যান্ড) ব্যবহার করতে পারেন। মুখের স্কিন টোনের সঙ্গে খাপ খায়, এমন শেডের ফাউন্ডেশন ব্যবহার করুন। এরপর ভাল করে মুখের স্কিন টোনের সঙ্গে ফাউন্ডেশন ব্লেন্ড করে নিন।


খুঁত ঢাকতে কনসিলার

মেকআপের সময় কনসিলার মাস্ট। এক্ষেত্রে আপনারা ‘মেবিলাইন’-এর ফিট মি কনসিলার-২৫ ব্যবহার করুন। এই কনসিলারটি হালকা, ফলে আপনার সপ্তমীর হালকা মেকআপের সঙ্গে সুন্দরভাবে খাপ খাইয়ে যাবে। প্রথমে চোখের কোণে, নাকে, চিবুকে অল্প করে কনসিলার লাগিয়ে ব্লেন্ড করে নিন।


ঘন ভুরু?

ভুরু যদি খুব পাতলা হয়ে থাকে, বা ভুরু ঘন ও ডার্ক করতে চান, তাহলে ‘মিস ক্লেয়ার’ আইব্রো পেনসিল (ডার্ক ব্রাউন)-এর সাহায্যে ভুরুটি ঘন করে এঁকে নিন।




আই মেকআপের রকমারি

পুজোয় মেকআপ যা-ই হোক না কেন, চোখকে প্রমিনেন্ট করে তোলা কিন্তু খুব জরুরি। তাই আই মেকআপের দিকে আমরা বিশেষ নজর দেব। যেহেতু সপ্তমীতে আমরা হালকা মেকআপ করছি, ফলে বেশি ডার্ক কোনও টোন না ব্যবহার করাই ভাল। এবার একটি অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে হালকা গোলাপি বা আপনার পছন্দের কোনও শেড নিয়ে আপার ল্যাশ লাইনে লাগান।


সপ্তমীতে নিজেকে সাজিয়ে তুলবেন যেভাবে


লোয়ার ল্যাশ লাইনেও অল্প করে কালার লাগাতে পারেন। এরপর আপার ল্যাশ লাইনের জাস্ট উপরে ‘ব্লু হেভেন’-এর স্কেচ আইলাইনার দিয়ে চোখের সাইডগুলি ভাল করে এঁকে নিন। তারপর ‘ওয়েট অ্যান্ড ওয়াইল্ড’-এর মেগা লেংথ মাসকারার আইল্যাশে অ্যাপ্লাই করুন।


মেকআপের শেষে শার্প লুক!

এবার ‘সুগার’ মিনি ব্রোঞ্জার-এর সাহায্যে গালে ও নাকে হালকা করে লাগিয়ে নিন। এটি আপনার মুখকে এবং নাককে একটি শার্প লুক দেবে। যাদের মুখ গোল বলে মোটা লাগে বলে যাদের কমপ্লেক্স রয়েছে, তাঁরা এটি ব্যবহার করতে পারেন। এবার সেটিং স্প্রে-র সাহায্যে গোটা মুখে স্প্রে করে মেকআপ সেট করে নিন। খেয়াল রাখবেন, স্প্রে যেন চোখে না যায়। এটি আপনার মেকআপ সেট করে রাখবে, ফলে গরমে ঘামলেও চট করে মেকআপ গলে যাবে না।


লিপ মেকআপ

এত সুন্দর মেকআপের পর ঠোঁটে দারুণ একটি লিপস্টিক না অ্যাপ্লাই করলে কি হয়? তাই ঠোঁটকে রাঙিয়ে তুলুন ‘ল্যাকমে’ এনরিচ ম্যাট লিপস্টিক।


1609139902_5fe986beb9beb_mimi-chakraborty-1661529765268 সপ্তমীর মেকাপ - Saptami Makeup



এছাড়া নিজের পোশাক ও স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে যে-কোনও ম্যাট শেড আপনি বেছে নিতে পারেন।

হাল্কা কোনো পিচ কালার বেছে নিন ঠোঁটের জন্যে।

ব্যবহার করতে পারেন ন্যুড, ব্রাউন, টেরাকোটা, অরেঞ্জ, পিংক, ব্রাউনিশ পিংক ইত্যাদি কালার।

সপ্তমীর সন্ধ্যা (saptami fashion and makeup)

দুই রকমভাবে সাজতে পারেন। এক, জমকালো শাড়ি, সালোয়ার-গয়না, কিংবা জমকালো মেকআপ। রাতের শাড়িটি হতে পারে সিল্ক কিংবা তসরের। মটকা, খাদি, লিনেন, যে সিল্কই হোক না কেন, রং হোক গাঢ়। রাতের বেলায় নজর কাড়তে চাইলে পোশাকের রং হালকা হলে একেবারেই চলবে না।



20b3e0aa08d2c78678749bff8a03d9e2424a0-1661530066676 সপ্তমীর মেকাপ - Saptami Makeup



বেস মেকআপ করুন ফাউন্ডেশন ও প্রাইমার দিয়ে, তার উপর বুলিয়ে নিন কমপ্যাক্ট। হাইলাইট করুন ব্লাশ অন ও হাইলাইটার দিয়ে। চোখ হোক স্মোকি, তবে একমাত্র কালো শেডের আইশ্যাডো দিয়েই যে স্মোকি লুক আনতে হবে, তার কোনও বাধ্যবাধকতা নেই। পোশাকের রংয়ের সঙ্গে মিলিয়েও আইশ্যাডো বাছতে পারেন।


হাইলাইট করুন ব্লাশ অন ও হাইলাইটার দিয়ে। চোখ হোক স্মোকি, তবে একমাত্র কালো শেডের আইশ্যাডো দিয়েই যে স্মোকি লুক আনতে হবে, তার কোনও বাধ্যবাধকতা নেই। পোশাকের রংয়ের সঙ্গে মিলিয়েও আইশ্যাডো বাছতে পারেন। লিপকালার ডিপ করুণ।। ড্রেস আপ অনুযায়ী কানের পড়ুন।।



mimi-chakraborty-1200-1661530066501 সপ্তমীর মেকাপ - Saptami Makeup




চুলটা ছেড়ে দিতে পারেন।।। যদি কার্লি চুল হয় তবে হাল্কা সামনে পপ করে লস বার করে পিছনে খোঁপার মত করতে পারেন,, গরম ও কম লাগবে।।।

Tags – সপ্তমীর মেকাপ সপ্তমীর সাজ

পুজো মেকাপ Saptami Makeup

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *