Spread the love

সমবয়সী সম্পর্কের সুবিধা অসুবিধা – Same Age Relationship Advantages And Disadvantages

IMG_20220504_200902-1651675175623 সমবয়সী সম্পর্কের সুবিধা অসুবিধা - Same Age Relationship Advantages And Disadvantages

সমবয়সী সম্পর্কের সুবিধা অসুবিধা

সমবয়সি প্রেম মানেই একটা আলাদা অনুভূতি,, অনেক টা ভালোবাসা।।। এই প্রেমে অনায়াসে পড়া সম্ভব। এক্ষেত্রে দুজনের বয়স সমান হলে একে অপরকে খুব সহজেই বোঝা যায়। এমনকী নিজেদের বন্ধুত্বের অনেক গভীরতা থাকে।।
তবে এখনও মানুষ বিশ্বাস করেন যে সম্পর্কে থাকা দুটি মানুষের মধ্যে পুরুষের বয়স বেশি থাকা দরকার।


সমবয়সী বিয়ে করার সুবিধা


IMG_20220504_200915-1651675168014 সমবয়সী সম্পর্কের সুবিধা অসুবিধা - Same Age Relationship Advantages And Disadvantages


এক বয়সের মানুষ সাধারণত একই ধরনের চিন্তা করে থাকেন। তাই তাঁদের মধ্যে ভালোবাসা বাড়ে। এক্ষেত্রে তাঁরা কী চাইছেন, কী ভাবে চাইছেন, এই বিষয়গুলি সহজেই বোঝা সম্ভব হয়। এমনকী দুটি মানুষ একে অপরের সঙ্গে খুব সহজেই কানেক্ট করতে পারেন।

সমবয়সী সম্পর্কের সমস্যা

কিন্তু সমবয়সী প্রেম হলে,,,

ছেলে টা নিজের পায়ে দাঁড়াতে অনেক সময় লেগে যায়।।।এক্ষেত্রে বয়স বাড়তে থাকলে ছেলেদের তেমন কোনও সমস্যা থাকে না। তবে মহিলাদের পরিবার থেকে আসতে থাকে বিয়ের চাপ। এমন কি বিয়েও হয়ে যায়।।।।কারণ এখনও সমাজ মনে করে যে মহিলাদের কম বয়সেই বিয়ে হয়।।।


IMG_20220504_200851-1651675183299 সমবয়সী সম্পর্কের সুবিধা অসুবিধা - Same Age Relationship Advantages And Disadvantages


এছাড়া সমাজের কিছু অংশ এখনও সমবয়সি বিয়ের বিষয়টিকে মেনে নিতে পারেননি। তাই সমবয়সী প্রেম খুব ভাগ্যে করে টিকে যায়।।।।



Tags – Relationship Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *