Spread the love

সম্পর্ক টিকবে নাকি ভেঙে যাবে? এই লক্ষণগুলি দেখলেই বুঝতে পারবে – Will The Relationship Last Or Will It Break Up? If You See These Symptoms, You Will Understand

IMG_20220612_125702-1655018840048 সম্পর্ক টিকবে নাকি ভেঙে যাবে? এই লক্ষণগুলি দেখলেই বুঝতে পারবে - Will The Relationship Last Or Will It Break Up? If You See These Symptoms, You Will Understand

সম্পর্ক টিকবে নাকি ভেঙে যাবে? কিভাবে বুঝবেন


না চাইলেও অনেক সম্পর্কই ভেঙে যায়। এই সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে বহু কারণ থাকতে পারে। সম্পর্ক ভেঙে যেতে পারে, এটি আগেভাগেই টের পাওয়া সম্ভব। কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন, প্রেম ঠিক পথে এগোচ্ছে না। আজকে সেটাই জানাবো।।

১.পরস্পরের সঙ্গে সময় কাটানোর সময়েও ফোন নিয়ে ব্যস্ত রয়েছেন? সোশ্যাল মিডিয়ায় খুটখাট করে চলেছেন দু’জনেই? তাহলে বুঝে নিন সম্পর্ক দীর্ঘমেয়াদি হবে না।


২. ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে? কিন্তু দুজনের মধ্যে কেউ মিটিয়ে নেওয়ারও চেষ্টা করছেন না ? সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি ধামাচাপা পড়ে গেলেও তা নিয়ে মনের মধ্যে ক্ষোভ থেকে যাচ্ছে? তাহলে বুঝতে হবে, দূরত্ব বাড়ছে।

৩. পরস্পরের সঙ্গে সময় কাটাচ্ছেন ঠিকই, কিন্তু কথা বলার ভাষা খুঁজে পাচ্ছেন না? মনে হচ্ছে, বলার মতো কোনও কথাই নেই? তাহলেও বুঝতে হবে, আপনার সম্পর্ক ভেঙে যাবে।।


৪.বিয়ে করবেন কী, করবেন না, সম্পর্কের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে কি মনে হাজার প্রশ্ন রয়েছে? তাহলেও বুঝতে হবে, এই সম্পর্ক টেকানোর বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে সংশয় রয়েছে।


৫. দু’জনে শারীরিকভাবে ঘনিষ্ঠ হন? মনে করছেন, এটাই সম্পর্ক টিকিয়ে রাখার অন্যতম একটি রাস্তা? তাহলেও হয়তো ভুল ভাবছেন। কারণ আপনাদের সম্পর্ক টিকে রয়েছে শুধুমাত্র শারীরিক আকর্ষণের উপর। এভাবে কখনও সম্পর্ক টিকিয়ে রাখা যায় না।


সম্পর্ক আর টিকবে না! এই লক্ষণগুলি দেখে এখনই প্রেম বাঁচান


IMG_20220612_125640-1655018862268 সম্পর্ক টিকবে নাকি ভেঙে যাবে? এই লক্ষণগুলি দেখলেই বুঝতে পারবে - Will The Relationship Last Or Will It Break Up? If You See These Symptoms, You Will Understand


৬. সঙ্গী কখন, কোথায় কার সঙ্গে যাচ্ছেন তা আপনি জিজ্ঞাসা করলেই যদি সঙ্গী রেগে যাচ্ছে তাহলে ভাববেন দূরত্ব তৈরী হচ্ছে।।


৭. সম্পর্ককে অযত্ন- প্রেমে পড়ার সময়ে যত্ন, ভালবাসা থাকে প্রবল। তখন সঙ্গী কখন খাচ্ছে, ঘুমোচ্ছে সবই যেন জানতে ভাল লাগে। কিন্তু এই সমীকরণ যদি বদলাতে থাকে এবং সম্পর্কের প্রতি একজন উদাসীন হয়ে যেতে থাকেন তা হলে সেই সম্পর্কের ভবিষ্যৎ মোটেই সুখের নয়।


৮.সংবেদনশীল সঙ্গীকে অনবরত আঘাত করা- কেউ কেউ বেশিই সংবেদনশীল হন। এটা বুঝেও যদি অন্য জন কথায় কথায় সঙ্গীকে অপমান করতে থাকেন, আঘাত করতে থাকেন তাহলে কিন্তু সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হবে না।

৯.অযথা মিথ্যে বলছে অনবরত মিথ্যে কথা বলতে থাকলে তা সম্পর্কের স্বাস্থ্য খারাপ করে। মিথ্যে বলা অভ্যেসে দাঁড়ালে সেই সম্পর্ক টেনে না যাওয়াই ভাল।

১০.একটা সম্পর্কে থাকতে গেলে কিছু সমস্যা থাকবে। সেই সমস্যার কারণে কথা কাটাকাটিও হতে পারে। তবে এই ধরনের সমস্যা সাময়িক হওয়া উচিত। এবার কোনও কারণে এই সমস্যা রোজ দেখা দিতে শুরু করলে বুঝতে হবে আর কিছু করার নেই।


১১.একটি সম্পর্কে ততদিনই ভালো থাকা যায় যতদিন একে অপরের প্রতি আকর্ষণ বেঁচে থাকে। তবে অনেক মানুষই কিছুদিন একজন মানুষের সঙ্গে থাকার পর আকর্ষণ হারান। তাহলেই সমস্যা দেখা দিতে থাকবে।।


IMG_20220612_125650-1655018849655 সম্পর্ক টিকবে নাকি ভেঙে যাবে? এই লক্ষণগুলি দেখলেই বুঝতে পারবে - Will The Relationship Last Or Will It Break Up? If You See These Symptoms, You Will Understand



১২. আপনার সঙ্গী আপনার সাথে দেখা করতে চাচ্ছে না কিংবা আপনার সাথে কথা বলার জন্য তেমন খুব একটা ছটফট করছে না তাহলে ভাববেন আপনাকে সে মন থেকে চায় মন।।।


Tags – Love Life

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *