পূজোর আগে ঘরে বসেই স্মুদনিং করিয়ে নিন!! রইলো টিপস্ – Hair Smoothing At Home
Hair Smoothing At Home Remedies: পুজোর আগে সকলে চুল ছাঁটা, রং করা সবাই করে থাকে…. সেই সঙ্গে চুল স্ট্রেটনিং, স্মুদনিং করতেও অনেকে ভিড় জমান পার্লারে। পুজোর সাজের সঙ্গে অনেকেই সোজা চুল পছন্দ করেন। পার্লারে না গিয়ে ঘরোয়া পদ্ধতিতে চুল মসৃণ করার উপায়গুলি জেনে নিন।
চুল নরম ও সিল্কি করার উপায়
আমরা সকলে জানি পার্লারে চুলে যে সব প্রসাধনী ব্যবহার করা হয়, তাতে রাসায়নিক ও কেমিক্যাল উপাদান থাকে ভরপুর পরিমাণে। এই উপাদানগুলি চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর। চুল পাতলা হয়ে যায় এর পাশাপাশি চুল রুক্ষ হয়।। পার্লারে না গিয়ে ঘরোয়া পদ্ধতিতে চুল মসৃণ করার উপায়গুলি জেনে নিন। রেশমের মতো মসৃণ এক মাথা চুল পেতে কার না ইচ্ছে করে, কিন্তু চাইলেই তো আর হবে না। চুলের যত্ন নিতে সময়ও দিতে হবে আপনাকে। তাই, বাড়িতে কিছু উপায় অবলম্বন করলে সহজেই ফল পেতে পারেন। দেখে নিন সেগুলি কী কী-
চুল মোলায়েম করার উপায়
কখন জট পড়ে?
চুলে রং, দীর্ঘদিন হেয়ার ড্রায়ারের ব্যবহার, কেমিক্যাল ট্রিটমেন্ট, ব্লিচ বা নিয়মিত হেয়ার স্প্রের প্রয়োগ এর অন্যতম কারণ। আবার পর্যাপ্ত পরিমাণে তেল না পেলে, যত্নের অভাবেও চুল নিষ্প্রাণ হয়। চুলে গরম জল দেওয়া যাবে না।
চুল সাইনিং করার উপায়
চুল স্মুদনিং করার ঘরোয়া প্যাক —–
• নারকেল তেল ও ভিটামিন ই মিশিয়ে মাসাজ করুন মিনিট পনেরো। চল্লিশ মিনিট রেখে ধুয়ে নিন।
• জট কাটাতে পাকা কলা চটকে, মধু ও নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন আধ ঘণ্টা। তারপর ধুয়ে ফেলুন।।
চুল সুন্দর করার উপায়
•মধু ও অ্যালো ভেরা
চুলের যত্ন নিতে মধু ও অ্যালো ভেরার জুড়ি মেলা ভার। অ্যালো ভেরা জেলের সঙ্গে মধু মিশিয়ে সেই মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে ঘণ্টা দুয়েক রেখে দিন। তার পর শ্যাম্পু করে নিন। চুল কোমল ও স্মুদ করতে এই মিশ্রণটি ব্যবহার করুন।
•পাকা কলা ও টক দই
টক দই খুশকি দূর করতে সাহায্য করে আর পাকা কলা চুল নরম করে। মিক্সিতে পাকা কলা এবং দু’চামচ টক দই তার সাথে মধু যোগ করে একটি মিশ্রণ বানিয়ে নিন। এই মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে ঘণ্টা খানেক রেখে দিন। মিশ্রণটি শুকিয়ে এলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ দিন এটি ব্যবহার করুন।
চুল লম্বা ও সিল্কি করার উপায়
•টক দই
দইয়ের ল্যাকটিক অ্যাসিড আপনার স্ক্যাল্প এক্সফোলিয়েট করে জমে থাকা সমস্ত তেলময়লা সরিয়ে দেয় ,,যাঁদের চুল তেলতেলে ধরনের, তাঁরা চুলে ডিপ কন্ডিশনিং করতে চাইলে চোখ বন্ধ করে টক দই বেছে নিতে পারেন। কীভাবে লাগাবেন: প্রথমে চুলে শ্যাম্পু করে নিন। কন্ডিশনার লাগানোর দরকার নেই। চুলটা মুছে শুকিয়ে নিন। মোটামুটি শুকিয়ে গেলে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত দই মেখে নিন, এভাবে আধ ঘণ্টা থাকুন। তারপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলবেন।
•ডিমের প্যাক
এক কাপ দুধের মধ্যে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিন।মিশ্রণটা বেশ ফেনা ফেনা হয়ে এলে মাথার ত্বকে ঘষে ঘষে লাগিয়ে নিন।৫ মিনিট রেখে তারপর জল দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিন।সপ্তাহে দুবার করলে রেজাল্ট নিজেই দেখতে পাবেন।।
আরোও পড়ুন,
Tags – Hair Tips, Hair Care