Spread the love

রুক্ষ চুল সিল্কি করার উপায় : শীতকাল পড়া মানেই শুষ্ক চুলের সমস্যা,,, চুলের সমস্যার মধ্যে অন্যতম হল শুষ্কতার সমস্যা। এই কারণে চুল পাতলা হয়ে যায়।

চুল পড়ে যায়,,, চুলের শুষ্কতার সমস্যা দূর করতে কিছু প্রাকৃতিক জিনিস ব্যবহার করতে পারেন।এই প্রাকৃতিক জিনিসগুলো চুলকে গভীরভাবে পুষ্টি জোগাতে কাজ করে। চুলের রুক্ষতাও দূর করতে সাহায্য করবে।। আসুন জেনে নিই চুলের শুষ্কতা দূর করতে কী কী জিনিস ব্যবহার করতে পারেন —

চুলের রুক্ষতা দূর করার ঘরোয়া পদ্ধতি

১/ Tips to moisturize dry hair :

এখানে দেওয়া টিপসগুলির সাহায্যে, আপনি কীভাবে শুষ্ক চুলের যত্ন নিতে এবং এটিকে ময়শ্চারাইজ করতে পারেন তা শিখতে সক্ষম হবেন -নারকেল তেল-কলা-ডিমের দই প্রতিটি উপাদান একসঙ্গে মিশিয়ে চুলে লাগান —চুল ঝলমলে ও ময়েশ্চারাইজড করতে তেল লাগানো জরুরি।

রুক্ষ চুলের হেয়ার প্যাক

যদিও অলিভ অয়েল শুষ্ক চুলের জন্য সবচেয়ে ভালো, এটি ছাড়াও আপনি লাগাতে পারেন আপনার চুলে নারকেল তেল এবং বাদাম তেল।

চুল মোলায়েম করার উপায়

আপনাকে যা করতে হবে তা হল -নারকেল, বাদাম বা অলিভ অয়েলের মতো যেকোনো তেল আধা কাপ নিন।তারপর হালকা গরম করুন, মনে রাখবেন তেল সিদ্ধ করবেন না।এবার এই তেল দিয়ে চুল ও মাথার ত্বকে আলতোভাবে ম্যাসাজ করুন।

চুল ঝরঝরে করার উপায়

তারপর গরম তোয়ালে দিয়ে চুল ঢেকে দিন।আধা ঘণ্টা পর হালকা করে চুল ধুয়ে ফেলুন শ্যাম্পুআপনি চাইলে সারারাত তেল লাগিয়ে রাখতে পারেন এবং পরের দিন হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে পারেন।। দেখবেন চুল কেমন সিল্কি হয়ে যায়।

রুক্ষ চুলের যত্ন

।২/ দই এবং নারকেল তেলের প্যাক-আধা কাপ দইয়ে ২ থেকে ২ চামচ নারকেল তেল মেশান। চাইলে আপনি ভিটামিন ই ক্যাপসুল ও ব্যবহার করতে পারেন।।

এই দুটি মিশিয়ে চুলে লাগান। দই ও নারকেল তেলের প্যাক আধা ঘণ্টা মাথায় লাগিয়ে রাখুন। তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন

৩/ স্ক্যাল্প পরিষ্কার রাখার মতোই চুল ময়শ্চারাইজ করাও জরুরি। তাই সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিবার শ্যাম্পু করার পরে কন্ডিশনার লাগান মনে করে। হেয়ার সিরামও নিয়মিত ব্যবহার করতে পারেন।

চুল সুন্দর করার উপায়

বাড়িতেই ডিপ কন্ডিশনিং করুন। কন্ডিশনিং প্রোটিন হেয়ার মাস্ক চুলে লাগালেই মিলবে উপকার।

৪/ অ্যালোভেরা জেল- চুলে ময়শ্চারাইজার বজায় রাখতে অ্যালোভেরা জেল সাহায্য করে। তাই এই জেল চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মাথা ধুয়ে নিন। প্রয়োজনে ব্যবহার করতে পারেন হাল্ক শ্যাম্পু।

অ্যালোভেরা জেল চুলে কন্ডিশনারের কাজ করে। চুল নরম, মোলায়েম এবং উজ্জ্বল রাখে। রুক্ষ শুষ্ক ভাব দূর করে। বিশ্বাস করুণ আমি আজই এটি অ্যাপ্লাই করলাম,, দারুন ময়শ্চারাইজার করে এটি।।

৫/ ডিম এবং মধু- চুলের যত্নে এই দুই উপকরণও ব্যবহার করতে পারেন। ডিম এবং মধু চুলের রুক্ষ শুষ্ক ভাব দূর করে। চুলে জট পড়ে না। লালচে ভাব দূর হয়।

আরোও পড়ুন,

দিওয়ালির আগে ওজন ঝরাতে চান! রইলো টিপস্: Weight Loss Diet Chart For Female In Bengali

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *