Spread the love

Is rice water good for oily skin : ত্বকের পরিচর্চায় এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে রাইস ওয়াটার বা চাল ধোয়া জলের ব্যবহার। সেদ্ধ চাল বা যেকোনো ধরনের চালের জল এ ক্ষেত্রে খুব কার্যকর।

চাল ধোয়া জলে আছে ভিটামিন বি, যে কারণে ত্বক ও চুল হয়ে ওঠে উজ্জ্বল। চাল ভেজানো এই জলে রয়েছে পুষ্টিকর নানা ধরনের উপাদান। এতে থাকে নানা ধরনের খনিজ পদার্থ, ভিটামিন বি৬, অ্যামাইনো অ্যাসিডের মতো উপাদান। এই জল দিয়ে যদি ত্বক ও চুলের যত্ন নেওয়া যায়, তবে তা নানা ভাবে উপকার করতে পারে।

(চালের পানি মুখে দিলে কি হয়)

ভাত রান্নার আগে চাল ভিজিয়ে রাখেন। তার পর সেই জল ফেলে নতুন করে জল দিয়ে ভাত বসান। আর চাল ভেজানো ঘোলাটে সেই জল ফেলে দেন। সেটা আর এখন থেকে করবেন না….কী ভাবে ত্বকের যত্ন নিতে পারে চাল ভেজানো জল? দেখুন……

চাল ভেজানো জল দিয়ে নিয়মিত মুখ ধুলে বিভিন্ন ধরনের উপকার হয়। ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে। ত্বক টানটান হয়। চলে যায় ত্বক থেকে বিভিন্ন ধরনের দাগ-ছোপ। তৈলাক্ত ত্বকে চালের জলত্বক যদি তৈলাক্ত থাকে,তাহলে তাতে দিন চালের জল। এতে তৈলাক্ত ভাব কাটে। যা ত্বককে অন্যদের থেকে আলাদা করে।

ত্বক ও চুলের জন্য চালের জল কিভাবে ব্যবহার করবেন

ফলে এটি খুবই আরামদায়ক।টোনার হিসাবে চালের জলত্বকে র পরিচর্যায় টোনার হিসাবে ব্যবহার করা যেতে পারে চালের জল। এই চালের জল পোরসগুলিকে পরিষ্কার করে।

চাল দিয়ে ফর্সা হওয়ার উপায়

চালের জলের দিয়ে ফেস মাস্কও বানাতে পারেন। কফি গুঁড়োর সঙ্গে চালের জল অল্প পরিমানে নিয়ে ত্বকের দিন…..

চালের জলে রূপচর্চা

ত্বকের উপর তৈরি হওয়া কালো ছোপ দূর হতেও দারুণ কার্যকরী।বাইরে যাওয়ার কারণে অনেকের হাত ও পায়ে কালো ছোপ ছোপ দাগ পড়ে যায়। এই দাগ দূর করতে এক কাপ চাল ধোয়া জলের সঙ্গে ১ টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে নিন।

রাইস ওয়াটার ফর স্কিন

এতে আধা ঘণ্টা পা ভিজিয়ে রাখুন। এবার ত্বক ভেজা থাকা অবস্থায় তোয়ালে দিয়ে পা ঘষে ঘষে পরিষ্কার করে নিন। হাতের ত্বকের দাগ দূর করতে একই পদ্ধতিতে চাল ধোয়া জল ব্যবহার করতে পারেন।

আরোও পড়ুন,

Winter Hair Mask At Home: শীতকালে চুলের বৃদ্ধি এবং ঘনত্বের জন্য ঘরে তৈরি হেয়ার মাস্ক ব্যবহার করুন! ফল পাবেন হাতেনাতে

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *