Spread the love

Woolen Scarf for Ladies : প্রতিটা মরশুমে স্টাইলিং এর সংজ্ঞাটা বদলে যায়। গরমকালে একরকম ভাবে আমরা বিভিন্ন পোশাক পরি, আবার শীতে আমাদের পোশাক হয় একদম অন্যরকম। লুকটাই পালটে যায়…. পোশাকের সঙ্গে সঙ্গে তাদের ব্যবহার সামান্য বদলে যায়। একটা উদাহরণ হল স্কার্ফ। আপনি গরমকালে সুতির পোশাকের সঙ্গে যে সুতির স্কার্ফটি নিয়েছেন, সেটি কিনতু শীতে ব্যবহার করা যাবে না…. শীতে উলের স্কার্ফ আপনি ব্যবহার করতে পারেন। শীতে স্কার্ফ কীভাবে ব্যবহার করবেন সেই নিয়ে কিছু টিপস দেওয়া হল…..

(Cotton women woolen scarf for winter)

নতুন বছর আসতেই জাঁকিয়ে পড়েছে শীত। আর ঠান্ডায় কিন্তু আরাম ও স্বাস্থের সঙ্গে নো কম্প্রোমাইজ। তবে তার সঙ্গে যেনো থাকে একটা স্টাইলিস্ট লুক..!! এই ঠান্ডায় মাফলার দিয়ে কান ও গলা ঢাকা আবশ্যক। তাই জিন্স পরুন। তার সঙ্গে পরুন একটি টিশার্ট। কিন্তু তার সঙ্গে যদি আপনি গলায় একটি স্কার্ফ জড়িয়ে নেন। আপনার লুক সঙ্গে সঙ্গেই পাল্টে যাবে।

আপনি উলের একটি লং পঞ্চ পরতে পারেন। হাঁটু পর্যন্ত ঝুল হলে বেশি ভাল দেখতে লাগে। তার সঙ্গে আপনি গলায় স্কার্ফ জড়িয়ে নিন।

আপনি একটি জ্যাকেট পরুন। সেটা যেকোনও রঙেরই হতে পারে। তবে একরঙের হলে বেশি ভাল হয়। গলায় হালকা ভাবে বেঁধে নিন একটি উলের স্কার্ফ। আপনার লুক সঙ্গে সঙ্গেই পাল্টে যাবে।

উলের যে কোনও হালকা রঙের মাফলার বা স্কার্ফকে তিন ভাজ করে গলায় পেঁচিয়ে রাখুন। ঠান্ডার হাত থেকেও বাঁচবেন আর স্টাইলও বজায় থাকবে।

যদি ভাবেন টুপি সঙ্গে মাফলার নেওয়া যাবে না তবে আপনি ভুল ভাবছেন। এক বার টুপির সঙ্গে গলায় একটা মাফলার পরে দেখুন কেমন স্মার্ট দেখায়।এখন তো সবকিছুই ফ্যাশন এর মধ্যে পড়ে, তাই অযথা চিন্তা করবেন না,, লোকে কি ভাবছে।।। জাস্ট পড়ে ফেলুন…!! দেখবেন একটা দারুন লুক দেবে।।

Read More,

শীতকালে বিয়েবাড়ি? কি ধরণের স্টাইলিস্ট পোষাক পড়বেন – Winter Weeding Fashion Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *