Spread the love

শীতে ত্বকের সমস্যা যেনো সহজে পিছু ছাড়ে না। সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় এই দিনগুলোতে, শীতে ত্বকে শুষ্কতা ভাব বাড়ে। তার সঙ্গে ব্রণ, চুলকানি, র‍্যাশ, ফেটে যাওয়ার মতো সমস্যা রয়েছে। এই সবকিছু থেকে আপনাকে নিমেষে মুক্তি দিতে পারে চালের গুঁড়ি। হ্যাঁ সত্যি বলছি….

যাঁরা কোরিয়ান বিউটির ফ্যান, তাঁদের স্কিন কেয়ার রাইস ওয়াটার বা চালের তৈরি মাস্ক থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই রাইস ওয়াটার চুলের যত্নে ব্যবহার করা হয়। এবার ত্বকের যত্ন নিতেও চালের গুঁড়ি ব্যবহার করুন। আপনার ত্বকের সমস্যা দু’দিনে দূর হয়ে যাবে। কীভাবে ব্যবহার করবেন? রইলো হদিশ —

চালের গুড়া ও হলুদের ফেসপ্যাক

১/ শীতে তো এমনি তেই মৃত কোষ দেখা দেয়,, এর জন্য চালের গুঁড়ি ব্যবহার করে আপনি সহজেই ত্বক এক্সফোলিয়েট করতে পারবেন। এতে ত্বকের উপর থেকে সমস্ত ধুলো, বালি, মরা চামড়া দূর হয়ে যাবে। কিন্তু কীভাবে চালের গুঁড়ি ব্যবহার করে ত্বকের উপর ব্যবহার করবেন, সেটা জানা দরকার। চালের গুঁড়া সঙ্গে গোলাপ জল মিশিয়ে মুখে লাগান কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন।।।

২/ ট্যান দূর করতেও আপনি চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ির সঙ্গে কাঁচা দুধ, মধু একসঙ্গে মিশিয়ে নিন ফেসপ্যাক বানিয়ে নিন। স্নানের আগে এই ফেসপ্যাক ত্বকে লাগিয়ে ভাল করে ঘষে নিন। এতেই ট্যান দূর হয়ে যাবে।

চালের গুড়া দিয়ে স্ক্রাব

৩/ মুখের কালো দাগ দূর করতে এক চামচ চালের গুঁড়োর সঙ্গে দুধর সর মিশিয়ে মাখতে হবে। এতে মুখের কালে দাগ দূর করা যাবে।

৪/ চালের গুঁড়োতে টমেটোর রস মিশিয়ে মুখে ২০ মিনিট লাগিয়ে রাখতে হবে। এতে ত্বকের বিভিন্ন সমস্যা সহজেই দূর করা যাবে। দাগছোপ দূর করে দেবে।।

৫/ চালের গুঁড়ো, কলাচালের গুঁড়োর সঙ্গে পাকা কলা অল্প জল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এটি ডার্ক সার্কেল দূর করবে। চোখের আশেপাশের ত্বকে লাগিয়ে রাখুন মিশ্রণটি। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

Read More,

Mole Removal Cream: মুখের ছোট আঁচিল দূর করার উপায়

Banana Face Pack For Glowing Skin: শীতে কোমল ত্বক পেতে ব্যবহার করুন কলার ফেসপ্যাক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *