Spread the love

Anti Ageing Face Pack Home-Made: আমাদের সকলের সময়ের সঙ্গে সঙ্গে ত্বকে মুখে না চাইতেও বয়সের ছাপ পরে যায়…তবে শুধু বয়সকে দোষ দাওয়া যাবে না,,অস্বাস্থ্যকর জীবনশৈলীর কারণে সময়ের আগেই ত্বকে নেতিবাচক প্রভাব পড়তে দেখা যায়। কী কী?

কীভাবে বুজবেন বয়সের ছাপ পড়েছে –

১) বলিরেখা প্রকট হতে থাকে..

২) ত্বকের এলাস্টিসিটি নষ্ট নয়।

৩) মুখে যেন রুক্ষভাব দেখা দেয়.

৪) ব্রণর সমস্যা দেখা দেয়..

৫) ডার্ক সার্কেল দেখা দেয়

✓ ঘরে তৈরি কিছু ফেসপ্যাকের সাহায্যে ত্বকের যত্ন নিতে পারেন—

১) এই ফেসপ্যাক তৈরি করার জন্যে আপনার প্রয়োজন ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং ৩ চামচ মুলতানি মাটি,,একটি পাত্রে পরিমান মতো হলুদ গুঁড়োর সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে নিন।

দুই উপকরণ ভালো করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। সেই পেস্ট আপনার মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকে আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-অক্সিড্যান্ট যা আপনার ত্বকের দাগছোপ একদম কমিয়ে দেবে।

ঘরে তৈরি এই ফেসপ্যাক ব্যবহার করে ত্বক হবে টানটান

২) একটি ডিমের সাদা অংশ ও এক চামচ তাজা দই যোগ করুন। উপাদানগুলি এক সঙ্গে মিশ্রিত করুন। এই মিশ্রণের একটি সমান স্তর সারা মুখে এবং ঘাড়ে লাগান। ১৫-২০ মিনিটের জন্য এটি ছেড়ে দিন। এই ফেস প্যাক আপনার ত্বকের শুষ্কতা কমিয়ে দেবে।

৩) কলার ফেস প্যাকএকটি পাকা কলা নিন ও দুই চামচ কাঁচা দুধ নিন,, একটি প্যাক বানিয়ে মুখ এবং ঘাড়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন এবং তারপর ১০-১৫ মিনিট রেখে দিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের সব সমস্যা দূর করে দেবে এই ফেস প্যাক।

বার্ধক্যের ছাপকে দূর করুণ ঘরোয়া উপায়ে

৪) দু’চামচ মধু, এক চামচ অ্যাভোকাডো একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি মাখিয়ে রাখুন মুখে ১০ মিনিট। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নিন মুখ। এটি আপনার ত্বকের ব্রণ কমিয়ে দেবে।

চেহারায় থাকবে সৌন্দর্য্য এই ফেস প্যাক ব্যবহার করুন

৫) এলোভেরা ও বেসন এক সঙ্গে মিশিয়ে ত্বকে অ্যাপ্লাই করুণ,, এটি আপনার মৃতকোষ ঝরিয়ে ত্বককে টানটান রাখবে। ত্বকের আর্দ্রতা বাড়িয়ে জেল্লা ধরে রাখবে।।

আরোও পড়ুন,

Skin Whitening Tips: কীভাবে এক রাতে ত্বক উজ্জ্বল করবেন! রইলো ৫ টিপস্

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *