Spread the love

Basanta Utsav 2024 Date, History In Bengali: বসন্ত ঋতু আসতে না আসতেই সেজে উঠেছে গোটা পরিবেশ, আকাশে-বাতাসে যেন লেগেছে নানা রঙের ছোঁয়া, আর কদিন পরেই দোল উৎসব। তাই বসন্ত এলে মানুষ গাছে গাছে ফুল ফুটতে দেখে। শীত চলে যাওয়ার পরই শুরু হয় বসন্ত। ২০ ফেব্রুয়ারি ২০২৪ থেকে বসন্ত ঋতুর সময় শুরু। এ বসন্ত কে ঘিরে মানুষের নানা আয়োজন থাকে। কারণ তখন গাছে নতুন পাতা ও নতুন ফুলের সমাহার থাকে। বসন্তে নানা ধরনের ফুল ফোটে। যেমন হিমঝুড়ি, রক্তকাঞ্চন, কুসুম, কুরচি, পলাশ, দেবদারু, নাগেশ্বর সহ নানা রকমের ফুল। কিশোর-কিশোরীরা ফুলের মাধ্যমে বসন্ত উৎসব পালন করে। বসন্ত উৎসবের দিন রাস্তায় বের হলে দেখতে পারবেন হাজারো রমণী মাথায় ফুল গুঁজে বসন্ত উৎসব পালন করছে।

IMG_20240313_115953-1710311411215-edited Basanta Utsav 2024 Date,Time In Bengali: বসন্ত উৎসব কবে ২০২৪,তাৎপর্য

বসন্ত উৎসব তারিখ,তাৎপর্য,সময়

বসন্ত উৎসব কে শুরু করেছিলেন জানেন ?

শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্তোৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে। দোলের পূর্বদিন খড়, কাঠ, বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ বহ্ন্যুৎসবের আয়োজন করা হয়। এই এটি ন্যাড়াপোড়া নামে পরিচিত।

2024 সালের বসন্ত উৎসব কবে?

এ বছর ২৪ মার্চ বাংলা মেতে উঠবে বসন্ত উৎসব বা দোলযাত্রায়। ন্যাড়া পোড়াও আয়োজিত হবে দোলের আগেদিন। *তিথিঃ দোল পূর্ণিমার তিথি ২০২৪ সালে পড়ছে রবিবার।

আরোও পড়ুন,

মেয়েদের বসন্তের আকর্ষণীয় সাজ |Basanta Utsav Makeup Look

হোলিকা দহন কবে: হোলিকা দহন উৎসব হয় গোটা উত্তর ভারত জুড়ে। মনের কালিমাকে দূরে সরিয়ে আলোর উজ্জ্বলতায় জীবনকে ভরিয়ে তোলার প্রতিশ্রুতির পালিত হয়। এবছর হোলিকা দহনের সবচেয়ে শুভ তিথি, ২৪ মার্চ রাত ১১:১৩ থেকে ১১:৫৩ পর্যন্ত।

বাঙালির বসন্ত উৎসব

IMG_20240313_115852-1710311411802-edited Basanta Utsav 2024 Date,Time In Bengali: বসন্ত উৎসব কবে ২০২৪,তাৎপর্য

বসন্তে চারিদিকে এক আলাদা স্নিগ্ধময় সুন্দর হাওয়া বয়। রিদিক যেন রঙিন হয়ে ওঠে এইসময়। বাঙ্গালির কাছে এই দোল উৎসবের এক বিশেষ আবেগ রয়েছে। বছরের এই একটা দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন মানুষ।

বসন্ত উৎসব কেন পালন করা হয়

এই উৎসবের তাৎপর্য :

রামধ্নুর মতোন এই বিশেষ দিনে দেশবাসী রঙের খেলায় মেতে ওঠেন। শহরের মানুষের সঙ্গে গ্রাম বাংলার মানুষ যেন মিলেমিশে এক হয়ে যায়, কথিত আছে, হিরণ্যকশিপু নামের এক রাজা তার সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলেন। প্রহ্লাদ যখন রাজার দেওয়া আদেশ মানতে অস্বীকার করেছিলেন রাজার আদেশ মেনে তার বোন হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে বসেছিলেন। কারণ আগুনকে প্রতিরোধ করার মতো ক্ষমতা ছিল তার, তবে সেই আগুনেই পুড়ে গিয়েছিলেন হোলিকা, তবে অক্ষত অবস্থায় ফিরে এসেছিলেন প্রহ্লাদ। আর এর থেকেই পালিত হচ্ছে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া।

আরোও পড়ুন,

Spring Sarees Ideas : বসন্ত উৎসবে কীভাবে নিজেকে রাঙিয়ে তুলবেন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *