Spread the love

5 Aloe Vera Benefits For Face And Skin: অ্যালোভেরাতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস আছে, যা শরীরের নানা উপকার করে।অ্যালোভেরায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্টস। যা ত্বকের গভীরে যায়। ত্বকের গভীরে পুষ্টি জোগান দেয়। এবং ত্বকের হাজারো সমস্যা দূর করে এলোভেরা।। অ্যালোভেরা জেলে আছে অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান। তাই এটি আপনার ত্বক পরিষ্কার রাখে। টক্সিনমুক্ত রাখে। ব্রণর সমস্যা কম করে।

শীতে ত্বক ভালো রাখার উপায়

কীভাবে ব্যবহার করবেন –

১) অ্যালোভেরার সঙ্গে হলুদ ও মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন ডার্ক সার্কেল দুদিন গায়েব।।

২) অ্যালোভেরা জেল, শশার রস, মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন। অ্যালোভেরা জেলের নিয়মিত ব্য়বহার ত্বকের অতিরিক্ত তেল,ময়লা দূর করে ত্বক পরিষ্কার করে থাকে। মুখে সতেজ ভাব এনে দেয়।

৩) শীতে ত্বকের আর্দ্রতা বজায় রাখেঅ্যালোভেরা ত্বকের আর্দ্রতা বজায় রাখে। সরাসরি পাতা থেকে জেলটা নিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন।

শীতকালে শুষ্ক ত্বকের জন্য মুখে কি লাগানো যায়

৪) অ্যালোভেরা জেল, মধু, দুধ, হলুদ অথবা সামান্য দুধের সর মিশিয়ে মুখে মাস্কের মতো লাগালে ব্রণ তাড়াতেও দারুণ কাজ করে।

৫) রোদে পোড়া ত্বকে অ্যালোভেরা, শসার রস আর দইয়ের মিশ্রণ লাগালে ত্বকের উপকার হয়।

৬) শুধু রূপচর্চায় না দ্রুত ওজন কমাতে সাহায্য করবে অ্যালোভেরা। এর মধ্যে প্রচুর ভিটামিন আর মিনারেল থাকে। তাই নিয়মিত অ্যালোভেরা জুস খেলে সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকবে।

শুষ্ক ত্বকের ফেসপ্যাক

৭) অ্যালোভেরার জুসে প্রোটিয়োলাইটিক এনজাইমস নামে এক ধরনের উৎসেচক থাকে, যা তালুর ত্বকের কোষগুলোর স্বাস্থ্যরক্ষায় বিশেষভাবে কার্যকর। নিয়মিত ব্যবহার করলে বাড়বে চুলের দৈর্ঘ্য, কমে যাবে খুশকি, মাথার তালুর ইনফেকশন। এটি কন্ডিশনার হিসেবে কাজ করবে এবং চুল থাকবে নরম ও মোলায়েম।

আরোও পড়ুন,

Skin Care Tips: শীতে ত্বকের হাজার সমস্যা দূর করবে একটি উপাদান

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *