Spread the love

কলার মধ্যে এতো পুষ্টিগুণ ,, কিনতু শুধু শরীরের জন্যে নয় এটি কিনতু ত্বকের ক্ষেত্রেও দারুন কাজ দেয়….সকালের ব্রেকফাস্টে অনেকেই কলা খান। এই কলার যদি দু’টুকরো মুখে মেখে নিন। কলার মধ্যে অনেক ধরনের ভিটামিন ও মিনারেল রয়েছে, যা ত্বকের জন্য দারুণ উপকারী। ত্বকের জেল্লা ফেরাতে চাইলে কলার চেয়ে উপকারী আর কিছু হয় না। যদি কলার তৈরি ফেসপ্যাক ব্যবহার করেন, তাহলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে সারা বছর। শীতে ত্বক শুষ্ক হবে না।।

কলার ফেসপ্যাকের উপকারিতা:

**কলার ফেসপ্যাকে পটাশিয়াম রয়েছে, যা ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। পাশাপাশি কলার ফেসপ্যাক ত্বককে টানটান করে তোলে। ত্বকে স্থিতিস্থাপকতা এনে দেয় এই ফেসপ্যাক।

কলা দিয়ে মুখ ফর্সা

**পাশাপাশি এই ফেসপ্যাকে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের যৌবন ধরে রাখে। সপ্তাহে ২ বার এই ফেসপ্যাক ব্যবহার করলে আপনার ত্বকের জেল্লা বেড়ে যাবে..

**কলা ব্রণর সমস্যা দূর করে দেয়। পাশাপাশি ত্বকের উপর কালো দাগছোপ থাকলে সেটাও দূর করে দেয়। এতে ত্বকের প্রাকৃতিক জেল্লা বাড়ে।

  • কলার ফেসপ্যাক কীভাবে বানাবেন, দেখে নিন—

১) একটা পাকা কলা নিয়ে ভাল করে চটকে মেখে নিন। এতে ১ টেবিল চামচ মধু, ১/ মিশিয়ে নিন। মুখ পরিষ্কার করে এই ফেসপ্যাক ত্বকের উপর লাগান। ২০-৩০ মিনিট রাখুন। তারপর হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন।

২) উজ্জ্বলতা বাড়ায়: অর্ধেক পাকা কলা, অর্ধেক চা চামচ মধু এবং দুই টেবিল চামচ কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। এবার এটা মুখে আর গলায় মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন। এটা ত্বকের উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে।

পাকা কলার ফেসপ্যাক

৩) শুষ্ক ত্বকের জন্য: পেঁপে, কলা একসঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে নিন। এবার সেই প্যাকটা মুখে আর গলায় লাগান। মিনিট ২০ রেখে ধুয়ে ফেলুন হালকা গরম জল দিয়ে। এটা মুখের দাগ ছোপ দূর করে, এবং ত্বককে হাইড্রেট রাখে।

৪) ব্রণর সমস্যা: পাকা কলা, অর্ধেক চা চামচ হলুদ নিয়ে একটা মিশ্রণ বানান। এবার সেটাকে গলায় আদ মুখে লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। এটা ব্রণর ক্ষত সারায়, একই সঙ্গে ব্রণ, ত্বকের দাগছোপ দূর করে।

Read More,

3 Best Hair Oil For Hair Fall Control: চুল পড়া বন্ধ করবে যে ৩ তেল

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *