Spread the love

Wedding Decoration Ideas At Home: আপনারা যারা বিয়ে করতে চাইছেন,,, তার জন্য বাজেটের মধ্যে ডেকোরেশন করতে চাইছেন,, তাদের জন্য আজকের এই পোস্ট…. এখান থেকে আপনি এমন কিছু আইডিয়া নিতে পারবেন যা আপনার স্বপ্ন পূরণ হবে তাও আবার সাধ্যের মধ্যে…. এমন কিছু টেকনিক ও টিপস অবলম্বন করলেই আপনি সুন্দর একটা স্টেজ ডিজাইন করতে পারবেন ।

Decoration Ideas For Wedding Anniversary At Home

বিয়ের সাজসজ্জার ক্ষেত্রে সবচেয়ে বড় খরচের একটি হল ফুল । আপনি যদি সেগুলি মোকাবেলা করতে তাহলে কোনো বেপার না…গায়ে হলুদের ডেকোরেশন ডিজাইন ও বিয়ের আসরের ডিজাইন দেখার জন্য প্রতি মাসে হাজার হাজার মানুষ সার্চ করে থাকেন ।

বিয়ের স্টেজ ডিজাইন ছবি ২০২৪

শুরুতেই আমরা দেখে নিব ২০২৪ সালে আসা নতুন আপডেট মডেলের কিছু বিয়ের বা মেহেদি নাইটের স্টেজ ডিজাইন । আমাদের দেশের সামাজিন অনুষ্টানে স্টেজ করা হয় এইটা স্বাভাবিক ।

সিম্পল এর মধ্যে এমন ধরনের ডিজাইন করতে পারেন।।

যদি একটু হেভির মধ্যে সুন্দর চান, তাহলে এমন করতে পারেন।

বিয়ের মঞ্চ সাজানো ডিজাইন

গায়ে হলুদের স্টেজ ডিজাইন ২০২৪

চলুন এইবার কিছু মেহেদি নাইট কিংবা গায়ে হলুদের স্টেজ ডিজাইন নরমাল ছবি দেখে আসি । আপনি কি আপনার পছন্দের গায়ে হলুদের স্টেজ সাজানো ছবি খুঁজছেন ? অথবা সেরা কিছু Gaye Holud Stage Design এর Picture দেখতে চান? তাহলে আপনি সঠিক জাইগায় এসে পড়েছেন।

বিবাহের সাজসজ্জার জন্য ঐতিহ্যগতভাবে ফুল ব্যবহার করা হয়েছে।

এগুলি বিবাহের মঞ্চ সজ্জার উদ্দেশ্যেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।

একটি জমকালো বিবাহের আয়োজন করতে, আপনার একটি দুর্দান্ত মঞ্চ দরকার।।

ফুলের ব্যাকগ্রাউন্ড সহ সুন্দর হলুদ সোফা ভারতীয় বিবাহের জন্য উপযুক্ত যেখানে লাল এবং হলুদ রঙের পছন্দের প্রাধান্য থাকে।

ফুলের সাজসজ্জাটি দুর্দান্ত মঞ্চের সৌন্দর্য এবং কমনীয়তা এবং সতেজতা প্রদান করছে।।যারা একটি নাটকীয় এবং ঐতিহ্যবাহী বিবাহের মঞ্চ চান তাদের জন্য, এই বিবাহের মঞ্চটি প্রধানত ফুল ব্যবহার করে করা উপযুক্ত হবে।

আরোও পড়ুন,

ঘরে থাকা হাইনেক দিয়ে শাড়িতেই ফ্যাশন হোক বিয়েবাড়িতে

Sarees For Winter Wedding: শীতকালীন বিয়ের জন্য ৫ বেস্ট শাড়ি

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *