Spread the love

Fashion Dresses: শীতের দিনে বিয়েবাড়ি নিমন্ত্রণ এলেই প্রথমেই আমরা ভাবী ব্লাউজ নেই, শাড়ি নেই,, কি পড়বো?? চিন্তা নেই আজকে এই সমস্যা মেটাতে আমি হাজির হয়েছি —যা করতে হবে তা হল, আলমারির থেকে ব্ল্যাক হাইনেক বার করে নিন,,, এবার এই ব্ল্যাক টার্টেল নেক টপের সঙ্গে সিল্কের শাড়ি খুব সুন্দর ভাবে পরা যায়। এছাড়াও পরতে পারেন হ্যান্ডলুমের শাড়িও। এই কালো ব্লাউজের সঙ্গে হ্যান্ডলুমের যে কোনো শাড়ি পরতে পারেন….

শীতের মেয়েদের পোশাক

✓ আত্মীয়দের বিয়েবাড়ি হলে শাড়ি তো পরতেই হবে। এই ঠান্ডায় শাড়ি পরতে হবে শুনলে অনেকেই পিঠিয়ে যাচ্ছেন ভয়ে।

✓ শীতের বিয়েবাড়িও কাঁপিয়ে দিন এই শাড়িতে। এভাবে শাড়ি পরলে সকলের বাহবা কুড়োতে পারবেন।

✓ খুব সামান্য গয়না আর টিপে দারুণ লুক পাবেন। আবার বিয়েবাড়ি যদি রাতে থাকে তাহলে ট্র্যাডিশন্যাল সিল্কের সঙ্গে পরতে পারেন, আর এতে যেমন এলিগ্যান্ট লাগে তেমনই একটা স্মার্ট লুকও আসে।

আরোও পড়ুন,

Sarees For Winter Wedding: শীতকালীন বিয়ের জন্য ৫ বেস্ট শাড়ি

✓ সামান্য মেকআপ, অক্সিডাইজের গয়নার সঙ্গে এই রকম শাড়ি স্টাইল দেখতে খুব সুন্দর লাগে। আর ফুলস্লিভ এই রকম টপের সঙ্গে অন্য কোনও শীতবস্ত্রের প্রয়োজন পড়ে না।

✓ শুধু হ্যান্ডলুম নয় ডিজাইনার শাড়ির সঙ্গেও দেখতে ভাল লাগে এই ব্ল্যাক টপ।

শীতকালে বিয়েবাড়ির সাজগোজ

তাহলে আমাকে এবার থ্যাংকু বলুন চিন্তা দূর করে দিলাম তো….সামনের বিয়েবাড়িতে এভাবেই হোক স্টাইলিং।।।

আরোও পড়ুন,

Facial Exfoliation: ঘরে বসে যেভাবে এক্সফোলিয়েট করবেন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *