Spread the love

সকল মেয়েদের একটা চিন্তা বিয়েবাড়িতে কি পড়ে যাবো,, তাও আবার এই শীতে,,,বিয়ে বাড়িতে শাড়ি পরার চল অনেক দিনের। কিন্তু শীতের হাত থেকেও তো বাঁচতে হবে। তা হলে উপায়? আজ শাড়ির সঙ্গে এমন স্টাইলের কথা তুলে ধরবো যা ঠান্ডা ও কম লাগবে,, এবং আপনার দিকে সবাই তাকিয়ে থাকবে,,আপনি হয়ে উঠবেন বিয়ে বাড়ির আকর্ষণীয়…..

শীতকালে বিয়েবাড়িতে কেমন স্টাইলের শাড়ি পড়বেন, রইলো টিপস্

  • বাড়িতে যদি আপনার শার্ট টাইপের কোন টপ থাকে যেমন আপনি জিন্সের সাথে পড়েন সেই টপের সঙ্গে শাড়ি পড়ে এভাবে স্টাইল করতে পারেন এতে আপনাকে আকর্ষণীয় দেখাবে।।
  • প্রথমে একটি সুন্দর সিল্কের শাড়ি বেছে নিন তার ওপরে বেল্ট পড়ুন এবং স্টাইলের জন্য এবং ঠান্ডা কে আটকানোর জন্য তার উপরে এরকম স্টাইলিশ ধরনের জ্যাকেট পড়ুন দেখবেন সবাই আপনার দিকে তাকিয়ে আছে।।
  • আই থিংক এই টপ গুলো সব মেয়েদের আলমারিতে রয়েছে ,, তার মধ্যে ঠান্ডার ওয়েদারে সব মেয়েরাই জিন্সের উপর এমন টপ ক্যারি করে থাকেন এবার বিয়েবাড়িতে আলাদা করে টপ কেনার কোন দরকার নেই এমন টপের সাথে সিল্কের কোন শাড়ি আরামে মানিয়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনাকে কতটা সুন্দর দেখাবে।।
  • আপনার কাছে নিশ্চয়ই এমন নেক সোয়েটার রয়েছে,, তার সঙ্গে ক্যারি করতে পারেন যে কোনো শাড়ি।।

শীতকালের বিয়ে বাড়ির জন্য রইলো শাড়ি পড়ার টিপস্

  • শাড়ির সঙ্গে এমন ব্লাউজ বা টপ পরতে পারেন। শীতে দারুন আরাম পাবেন।।এটির সুবিধে হল, দেখতে অনেকটা ব্লাউজের মতো লাগবে।

আরোও পড়ুন,

7 Days Glowing Skin Challenge: ৭ দিনের উজ্জ্বল ত্বকের চ্যালেঞ্জ – যা করবেন

Sweater For Women: শীতের বাজার কাঁপাচ্ছে এই ৫ স্টাইলিশ সোয়েটার! আপনার কোনটি পছন্দ

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *