Spread the love

মেয়েদের শীতের ফ্যাশন নিয়ে প্রত্যেকের মধ্যেই উন্মাদনা বেশি থাকে,,, কিন্তু এই শীতের বাজার কাঁপাচ্ছে কোন কোন ধরনের সোয়েটার, তা কি আপনি জানেন? না জানলে দেখুন অবশ্যই….এরকমই এক তালিকা উল্লেখ করা হল প্রবন্ধে, রইল ৫ সোয়েটারের সন্ধান। জমিয়ে শীত পড়তেই ফের পছন্দের সোয়েটার বেরিয়ে পড়েছে আলমারি থেকে। এদিকে সাধের সোয়েটারগুলি কী ভাবে স্টাইল করবেন, সেসব ভাবাচিন্তাও নিশ্চয়ই শুরু করে দিয়েছেন? দেরি না করে ঝটপট জেনে নিন ঠিক কোন কোন ধরনের সোয়েটার বাজার কাঁপাচ্ছে এবার…..

✓ হাইনেক সাদা সোয়েটার গুলো এখন বেশ ট্রেন্ড এ রয়েছে,, দারুণ মানাবে: তাই আপনার কালেকশনে এমন একটি সোয়েটার থাকা মাস্ট! এই ধরনের সোয়েটার আপনি ডেনিম জ্যাকেট কিংবা লং কোট দিয়ে স্টাইল করতে পারেন।

✓ ভিতরে টপের সঙ্গে এমন জ্যাকেট দিয়ে স্টাইল করতে পারেন। এতে যে আপনাকে বেশ স্টাইলিশ দেখাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

✓ মাল্ট কালারের সোয়েটারে সেজে উঠুন এই শীতে। জিন্সের সঙ্গে এমন সোয়েটার কিন্তু বেশ মানাবে। তাছাড়া রঙিন পঞ্চো সোয়েটার যে কোনও ট্রাউজারের সঙ্গেও পরা যায়। আর এই কম্বিনেশন আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়াতেও রীতিমতো জনপ্রিয়।

✓ এদিকে ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েন্সররাও আজকাল এমন আউটফিট বেছে নিচ্ছেন আকছার। তাই আপনিও বা পিছিয়ে থাকবেন কেন!

এই শীতে কোনও একদিন যদি ক্লাসিক লুক ক্রিয়েট করার ইচ্ছে হয়, তাহলে সংগ্রহে রাখতে পারেন ক্লাসি কাশ্মীরি সোয়েটার।।

✓ এই ধরনের সোয়েটার সব বয়সের মহিলারাই পরতে পারেন। তাই বাজার কাঁপানো কাশ্মীরি সোয়েটার আপনার সংগ্রহে থাকা মাস্ট!

তরুণীরা ফ্যাশনেবল সোয়েটারের দিকেই ঝুঁকেছেন। হাইনেক, ফোল্ডিং ধরনের সোয়েটারও ব্যবহার করছেন অনেকে। এতে মাফলারের কাজ হয়। কোনো কোনো সোয়েটার আবার বড় গলার। কালো, সাদা, চাপা সাদা, ছাই, ধূসর ছাড়াও হলদে সবুজ, লাল, গোলাপি, নীল ইত্যাদি বিভিন্ন রঙের স্ট্রাইপ দেয়া সোয়েটার প্রাধান্য পেয়েছে।

আরোও পড়ুন,

Homemade Serums For Glowing Skin: উজ্জ্বল ত্বকের জন্য ঘরে তৈরি ৫ সিরাম

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *