Spread the love

আমাদের সকলের স্বপ্ন উজ্জ্বল ত্বক থাকবে সব সময়….. এই স্বপ্ন পূরণের জন্য মানুষ কটকিছু না করে থাকে,, যা সামনে পায় বা লোকের কাছে যা শোনে তাই করে,,, কিনতু এতে হিতের বিপরীত হতে পারে,,, এমন পরিস্থিতিতে ত্বকের যত টুকু উজ্জ্বলতা থাকে,, ততো টুকুও নষ্ট হয়ে যেতে পারে,,, তাই হারানো উজ্জ্বলতা ফিরে পেতে আপনি কিছু ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন। আসুন জেনে নেই এর কিছু ঘরোয়া ফেসপ্যাক –

সপ্তাহে অন্তত একদিন ফেসপ্যাক মুখে লাগানো উচিত। প্রয়োজনে আপনি দুদিনও ফেসপ্যাকও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে মাঝে ৩ দিনের বিরতি দিতেই হবে।

অনেকের প্রশ্ন ছিলো ফেসপ্যাক পরে কি শিট মাস্ক ব্যবহার করা যায়?

আমি বলবো হ্যাঁ,,ফেস মাস্ক লাগানোর পরে, আমি আমার মুখে শীট মাস্ক লাগাই এবং 20 মিনিটের জন্য রেখে দিই। ফেস প্যাকের পরে আপনি অবশ্যই একটি শীট মাস্ক ব্যবহার করতে পারেন, বিশেষত এটি হাইড্রেটিং বৈশিষ্ট্যের কারণে।। কোনো ভয়ের কারণ নেই।।

উজ্জ্বল ত্বকের জন্য ঘরে তৈরি ফেস মাস্ক

১/ মধু ও কলা: এই দুটি উপাদান আপনার ত্বকের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়,,অর্ধেকটা কলা চটকে ১ টেবিল চামচ মধু মিশিয়ে লাগান ত্বকে। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করে উজ্জ্বল করতে ত্বক। ব্রণ হওয়া থেকে আটকায়।।

২/ বেসন ও আলুর রস:১ টেবিল চামচ বেসনের সঙ্গে পরিমাণ মতো আলুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি ত্বকের রোদে পোড়া দাগ দূর করবে।

৩/ কফি গুঁড়ো ও দই :২ টেবিল চামচ কফি, ১ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।

ন্যাচারাল ফেস প্যাক

৪/ হলুদ ও মধু :আধা চা চামচ হলুদ গুঁড়ার সঙ্গে ১ চা চামচ দুধ মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বকের ওপর একটি সুন্দর আভা দেয়।।

৫/ টক দই ও হলুদ :৪ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে আধা চামচ হলুদ মেশান। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে।।

আরোও পড়ুন,

How To Get Smooth Skin Naturally: শীতে ত্বক উজ্জ্বল ও মসৃণ করার ৫ উপায়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *