Spread the love


Best moisturizer Cream For Winter – শীতকালে ত্বকের জন্য সেরা ৬ টি
ক্রিম

AVvXsEhRJTxtoDSp2dss7-WQwVymRZSp8uWp7B8Cd7lJZ0JEmbpBP7SxK70znLP0x5HIMUEE-ixY0HDInDiMUctAhLbPJhUatEgFfCgkQa5StSlQ5PUdOPaFglSJQ83x-bEVQsz06L--U3TbTMleSvbSKzKImTmywCCrbFGHXwOI2_-N11dlHn63WCL0dp96=w400-h310 Best moisturizer Cream For Winter - শীতকালে ত্বকের জন্য সেরা ৬ টি ক্রিম

শীতকালে ত্বকের ক্রিম

শীতকালে ত্বকের জন্যে বেস্ট ৬ টি ক্রিম এর নাম জেনে নিন।।
শীতকাল চলে আসা মানেই ত্বকের এক্সট্রা করে যত্ন নাওয়া।শীতকাল আসলেই আমাদের
ত্বক রুক্ষ, শুষ্ক, ও ট্যান ভাব চলে আসে। এগুলো থেকে দূরে থাকার জন্য আমাদের
অবশ্যই ত্বকের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। যত্ন না করলে সুন্দর আকর্ষণীয় ত্বক
ও পাবেনা। শীতে ত্বককে সুন্দর কোমল রাখার জন্য আমাদের বাজারে বেস্ট ক্রিম
ব্যবহার করার খুবই প্রয়োজন।কিন্তু আমরা বুঝতে পারিনা কোনটি আসলে শীতকালের জন্য
ভালো ক্রিম। তাই আজকে আমি আপনাদের জানাব শীতকালের জন্য কোন কোন ক্রিম ব্যবহার
করা উচিত দেখে নিন।


শীতে কোন ক্রিম ব্যবহার করা ভালো

১/লোটাস হারবালস হুইট নারিশ হুইট জার্ম অয়েল অ্যান্ড হানি নারিশমেন্ট
ক্রিম
: যাদের ত্বক বেশি রুক্ষ তারা এই ক্রিমটি অবশ্যই ব্যবহার করবেন। কারণ এই ক্রিম
ব্যবহার করার ফলে আপনার ত্বক রুক্ষ শুষ্ক ভাব একবারে দূর করে দেবে। এবং বয়সের
ছাপ কমিয়ে দেবে। এই ক্রিমে রয়েছে প্রাকৃতিক উপাদান অশ্বগন্ধা আর তুলসী। যা
আপনার ত্বককে সবরকম ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে।

ময়েশ্চারাইজিং ক্রিম এর নাম

২/ লাইকোরিস কোল্ড ক্রিম, ভি.এল.সি.সি: শীতে এই কোল্ড ক্রিম টি ব্যবহার
করে দেখতে পারেন। যদি আপনার ত্বক নর্মাল বা ড্রাই হয়, তাহলে
ভি.এল.সি.সি. ব্যবহার করেই দেখুন। এই ক্রিমে আছে স্যাফ্রন, অ্যালোভেরা, জোজোবা
অয়েল, অলিভ অয়েল, ভিটামিন ই।এই ক্রিম শীতের রুক্ষ, শুষ্কতায় আপনার ত্বককে
সুন্দর করে রক্ষা করবেই। এবং আপনার ত্বককে আর্দ্রও করবে। ভিটামিন ই আপনার
ত্বকের রংকে অনেক উজ্জ্বল ও করবে। এছাড়া সূর্যের আলো থেকেও এই ক্রিম
আপনাকে প্রোটেকশন দেবে। এটি কে সানস্ক্রিন হিসেবেও ব্যবহার করা হয়।
৩/ফ্যাব ইন্ডিয়া সিল্ক প্রোটিন নারিশিং ক্রিম: যাদের সেনসিটিভ
স্কিন তারা কেমিক্যালের বদলে এটা ব্যবহার করতেই পারে।আপনাদের চামড়া যদি
রুক্ষ,শুষ্ক, খসখসে হয় কিংবা ফেটে যায় তাহলে আপনাদের জন্য এই ক্রিমটা একদম
পারফেক্ট। এতে রয়েছে অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, সেরিসিন, আর
ভিটামিন ই। ভিটামিন ই ত্বকের মসৃণতার জন্যে এমনিতেই প্রয়োজন। ভিটামিন ই আপনার
ত্বককে মসৃণ, উজ্জ্বল করতে সাহায্য করে। এই ক্রিমটি শীতকালের জন্য একদম বেস্ট।

Best Face Cream For Winter

৪/ বায়োটিক বায়ো হুইট জার্ম ফারমিং ফেস অ্যান্ড বডি ক্রিম: আপনি
শীতকালে নিশ্চিন্তে এই ক্রিমটা ব্যবহার করতেই পারেন। এতে রয়েছে
সানফ্লাওয়ার তেল, বাদাম তেল, ভিটামিন এ, বি, ডি আর ই। ভিটামিন গুলো
এমনিতেই আমাদের ত্বকের জন্য প্রয়োজন। আমাদের ত্বককে সুন্দর
মোলায়েম রাখতে এই ক্রীম সাহায্য করে।
৫/ নিভিয়া সফট ক্রিম: এই ক্রিমটি ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে
পারবে। এই ক্রিমটি কোন তেলাক্তভাব করে না ফেসের উপর। এবং ফেসের ড্রাইনেস ভাব
দূর করে। যেকোনো ধরনের স্ক্রীন টাইপ সাথে এই ক্রিম অবশ্যই ব্যবহার করতে পারবেন।
৬/ নারিশিং কোল্ড ক্রিম, অ্যাভন কেয়ার: এই নারিশিং কোল্ড ক্রিম
আপনার ত্বক এ দারুণ কাজ করে। এই শীতে আপনার ত্বক যদি রুক্ষ, শুষ্ক,
খসখসে হয়ে গিয়ে থাকে, তাহলে এই ক্রিমটা কিন্তু আপনার জন্যে অল-ইন-ওয়ান
সলিউশন ক্রিম হতেই পারে। তাছাড়া আপনার ত্বকের বয়স কম করতেও এই ক্রিম খুব
ভালোভাবে সাহায্য করে।
এই ছটি ক্রিমের মধ্যে আপনার ইচ্ছামত যে কোনো একটি ক্রিম শীতকালের জন্য বেছে
নিতে পারেন। মনে রাখবেন আপনার যত্নের উপর নির্ভর করবে আপনার ত্বকের
সৌন্দর্যতা।।

Also read,



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *