Spread the love

সারাদিনের ব্যস্ততায় ঠিক ভাবে নিজেদের যত্ন নাওয়া হয়না….. ফলে সময়ের আগেই দেখা দেয় ত্বকে বার্ধক্যের ছাপ। ত্বক যদি হাইড্রেটেড থাকে তাহলে ত্বকের অনেক সমস্যা অনেকাংশে কমে যায়। তাই দিনে যত ব্যস্ত থাকুন, রাতের স্কিন কেয়ার রুটিন (Skin Care Routine) কোনওদিন বাদ দেবেন না। কিন্তু রাতের স্কিন কেয়ার রুটিন মানলেই যে ত্বক হাইড্রেটেড থাকবে এমন কোনও মানে না। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে ওভারনাইট স্লিপিং মাস্ক।

নামী ব্র্যান্ডের স্লিপিং মাস্কগুলির দাম অনেক। পকেট বাঁচাতে আমি খোঁজ দিচ্ছি এমন স্লিপিং মাস্ক যা আপনি ভরসা রাখতে পারেন …..

best Sleeping Mask For Glowing Skin

1। PILGRIM Spanish Squalane (Plant) Glow Sleeping Mask: উজ্জ্বল ত্বকের জন্য বেস্ট ফেসপ্যাক এটি,,,, এই মাস্কটি দিনের স্ট্রেসের প্রভাব কমায়, ত্বককে উজ্জ্বল এবং আরও ভারসাম্যপূর্ণ করে।ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে,,, এটি ত্বকের প্রাকৃতিক বাধাকে শক্তিশালী করে এবং আর্দ্রতা আটকে রাখে।মসৃণ ও নমনীয় ত্বকের জন্য ফেসপ্যাক: রাতারাতি পরিষ্কার, নরম এবং মসৃণ ত্বক কারণ মাস্কটি কালো দাগের উপস্থিতি হ্রাস করে এবং টোনকে সমান করে।”ত্বককে হাইড্রেট করে সূক্ষ্ম রেখা এবং বলিরেখার বিরুদ্ধে লড়াই করে ত্বককে কোমল ও কোমল করে তোলে” ।।

2। Mamaearth Vitamin C Sleeping Mask: হারানো তেজ পুনরুদ্ধার করে: ভিটামিন সি এবং অ্যালোভেরার মিশ্রণ ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে একসাথে কাজ করে, বার্ধক্য এবং পিগমেন্টেশনের লক্ষণগুলি হ্রাস করে: মাস্কে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টগুলি রাতারাতি ত্বককে মুক্ত র‌্যাডিক্যাল ক্ষতি এবং পিগমেন্টেশন থেকে রক্ষা করতে কাজ করে, যা অবশেষে ত্বককে কম বয়সী দেখায়।ত্বককে আলোকিত করে: রোদ, দূষণ এবং অন্যান্য কারণের কারণে যে ক্ষতি হয় তা ক্ষতিগ্রস্থ ত্বক মেরামত করে এবং উজ্জ্বল এবং উজ্জ্বল ত্বক রেখে যায়।

Best Sleeping Mask For Glowing Skin At Home

এছাড়াও আপনি ঘরোয়া উপায়ে বানিয়ে নিতে পারেন,, চলুন দেখে নাওয়া যাক —

-১) অ্যালোভেরা ও ভিটামিন ই ক্যাপসুল স্লিপিং মাস্করূপচর্চায় অনেকেই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেন। এবার এটা দিয়েই তৈরি করুন স্লিপিং মাস্ক। ৪ টো ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে নিন। এরপর এতে মেশান এক চামচ অ্যালোভেরা জেল ও গোলাপ জল,,এবার এই মিশ্রণটি ত্বককে ভাল করে লাগিয়ে নিয়ে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত এই স্লিপিং মাস্ক ব্যবহার করলে বার্ধক্যের ছাপ প্রতিরোধ করতে পারবেন।

২) বাদাম তেল ও গোলাপ জলের স্লিপিং মাস্কএই স্লিপিং মাস্কটি তৈরি করতে এক চামচ গোলাপ জলে কয়েক ফোঁটা বাদাম তেল মিশিয়ে নিন। মুখ ধুয়ে নিন তারপর এই স্লিপিং মাস্কটি সারা মুখে ও ঘাড়ে লাগান। এই স্লিপিং মাস্কটি ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। বাদাম তেলে দারুণ প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। অন্যদিকে, গোলাপ জল ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।

৩) অলিভ অয়েল ও নারকেলের স্লিপিং মাস্কযদি আপনার শুষ্ক ত্বক হয় তাহলে এই স্লিপিং মাস্কটি ব্যবহার করতে পারেন। কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মুখে মাখুন। এটিও আপনার ত্বককে হাইড্রেটেড করবে এবং শুষ্ক ও নিস্তেজ ত্বকে প্রাণ জোগাবে।

আরোও পড়ুন,

Daily Use Face Cream: শীতে উজ্জ্বল ত্বক পেতে প্রতিদিন ব্যবহার করুন ৩ ফেস ক্রিম

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *