সানস্ক্রিন আমাদের অতি প্রয়োজনীয় উপাদান…গরম হোক বা শীত, আমাদের সানস্ক্রিন লাগিয়ে তবেই বেরোনো উচিৎ…..তবে অনেকেই ঠিক বুঝতে পারেন না যে, কোন সানস্ক্রিনটা তাঁর ত্বকের জন্য সঠিক। ওলোট পালোট সানস্ক্রিন ব্যবহার করলে উল্টে আরোও ক্ষতি হয়….হ্যাঁ, অনেকেই জানেন না যে এক-এক ধরনের ত্বকের জন্য এক-এক রকমের সানস্ক্রিন জরুরি। যেমন ধরুন, আপনার ত্বক যদি শুষ্ক হয়, তা হলে আপনার এক রকমের সানস্ক্রিন দরকার, আবার যাঁদের ত্বক তেলতেলে তাঁদের জন্য অন্য রকমের সানস্ক্রিন।
গ্রীষ্মের সেরা সানস্ক্রিন
আপনার কোনটা দরকার এসপিএফ ৩০ নাকি এসপিএফ ৫০-র ..
উত্তর: এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন মোটামুটি সব ধরনের ত্বকের জন্যই উপযুক্ত। সানস্ক্রিনের এসপিএফ মাত্রা দেখে বোঝা যায় যে, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক কতটা রক্ষা পাচ্ছে। আর এসপিএফ ৫০ ৯৮% রক্ষা করে। এবার আপনি ঠিক করুন কোনটি আপনার দরকার।
✓ বাড়ি থেকে বেরনোর অন্তত আধ ঘণ্টা আগে সানস্ক্রিন লাগিয়ে নিন। অনেকেই একটা ভুল করেন সানস্ক্রিন লাগানোর সময়ে শুধুমাত্র মুখে লাগান, কিন্তু সূর্যের রশ্মি শরীরের যে অংশে লাগতে পারে, যেমন পায়ের পাতা, হাত, গলা ইত্যাদি জায়গাতেও সানস্ক্রিন লাগিয়ে নিন।
১) ল্যাক্টো ক্যালামাইন সান শিল্ড এসপিএফ ৩০ পিএ (Lacto Calamine Sun Shield SPF-30: গরমে ল্যাক্টো ক্যালামাইন-এর এই সানস্ক্রিনটিও ত্বকের জন্য সেরা সানস্ক্রিন। এটি শুধুমাত্র সূর্যের রশ্মি থেকে ত্বককে রক্ষা করেই ক্ষান্ত হয় না, বরং এর মধ্যে থাকা ভিটামিন ই ত্বকের পিগমেন্টেশন, কালচে ছোপ, এবং অকালে ত্বক বুড়িয়ে যাওয়ার মতো সমস্যাও দূর করতে সাহায্য করে। সামান্য পরিমানে নিয়ে মুখে ভালো ভাবে অ্যাপ্লাই করুণ,, যাতে ত্বকের সাথে একদম মিশে যায়।।
গরমে ত্বকের জন্য কোন সানস্ক্রিন ভালো
২) ল্যাকমে সান এক্সপার্ট আল্ট্রা ম্যাট এসপিএফ ৫০ (Lakme Sun Expert Ultra Matte Lotion SPF-50):
ল্যাকমে বিউটি প্রোডাক্টের জগতে একটা বিখ্যাত ব্র্যান্ড। অয়েলি স্কিনের জন্য এই সানস্ক্রিনটি অত্যন্ত কার্যকরী। খুবই হালকা এই সানস্ক্রিনটি যেহেতু একটা ম্যাট ফিনিশ লুক দেয় কাজেই তেলতেলে ত্বক আরও বেশি তেলতেলে মনে হয়না। এছাড়াও রোদ থেকে হওয়া সমস্যা যেমন সানবার্ন, দাগ-ছোপ ইত্যদি দূর করতেও সাহায্য করে।
আরোও পড়ুন,
Summer Soap For Glowing Skin: গরমে ত্বকের সমস্যা এড়াতে ৫ টি সেরা সাবান