Spread the love

ত্বকের যত্নের (Skin Care) প্রথম ধাপ ত্বককে গভীর ভাবে পরিষ্কার করা। আপনি বাইরে থেকে এসেছেন কিংবা আপনি কোনও অনুষ্ঠানে যাবেন তার সবার আগে আপনাকে ত্বক পরিষ্কার করতে হবে। ত্বক পরিষ্কার করলে ত্বকের মধ্যে থাকা ধুলো, বালি, ময়লা দূর হয়ে যাবে। রোমকূপগুলো পরিষ্কার হয়ে যাবে। যদিও ত্বক পরিষ্কার করার জন্য বাজারে একাধিক নামী-দামি স্কিন কেয়ার প্রোডাক্ট (Skin Care Product) পাওয়া যায়। তার মধ্যে কিছু রয়েছে ফেস ক্লিনজার (Cleanser), আপনার ত্বকের জন্যে কোনটি বেস্ট ক্লিনজার হতে চলেছে…সেটি দেখে নিন —

  • Cetaphil cleanser oily skin ingredients
  • Cetaphil cleanser oily skin benefits

শুষ্ক থেকে স্বাভাবিক সংবেদনশীল ত্বকের জন্য আদর্শ Cetaphil Cleanser,,,এ ধরনের ক্লিনজার আপনার ত্বকের রুক্ষ এবং শুষ্ক ভাব দূর করে। তাই যাদের ত্বক একটু রুক্ষ বা ড্রাই তাদের বেঁছে নিতে পারেন এই ক্লিনজার। আমরা জানি যে যাদের স্কিন খুব বেশি ড্রাই তাদের বার বার মুখ ধুতে বারণ করা হয়, কারণ এতে করে আপনার ত্বকে উৎপাদিত প্রয়োজনীয় সেবাম দূর হয়ে ত্বককে আরো বেশি ড্রাই করে। তাই অবশ্যই আপনি এটি ব্যবহার করুন।।

ডার্মাটোলজিস্ট বা বিউটিশিয়ানরা এর কারণ হিসেবে দায়ী করেছেন সঠিক ক্লিঞ্জার দিয়ে সঠিক নিয়মে ক্লিঞ্জিং না করাকে। তাহলে চলুন আজকে আমরা জেনে নেই ত্বকের যত্নে ক্লিঞ্জার চুজ করা ও ক্লিঞ্জিংয়ের এর সঠিক উপায় সমন্ধে।

  • শুষ্কতা থেকে রক্ষা করে
  • পরিষ্কার করার পরে ত্বককে হাইড্রেটেড রেখে ক্রমাগত হাইড্রেশন প্রদান করতে ক্লিনিক্যালি প্রমাণিত।। শুষ্কতা, জ্বালা, রুক্ষতা, আঁটসাঁটতা এবং দুর্বল ত্বকের বাধা থেকে রক্ষা করে।।ক্লিনজিংয়ের পরে ত্বককে হাইড্রেটেড রেখে অবিচ্ছিন্ন হাইড্রেশন সরবরাহ করতে ক্লিনিক্যালি সুরক্ষার জন্য প্রমাণিত।।

উপাদান: অ্যাকোয়া, গ্লিসারিন, সিটেরিল অ্যালকোহল, প্যান্থেনল, নিয়াসিনামাইড, প্যানটোল্যাকটোন, জ্যানথান গাম, সোডিয়াম কোকোয়েল আইসিথিওনেট, সোডিয়াম বেনজয়েট, সাইট্রিক অ্যাসিড।।

Read More,

Can We Apply Sunscreen At Night : রাতে ঘুমানোর আগে সানস্ক্রিন লাগানো যাবে কি || সানস্ক্রিন লাগানোর সঠিক নিয়ম

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *