Spread the love

সারাদিনে ত্বকের উপর আমরা অনেক অত্যাচার করে ফেলি,,তারপর বাড়ি ফিরে ত্বকের একটু যত্ন নিতেই হবে। এর জন্য অনেক ভূমিকা রয়েছে নাইট ক্রিমের। ত্বকের যত্নে তখন নাইট ক্রিম অনিবার্য। মুখ খুব ভাল করে ধুয়ে নিয়ে তবেই নাইট ক্রিম ব্যবহার করতে হবে। নাইট ক্রিম ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। সেই সঙ্গে ত্বকে রক্ত সঞ্চালন ভাল রাখে, ত্বকের কোলাজেন বৃদ্ধি করে, ত্বক মসৃণ রাখে, সেই সঙ্গে ত্বক কিন্তু সহজে বুড়িয়েও যায় না।

Cetaphil Night Cream ত্বকের কালো দাগ কমায় এবং ত্বকের দাগগুলি দৃশ্যমানভাবে সংশোধন করে, ত্বকের টোনকে সমান করে এবং ত্বকের বাধাকে বিরক্ত বা দুর্বল না করে উজ্জ্বলতা বাড়ায়।।

নাইট ক্রিমের উপকারীতা

এই নাইট ক্রিমে সাধারণত যেসব উপাদান আছে তা হল – ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ, জোজোবা অয়েল, অলিভ অয়েল, অ্যাপ্রিকট অয়েল, রোজ অয়েল, অ্যালোভেরা, মধু, শিয়াবাটার, জেসমিন, অ্যান্টি এজিং উপাদান, রেটিনল, অ্যামাইনো অ্যাসিড, কপার, অ্যান্টি অক্সিডেন্ট, কোলাজেন ইত্যাদি। যা ত্বকের ক্ষত নিরাময় করে ত্বককে ভিতর থেকে ঠান্ডা রাখে।।

আরোও পড়ুন,

Winter Skin Care: শীতে ত্বকের শুষ্কতা দূর করার ৫ উপায়

নাইট ক্রিম ব্যবহার করার পদ্ধতি

✓ নাইট ক্রিম ব্যবহারের আগে ত্বক ভাল করে পরিষ্কার করে নিতে হবে কোনো ফেস ওয়াশ এর মাধ্যমে।,

✓ হাতের আঙুলের ডগায় একদম অল্প ক্রিম নিয়ে মুখে ম্যাসাজ করে নিতে হবে ২/৩ মিনিট।

বিশ্বের সেরা নাইট ক্রিম

✓ উপরের দিক থেকে নীচের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজ করে নিন।

✓ জেল বেসড ক্রিম ব্যবহার করলে কিন্তু সবচাইতে ভাল।

✓ এতে ত্বকের সতেজতা ভাব দেয়।।

আরোও পড়ুন,

Charcoal Face Mask: ১ মিনিটে ত্বকের ময়লা দূর করবে চারকল ফেস মাস্ক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *