Spread the love

ত্বক উজ্জ্বল করতে, ব্রণর সমস্যা দূর করতে, ও দাগ ছোপ কমাতে দারুণ কাজ করে চন্দন। এর জন্য আপনি চন্দনের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। কীভাবে বানাবেন, ভাবছেন? তাহলে দেখে নিন এক নজরে…

চন্দন দিয়ে ফর্সা হওয়ার উপায়

চন্দন পাউডার এর কাজ কি?

চন্দন গুড়াতে (Sandalwood powder) রয়েছে নানাবিধ এন্টিঅক্সিডেন্টাল,এন্টিইনফ্ল্যমেটরী উপাদান। তাছাড়া এটি ত্বক হাইড্রেট করে,ত্বকে প্রটিনের মাত্রা বৃদ্ধি করে। ত্বককে দীর্ঘদিন তারুণ্যময় রাখে এবং বয়সের ছাপ পড়তে দেয়না।

১) চন্দন ও গোলাপ জলের ফেসপ্যাক- এই ফেসপ্যাকটি তৈরি করতে একটি পাত্রে ১-২ চা চামচ চন্দনের গুঁড়ো নিন। এতে পর্যাপ্ত পরিমাণ গোলাপ জল ০ ভিটামিন ই ক্যাপসুল একটি মেশান। এবার এই ফেসপ্যাকটি মুখে, গলায় এবং ঘাড়ে লাগান। এটি শুকিয়ে যাওয়া পর্যন্ত রেখে দিন। এরপর হালকা হাতে ত্বক ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

চন্দন পাউডার ব্যবহারের নিয়ম

২) চন্দন ও মধুর ফেস প্যাক- এই ফেসপ্যাকটি তৈরি করতে ১ চা চামচ চন্দন গুঁড়ো নিন। প্রয়োজন মতো এতে মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি আপনার মুখে, গলায় এবং ঘাড়ে লাগান। হালকা হাতে ত্বক ম্যাসাজ করুন। এটি ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

৩) হলুদ এবং চন্দনের ফেসপ্যাক- একটি পাত্রে এক চামচ চন্দন গুঁড়ো নিন। এতে এক চিমটি হলুদ গুঁড়ো এবং আলুর রস নিয়ে একটি পেস্ট তৈরি করুন। এটি ঘাড় এবং ত্বকে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।

লাল চন্দনের ফেসপ্যাক

৪) চন্দনের এই ফেসপ্যাক ট্যান কমাতে সাহায্য করে। তাই আপনি যদি মুখের ট্যান ওঠাতে চান, তাহলে এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। টক দই আপনার ত্বক শীতল রাখতে সাহায্য় করে। এক টেবিল চামচ চন্দন গুঁড়ো নিন। এক চামচ টক দই নিন। একটি পাত্রে প্রতিটি উপাদান ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। সেটি মুখে, ঘাড়ে এবং গলায় ভালো করে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট অপেক্ষা করুন।

৫) চন্দন এবং পেঁপের ফেসপ্যাক- ১-২ চামচ চন্দন গুঁড়ো নিন। এতে পর্যাপ্ত পরিমাণ পেঁপের পেস্ট মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি ত্বকের ওপর প্রয়োগ করুন। এটি ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।।

** সর্বশেষ আপনি মশ্চারাইজার ব্যবহার করুন।।

ময়েশ্চারাইজার ত্বকের এই হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনতে খুবই সহায়ক। আর্দ্রতার অভাবে ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে অকালে বুড়িয়ে যায়। ত্বকের কোমলতা ধরে রাখতে, ময়েশ্চারাইজারের কোনো বিকল্প নেই।

আরোও পড়ুন,

How To Get Smooth Skin Naturally: শীতে ত্বক উজ্জ্বল ও মসৃণ করার ৫ উপায়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *