Spread the love

শীতে ত্বকের যত্ন নেওয়া খুব কঠিন হয়ে পড়ে। আদ্রতা কমে যাওয়া, ধুলোবালি, তার উপর শুষ্কতার কারণে ত্বক নিস্তেজ হয়ে যায়। ফলে শীতকালে মুখে র‍্যাশ, ব্রণ সবচেয়ে বেশি দেখা দেয়। তাই এইসময় বেশি করে ত্বকের যত্ন নেওয়া উচিত। এইসময় ত্বকের যত্নের জন্য আপনি চারকোল ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। চারকোল ব্যবহার করলে মুখ থেকে ব্রন, দাগ ছোপ দূর হয়ে যায়…তাহলে আসুন জেনে নিই কীভাবে চারকোল ফেস প্যাক তৈরি করতে হয় —-

চারকোল ফেস মাস্কের নিয়ম

সেনসিটিভ ত্বকে সবচেয়ে বেশি ব্রণ বা পিম্পল দেখা দেয়। তাই এর থেকে মুক্তি পেতে অনেকেই নানান কিছু ব্যবহার করেন। তবে এতকিছুর পরেও সমস্যার সমাধান হয় না। ত্বকের যত্নের জন্য চারকোল খুবই কার্যকর।

চারকোল ফেস মাস্ক এর উপকারীতা –

✓ কালচে দাগছোপ- শীতে ত্বক ফ্যাকাশে হয়ে যায়,,,মুখের কালচে দাগছোপ, পিগমেন্টেশন, নাকের উপরে থাকা ব্ল্যাকহেডস তোলার জন্য চারকোল মাস্ক ব্যবহার করা যায়। দিনে একবার চারকোল মাস্ক মিনিট ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে রেখে তা ধুয়ে ফেলুন ।।

✓ অয়েলি স্কিন- অয়েলি স্কিনে নানা ধরনের সমস্যা দেখা যায়। তার মধ্যে অন্যতম হল নাকে গালে প্রচুর পরিমাণ তেল-ময়লা জমে পোরসগুলো বন্ধ হয়ে যেতে পারে। সেইসব সমস্যা দূর করার জন্য ব্যবহার করা যেতে পারে চারকোল মাস্ক।

আরোও পড়ুন,

Winter Skin Care: শীতে ত্বকের শুষ্কতা দূর করার ৫ উপায়

✓ ত্বকের উজ্জলতা- চারকোল মাস্ক ব্যবহার করলে ত্বকের দাগছোপ দূর হয়, ত্বক মোলায়েম হয় এবং ঔজ্জ্বল্য ফিরে আসে। ত্বক উজ্জ্বল, ঝকঝকে, পরিষ্কার দেখতে লাগে।

কিভাবে ব্যবহার করবেন চারকোল মাস্ক-

মুখ ফেস ওয়াশ দিয়ে পরিস্কার করে নিন, তারপর মুখে চারকোল মাস্ক লাগিয়ে ২০-৩০ মিনিট অপেক্ষা করুন তারপর শুকিয়ে গেলে টেনে তুলে ফেলুন, তবে অনেকের চারকোল মাস্ক তুলে ফেলার পর যদি কিছুটা মুখে লেগে থাকে এবং তুলতে কষ্ট হয়, সেক্ষেত্রে একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে এই তোয়ালে দিয়ে সার্কুলার মোশনে মাস্ক মুখ থেকে তুলে ফেলুন। এরপর ত্বক শীতল করার জন্য ফেস সিরাম লাগান।

Black mask ব্যবহারের নিয়ম

চারকোল ফেসপ্যাক বাড়িতেও ব্যবহার করতে পারেন। অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে বানিয়ে নিতে পারেন চারকোল ফেসপ্যাক। এই প্যাক বানানোর জন্য প্রয়োজন এক চামচ ভিনিগার ,এক চামচ চারকোল পাউডার, এবং কয়েক ফোঁটা টি ট্রি এসেন্সিয়াল অয়েল। পরিমাণ মত জল নিয়ে এই উপাদান গুলিকে ভাল ভাবে মিশিয়ে নিন। তারপর ত্বকের ওপর প্রয়োগ করুন। শুকনো না হওয়া পর্যন্ত ত্বকের ওপর রেখে দিন, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

আরোও পড়ুন,

ছেলেদের মুখের ময়লা দূর করতে ফেস মাস্ক ব্যবহার করুন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *