Spread the love

Coffee Face Pack Home-Made: শীত চলে গেলো… এবার এলো সমস্যার দিন,, ত্বকের প্রবলেম – শরীরের প্রবলেম ইত্যাদী লেগেই থাকবে এখন….. এর থেকে মুক্তি পেতে আপনি ফেস প্যাক লাগাতে হবে।। কফির গুণে ত্বক থাকবে সতেজ ও উজ্জ্বল। ঘরোয়াভাবেই কফির ফেসপ্যাক (Coffee Face pack) দূর করবে শুষ্ক ভাব ।। এছাড়াও উজ্জ্বল, ফর্সাভাব করে তুলতে ও ব্ল্যাকহেডস নির্মূল করতে কফির কোনও তুলনা নেই।

কফির মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরির বৈশিষ্ট্য। এই গুণের জেরে ত্বকে ছিদ্রপথের মুখে জমে থাকা ময়লা ও ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে। ব্রণের কালো দাগ ছোপ ব্ল্যাকহেডস দূর করতে কফির ফেসপ্যাকের কোনও তুলনা নেই।

কফি পাউডার দিয়ে রূপচর্চা

✓ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কফির ফেসপ্যাক: কফিতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য। গরমে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে ও প্রভাব এড়াতে কফির ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

হাইপারপিগমেন্টেশন, ডার্ক স্পট দূর করতে উপকারী ফেসপ্যাক তৈরি করতে পারেন। পদ্ধতিএকটি বোলের মধ্যে ১ টেবিলস্পুন কফি পাউডার, ১ টেবিলস্পুন টকদই নিন। এবার একসঙ্গে মিশিয়ে ভাল করে একটি প্যাক তৈরি করুন। প্যাক তৈরি করা পর মুখের ত্বকে প্রয়োগ করে ১৫ মিনিট রেখে দিন। এরপর জল দিয়ে মুখ ধুয়ে নিল ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।

কফি দিয়ে ফর্সা হওয়ার উপায়

সাধারণ ত্বকের জন্য কফির ফেসপ্যাক: ১ টেবিলস্পুন কফির সঙ্গে ১ টেবিলস্পুন হলুদ মিশিয়ে দুর্দান্ত ফেসপ্যাক তৈরি করুন। এরপর শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে প্যাক ধুয়ে ফেলুন। এতে ত্বক থাকে কোমল, উজ্জ্বল ও ট্যানমুক্ত।

পিগমেনটেশন: নিয়ম করে কফি মাস্ক ব্যবহার করলে তা আপনার ত্বককে পিগমেন্টেশনের হাত থেকে রক্ষা পাবেন,, এর জন্যে হাফ টেবিলচামচ কফি পাউডার, হাফ টেবিলচামচ মধু মিশিয়ে প্যাক বানান। এরপর তা মুখে-ঘাড়ে-গলায় লাগান। ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

কফি মুখে দিলে কি হয়

ডার্ক সার্কেল দূর করতে – একটি বোলে কফি পাউডার ও শসার রস ভাল করে মিশিয়ে নিন। প্যাকটি ত্বকের ওপর ব্যবহার করুন।২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন। শুধু মুখের জন্য নয় সারা শরীরে ব্যাবহার করতে পারেন।

আরোও পড়ুন,

Body Scrub: ৩: ঘরোয়া বডি স্ক্রাব যা আপনার শরীরের সমস্ত ট্যান দূর করবে

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *